Sat Vai Champa By Bisdnu De | Bangla Class 9 |
Sat Vai Champa By Bisdnu De Bangla Class 9
Bangla Class 9
Class 9 Bangla
নবম শ্রেণি বাংলা
সাত ভাই চম্পা
বিষ্ণু দে
চম্পা! তোমার মায়ার অন্ত নেই,
কত-না পারুল-রাঙানো রাজকুমার
কত সমুদ্র কত নদী হয় পার!
বিরাট বাংলা দেশের কত-না ছেলে
অবহেলে সয় সকল যন্ত্রণাই
চম্পা কখন জাগবে নয়ন মেলে।
চম্পা, তোমার প্রেমেই বাংলা দেশ
কত-না শাঙন রজনী পোহাল বলো।
গৌরীশৃঙ্গ মাথা হেঁট টলোমলো,
নিষিদ্ধ দেশে দীপঙ্করের শিখা
চিনে জ্বলে, হয় মঙ্গোলিয়ায় লেখা,
চম্পা, তোমায় চিনেছিল সিংহলও।
তোমাকে খুঁজেছে জানো কি কৃষকে নৃপে
অশ্বের খুরে, লাঙলের ফলা টেনে,
হাতুড়ির ঘায়ে, কাস্তের বাঁকা শানে,
ভাটিয়ালি গানে, কপিলমুনির দ্বীপে,
কলিঙ্গে আর কঙ্কণে গুর্জরে
চম্পা, তোমার সাত ভাই গান করে।
শ্যাম-কাম্বোজে তারা বুঝি টানে দাঁড়,
নীল-কমলের দেশে রেখে আসে হাড়
বই চাঁদ বহু শ্রীমন্ত সদাগর,
চম্পা, তোমারই পারুল মায়ার লোভে
বাহিরকে ঘর আপনকে করে পর,
বলী হাসে, আসে যবদ্বীপের সাড়।
Link For All Subject
আজকের আলোচনায় তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের শ্রেণিকক্ষের বন্ধু-বান্ধবদের এই লিংকটি শেয়ার করে দিয়ে তাদেরকেও পড়ার সুযোগ করে দাও আর অবশ্যই সতর্ক তা বজায় রেখে নিজেদের ও বন্ধুদের ও পরিবারকে সুস্থ রাখার দায়িত্ব পালন করতে থাকো এই মহামারী করুণারহাত থেকে রক্ষা পাওয়ার জন্য।