বাক্য পরিবর্তন |
সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা শিখবো এবং জানবো বাক্য(Bakko) সম্পর্কে। বাক্যকে সহজতরভাবে শিখতে হলে আমাদের অবশ্যই বাক্যের বেসিক সম্পর্কে জানা প্রয়োজন। তাই আমরা প্রত্যেক বাক্যের উদাহরণসহ শ্রেণীবিভাগ করে তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি বাক্যের ক্লাস। চলো তবে শুরু করি বাক্যের বেসিক থেকে সম্পূর্ণ আলোচনা।
Bakko Poriborton
বাক্য কাকে বলে?
যখন কোন শব্দ বা পদসমষ্টি পাশাপাশি বসে সম্পূর্ণভাবে মনের ভাবকে প্রকাশ
করে তখন তাকে বাক্য বলে।
$ads={1}
বাক্য কে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি?
বাক্যকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়-
১) অর্থগত
২) গঠনগত
অর্থগতভাবে বাক্যকে সাত ভাগে ভাগ করা যায়-
১) নির্দেশক বাক্য
২) প্রশ্নবোধক বাক্য
৩) অনুজ্ঞাসূচক বাক্য
৪) ইচ্ছাবোধক বাক্য
৫) বিস্ময়বোধক বাক্য
৬) সংশয় মূলক বাক্য
৭) শর্ত মূলক বাক্য
নির্দেশক বাক্য বলে? উদাহরণ দাও।
যে বাক্যের দ্বারা কোন বিষয় বর্ণনা করা হয় অথবা কোনো তথ্য বা সংবাদ
স্বীকার বা অস্বীকার করা হয় তাকে বলা হয় নির্দেশক বাক্য।
যেমন- আমার শরীরটা আজ ভালো নেই।
নির্দেশক বাক্য কে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি?
নির্দেশক বাক্য কে দুই- ভাগে ভাগ করা যায়-
১) ইতিবাচক
২) নেতিবাচক
ইতিবাচক বাক্য কাকে বলে? উদাহরণ দাও।
যে নির্দেশক বাক্য কোন ঘটনা বা তথ্য বা সংবাদ বা বিষয় স্বীকার করা
হয়, তাকে বলে ইতিবাচক বাক্য।
যেমন- ভূমি অনন্ত।
আমি নির্দোষ।
নেতিবাচক বাক্য কাকে বলে? উদাহরণ দাও।
যে নির্দেশক বাক্যে কোন ঘটনা বা তথ্য বা সংবাদ বা কোন বিষয় অস্বীকার
করা হয় তাকে বলে নেতিবাচক বাক্য।
যেমন- ভূমি অন্ত নাই।
নহি দোষী আমি।
প্রশ্নবোধক বাক্য কাকে বলে? উদাহরণ দাও।
যে বাক্যের মধ্যে বক্তার কোন জিজ্ঞাসাবাদ প্রশ্ন থাকে, তাকে প্রশ্ন
বোধক বাক্য বলে।
যেমন- তুমি কি কাল স্কুলে যাবে?
$ads={2}
অনুজ্ঞাসূচক বাক্য কাকে বলে? উদাহরণ দাও।
যে বাক্যের মধ্যে বক্তার অনুরোধ, আবেদন, নিষেধ, উপদেশ প্রভৃতি প্রকাশ
পায়, তাকে অনুজ্ঞাসূচক বাক্য বলে।
যেমন-মন দিয়ে পড়ো।
অংকটা এখনই করতে হবে।
ইচ্ছাবোধক বাক্য কাকে বলে? উদাহরণ দাও।
যে বাক্যের মধ্যে বক্তার ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পায়, তাকে ইচ্ছা
বোধক বাক্য বলে।
যেমন- ভগবান তোমার মঙ্গল করুন।
সবই পরিশ্রমের ফল।
বিস্ময়বোধক বাক্য কাকে বলে? উদাহরণ দাও
যে বাক্যের মধ্যে বক্তার আনন্দ, ঘৃণা, ক্রোধ প্রভৃতি প্রকাশ পায়
তাকে বিস্ময়বোধক বাক্য বা আবেগসূচক বাক্য বলে।
যেমন- উঃ কি গরম।
এটা তুমি লিখেছ ভাবতে অবাক লাগে।
সংশয়মূলক বাক্য কাকে বলে? উদাহরণ দাও।
যে বাক্যের মধ্যে বক্তার সংশয় বা সন্দেহ প্রকাশ পায়, তাকে সংশয়মূলক
বাক্য বলে।
যেমন- তুমি আজ বাইরে যেও না,রাস্তায় গন্ডগোল হতে পারে।
শর্তমূলক বাক্য কাকে বলে? উদাহরণ দাও।
যে বাক্যের মধ্যে বক্তার কোন কারণ বা শর্ত প্রকাশ পায়, তাকে শর্তমূলক
বাক্য বলে।
যেমন- মনোযোগ দিয়ে পড়াশোনা করলে তুমি পরীক্ষায় ভালো ফল করবে।
গঠনগতভাবে বাক্যের শ্রেণীবিভাগ-
$ads={1}
গঠনগতভাবে বাক্যকে তিন ভাগে ভাগ করা যায়-
১) সরল বাক্য
২) জটিল বাক্য
৩) যৌগিক বাক্য
সরল বাক্য কাকে বলে? উদাহরণ দাও।
যে বাক্যে একটিমাত্র উদ্দেশ্য ও একটি মাত্র বিধেয় অংশ থাকে, তাকে
সরল বাক্য বলে।
যেমন- রাহুল বল খেলছে।
এখানে রাহুল উদ্দেশ্য এবং বল খেলছে বিধেয়।
জটিল বাক্য কাকে বলে? উদাহরণ দাও।
একটি বাক্যের মধ্যে যদি একটি বাক্য অপর একটি বাক্যের ওপর নির্ভরশীল
হয়, তবে তবে সেই সম্পূর্ণ বাক্যটিকে জটিল বাক্য বলে।
যেমন -ও যখন ভাবে তখন ওর কষ্ট হয়।
$ads={2}
যৌগিক বাক্য কাকে বলে? উদাহরণ দাও।
যদি দুটি স্বাধীন বাক্যকে যুক্ত করে একটি বাক্য গঠন করা হয়, তখন
তাকে যৌগিক বাক্য বলে।
যেমন- রমা ভালো গান গায় কিন্তু সে নাচতে জানে না।
এখানে রমা ভালো গান গায় একটি স্বাধীন বাক্য, আবার সে নাচতে জানে
এটিও অপরএকটি স্বাধীন বাক্য।