Hat jotinsronath Sengupto Part Bangla Class 6 |
Hat jotinsronath Sengupto Part Bangla Class 6
Class 6 Bangla Hat
হাট যতীন্দ্রনাথ সেনগুপ্ত
হাট
যতীন্দ্রনাথ সেনগুপ্ত
দূরে দূরে গ্রাম দশবারোখানি,
মাঝে একখানি হাট,
সন্ধ্যায় সেথা জ্বলে না প্রদীপ
প্রভাতে পড়ে না ঝাঁট।
বেচা-কেনা সেরে বিকালবেলায়।
যে যাহার সবে ঘরে ফিরে যায়,
বকের পাখায় আলোক লুকায়
ছাড়িয়া পরের মাঠ,
দূরে দূরে গ্রামে জ্বলে ওঠে দীপ
আঁধারেতে থাকে হাট।
নিশা নামে দূরে শ্রেণিহারা একা
ক্লান্ত কাকের পাখে;
নদীর বাতাস ছাড়ে প্রশ্বাস,
পার্শ্বে পাকুড় শাখে।
হার্টের দোচালা মুদিল নয়ান,
কারো তরে তার নাই আহ্বান;
বাজে বায়ু আসি' বিদ্রূপ-বাঁশি
জীর্ণ বাঁশের ফাঁকে,
নির্জন হাটে রাত্রি নামিল
একক কাকের ডাকে।
দিবসেতে সেথা কত কোলাহল
চেনা-অচেনার ভিড়ে
কত না ছিন্ন চরণচি
ছড়ানো সে ঠাঁই ঘিরে।
মাল চেনাচিনি, দর জানাজানি,
কানাকড়ি নিয়ে কত টানাটানি!
হানাহানি করে কেউ নিল ভারে, কেউ গেল খালি ফিরে।
দিবসে থাকে না তথার অন্ত
চেনা-অচেনার ভিড়ে
কত যে আসিল, কত বা আসিছে,
কতনা হাসিবে হো
ওপারের লোক নামালে পসরা।
ছুটে এপারের নেতা
শিশির-বিমল প্রভাতের ফল,
শত হাতে সহি পরখের ছল–
বিকালবেলায় বিকায় হেলায়
সহিয়া নীরব ব্যথা।
হিসাব নাহি রে – এল আর গেল
কত ক্রেতা বিক্রেতা।
নূতন করিয়া বসা আর ভাঙা
পুরোনো হাটের মেলা,
দিবসরাত্রি নূতন যাত্রী।
নিত্য নাটের খেলা।
খোলা আছে হাট মুক্ত বাতাসে,
বাধা নাই ওগো—যে যায় যে আসে,
কেহ কাঁদে, কেহ গাঁটে কড়ি বাঁধে
ঘরে ফিরিবার বেলা
উদার আকাশে মুক্ত বাতাসে
চিরকাল একই খেলা।।
Link For All Subject
আলোচ্য বিষয়বস্তু মধ্যে তোমরা যদি কোথাও বুঝতে অসুবিধা বোধ করো তাহলে আমাদের নিচে কমেন্ট বক্সে জানিয়ে দেবে।
আমরা পার্ট 2 তে এ পাঠের পাঠ্য বইয়ের সমস্ত প্রশ্নের উত্তর পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হব।