Bristi Pore Tapur Tupur by Rabindonath Thatur Bangla Part 1 Class 5 | বৃষ্টি পড়ে টাপুর টুপুর রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা প্রথম পর্ব পঞ্চম শ্রেণি

 

Bristi Pore Tapur Tupur Rabindonath Thatur Bangla Part 1 Class 5
Bristi Pore Tapur Tupur Rabindonath Thatur Bangla Part 1 Class 5
সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ ও সরল এবং সবল রয়েছো তোমাদের স্কুল খোলার জন্য বিভিন্ন ধাপে ধাপে বৈঠক বসছে এবং আগামী দিনে তোমাদের স্কুলের পঠন পাঠন শুরু হবার সম্ভাবনা রয়েছে। 
তাই আমরা তোমাদের কথা মাথায় রেখে তোমাদের জন্য নিয়ে এসেছি বাংলা পাতাবাহার বই এর কবিতা Bristi Pore Tapur Tupur by Rabindonath Thatur Bangla Part 1 Class 5 | বৃষ্টি পড়ে টাপুর টুপুর রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা প্রথম পর্ব পঞ্চম শ্রেণি, এখানে এই কবিতার সমস্ত গুরুত্বপূর্ণ শব্দের অর্থ এবং পার্থ বিষয়ে আলোচনা ও মূল বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। 
তবে চলো আর দেরি না করে আজকের পাঠ্যবিষয় মনোনিবেশ করি

Bristi Pore Tapur Tupur Rabindonath Thatur Bangla Part 1 Class 5

Class 5 Bangla Bristi Pore Tapur Tupur Rabindonath Thatur Part 1

বৃষ্টি পড়ে টাপুর টুপুর রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা প্রথম পর্ব পঞ্চম শ্রেণি

বৃষ্টি 
         পড়ে
 টাপুর
          টুপুর 

রবীন্দ্রনাথ ঠাকুর

দিনের আলো নিবে এল,
সুয্যি ডোবে ডোবে।
 আকাশ ঘিরে মেঘ জুটেছে
চাঁদের লোভে লোভে।
মেঘের উপর মেঘ করেছে,
রঙের উপর রং।
মন্দিরেতে কাঁসর ঘণ্টা
বাজল ঠঙ্‌ ঠঙ্‌।
ও পারেতে বিষ্টি এল,
ঝাপসা গাছপালা।
এ পারেতে মেঘের মাথায়
একশো মানিক জ্বালা!
বাদলা হাওয়ায় মনে পড়ে
ছেলেবেলার গান------
“বিষ্টি পড়ে টাপুর টুপুর, 
নদেয় এল বান।”
Bristi Pore Tapur Tupur
Bristi Pore Tapur Tupur

আকাশ জুড়ে মেঘের খেলা
কোথায় বা সীমানা।
দেশে দেশে খেলে বেড়ায়,
কেউ করে না মানা।
কত নতুন ফুলের বনে 
বিষ্টি দিয়ে যায়।
পলে পলে নতুন খেলা
কোথায় ভেবে পায়। 
মেঘের খেলা দেখে কত
খেলা পড়ে মনে----

কত দিনের লুকোচুরি
কত ঘরের কোণে।
তারি সঙ্গে মনে পড়ে
ছেলেবেলার গান—
“বিষ্টি পড়ে টাপুর টুপুর,
নদেয় এল বান!”
মনে পড়ে, ঘরটি আলো
মায়ের হাসিমুখ,
মনে পড়ে, মেঘের ডাকে
গুরু গুরু বুক। 
বিছানাটির একটি পাশে
ঘুমিয়ে আছে খোকা,
মায়ের 'পরে দৌরাত্মি সে
না যায় লেখাজোকা।
ঘরেতে দূরন্ত ছেলে
করে দাপাদাপি।
বাইরেতে মেঘ ডেকে ওঠে,
সৃষ্টি ওঠে কাঁপি
মনে পড়ে মায়ের মুখে
শুনেছিলেম গান—
“বিষ্টি পড়ে টাপুর টুপুর,
নদেয় এল বান।”
Bristi Pore Tapur Tupur
Bristi Pore Tapur Tupur
মনে পড়ে সুয়োরানি
দুয়োরানির কথা,
মনে পড়ে অভিমানী
কঙ্কাবতীর ব্যথা। 
মনে পড়ে ঘরের কোণে
মিটি মিটি আলো,
চারি দিকে দেয়ালেতে
ছায়া কালো কালো।
 বাইরে কেবল জলের শব্দ
ঝুপ ঝুপ ঝুপ
দস্যি ছেলে গল্প শোনে
একেবারে চুপ।
তারি সঙ্গে মনে পড়ে
মেঘলা দিনের গান—
“বিষ্টি পড়ে টাপুর টুপুর,
নদেয় এল বান।"
কবে বিষ্টি পড়েছিল,
বান এল সে কোথা
 শিবঠাকুরের বিয়ে হল
কবেকার সে কথা
সেদিনও কি এমনিতরো
মেঘের ঘটাখানা।
থেকে থেকে বিজুলি
দিতেলিহানা।
তিন কন্যে বিয়ে করে
কী হল তার শেে
না জানি কোন নদীর ধারে,
না জানি কোন দেশে
কোন ছেলেরে ঘুম পাড়াতে 
কে গাহিল গান----
"বিষ্টি পড়ে টাপুর টুপুর, 
নদেয় এল বান।
"


☝কবি পরিচয়রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১): জন্ম কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে। ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত ভারতী' ও 'বালক' পত্রিকায় নিয়মিত লিখতেন। কথাকাহিনী', 'সহজপাঠ', 'রাজর্ষি', 'ছেলেবেলা', 'শিশু', শিশু ভোলানাথ', 'হাস্যকৌতুক', 'ডাকঘর' শিশু-কিশোরদের আকৃষ্ট করে। দীর্ঘ জীবনে অজস্র কবিতা, গান, ছোটোগল্প, উপন্যাস প্রবন্ধ লিখেছেন, ছবি

এঁকেছেন। ১৯১৩ সালে ‘Song Offerings’-এর জন্য এশিয়ার মধ্যে তিনিই প্রথম নোবেল পুরস্কার পান। দুটি স্বাধীন রাষ্ট্র ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত তাঁর রচনা।

“বৃষ্টি পড়ে টাপুর টুপুর' কবিতাটি প্রথমে বিষ্টি পড়ে টাপুর টুপুর' শিরোনামে ১৩১০ বঙ্গাব্দে মোহিতচন্দ্র সেন সম্পাদিত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের 'শিশু' কাব্যগ্রন্থে প্রথম প্রকাশিত হয়েছিল। পরবর্তীকালে কৰি স্বয়ং ছোটোদের জন্য 'ছুটির পড়া' শীর্ষক একটি সংকলন গ্রন্থে 'বৃষ্টি পড়ে টাপুর টুপুর' নামে কবিতাটি অন্তর্ভুক্ত করে প্রকাশ করেন। এই সংকলন গ্রন্থটি ১৩১৬ বঙ্গাব্দে প্রথম প্রকাশিত হয়েছিল। শিশু কাব্যগ্রন্থে গৃহীত কবিতাটির সঙ্গে 'ছুটির পড়া'য় অন্তর্ভুক্ত কবিতাটির কিছু উল্লেখযোগ্য পাঠভেদ রয়েছে। ‘ছুটির পড়া' সংকলনটি প্রকাশ করার সময় কবি নিজেই কবিতাটির এই সমস্ত পরিমার্জন ঘটিয়েছিলেন। তাই, পাঠ্যপুস্তকে ছুটির পড়া'র পাঠটিকেই গ্রহণ করা হয়েছে।

👆শব্দার্থ : ঝাপসা-অস্পষ্ট, মানিক - চুনি, মূল্যবান রত্ন, বাদলা- মেঘলা, পল- মুহূর্ত। দৌরাত্মি —দুরন্তপনা, সীমানা- সীমারেখা, সূয্যি- সূর্য, জুটেছে- জড়ো হয়েছে, দস্যি- দুরন্ত, লেখাজোখা- লেখালেখি, ছেলেবেলা- শৈশব, বান- বন্যা, মানা- নিষেধ, বিস্টি-বৃষ্টি, বিজুলি- বিদ্যুৎ।

👇সারসংক্ষেপ-

👉১. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো:

১.১ কোন কোন বাংলা মাসে সাধারণত বৃষ্টি হয়?

উত্তর- সাধারণত বাংলায় আষাঢ়- শ্রাবন মাসে বৃষ্টি হয়।

১.২ মেঘলা দিনে আকাশ ও তোমার চারপাশের প্রকৃতি কেমন রূপ ধারণ করে?

উত্তর- মেঘলা দিনে আকাশে মেঘ জমে। দিনের আলো অন্ধকার নেমে আসে, সূর্য ডোবে। আকাশ জুড়ে শুরু হয় মেঘের খেলা। প্রকৃতির রুপটা চারপাশ ঝাপসা হয়ে যায়। বৃষ্টি নামে প্রকৃতির বুকে।

১.৩ বৃষ্টির সঙ্গে জড়িয়ে আছে- তোমার জীবনে মনে রাখার মতো এমন কোনো ঘটনার কথা লেখো।

উত্তর- নিজে করো।

১.৪ পুকুরে, টিনের চালে, গাছের পাতায়-বৃষ্টি পড়ার শব্দগুলো কেমন হয় লেখো।

উত্তর-  পুকুরে, টিনের চালে, গাছের পাতায়-বৃষ্টি পড়ার শব্দগুলো- ঝুপঝুপ( পুকুরে), টিপটিপ( টিনের চাল), গাছের পাতা( টপটপ)।

👉২. 'ক' স্তম্ভের সঙ্গে 'খ' স্তম্ভ মেলাও :

ঝাপসা

বন্যা

ছেলাবেলা

অস্পষ্ট

বিছানা

শৈশব

দুরন্ত

শয্যা

বান

দামাল

উত্তর-

ঝাপসা

অস্পষ্ট

ছেলাবেলা

শৈশব

বিছানা

শয্যা

দুরন্ত

দামাল

বান

বন্যা

 👉৩. বেমানান শব্দের তলায় দাগ দাও:

৩.১ সূর্য, মেঘ, বৃষ্টি, আকাশ, বাড়ি

৩.২ ডোবে ডোবে, লোভে লোভে, পলে পলে, দেশে দেশে, টাপুর টুপুর

৩.৩ গাছপালা, মেঘ, হাওয়া, বাদল, মানিক

৩.৪ মা, খোকা, দৌরাত্ম্য, হাসিমুখ, শিবঠাকুর

৩.৫ মেঘের খেলা, লুকোচুরি, টাপুর টুপুর, নদী, সুয়োরানি

👉৪. বিপরীতার্থক শব্দ কবিতা থেকে বেছে নিয়ে লেখো : রাত, বার্ধক্য, খরা, পুরোনো, শান্ত

উত্তর-

শব্দ

বিপরীতার্থক শব্দ

রাত

দিন

বার্ধক্য

শৈশব

খরা

বন্যা

পুরোনো

নতুন

শান্ত

দামাল

 👉৫. বিশেষ্য ও বিশেষণ খুঁজে নিয়ে লেখো : একশো মানিক, দুরন্ত ছেলে, বাংলা হাওয়া, গুরুগুরু বুক, ঝাপসা গাছপালা।

উত্তর-

বিশেষ্য

বিশেষণ

মানিক

ছেলে

হাওয়া

বুক

গাছপালা

একশো

দুরন্ত

বাদলা

গুরু গুরু

ঝাপসা

 👉৬. ক্রিয়ার তলায় দাগ দাও :

উত্তর- 

৬.১ কাঁসর ঘণ্টা বাজল ঠঙ ঠঙ।

৬.২ কত খেলা পড়ে মনে।

৬.৩ শুনেছিলেম গান।

৬.৪ বিষ্টি পড়ে টাপুর টুপুর।

৬.৫ বাইরেতে মেঘ ডেকে ওঠে।

👉৭. 'সৃষ্টি' এমন ‘ষ্ট’ রয়েছে এরকম পাঁচটি শব্দ লেখো :

উত্তর- বৃষ্টি, মিষ্টি, দৃষ্টি, কৃষ্টি, দ্রষ্টব্য।

👉৮. নীচের শব্দগুলোয় দুটো করে শব্দ লুকিয়ে আছে, আলাদা করে লেখো : গাছপালা, ছেলেবেলা, হাসিমুখ, লেখাজোকা।

উত্তর-

গাছপালা-     গাছ + পালা।

ছেলেবেলা-    ছেলে + বেলা।

হাসিমুখ-      হাসি + মুখ।

লেখাজোকা-   লেখা + জোকা।

👉৯. সাজিয়ে লেখো :

লে ছে বে লা, রি কো চু লু

উত্তর-

লে ছে বে লা- ছেলেবেলা।

রি কো চু লু-  লুকোচুরি

👉১০. শূন্যস্থান পূরণ করো :

১০.১ আকাশ ঘিরে_______ জুটেছে।

উত্তর- আকাশ ঘিরে মেঘ জুটেছে।

১০.২ বাদল _____ মনে পড়ে।

উত্তর- বাদল হাওয়ায় মনে পড়ে।

১০.৩ মনে পড়ে____ আলো।

উত্তর- মনে পড়ে ঘরটি আলো।

১০.৪ ঘরেতে ______ ছেলে।

উত্তর- ঘরেতে দুরন্ত ছেলে।

১০.৫ বাইরে কেবল ______ শব্দ।

উত্তর- বাইরে কেবল জলের শব্দ।

👉১১.১ রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান?

উত্তর- রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে নোবেল পুরস্কার পান।

১১.২ কোন বইয়ের জন্য তিনি নোবেল পুরস্কার পান?

উত্তর- ‘Song Offerings’ বইয়ের জন্য তিনি নোবেল পুরস্কার পান

১১.৩ ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর' কবিতাটি তাঁর কোন কবিতার বই থেকে নেওয়া হয়েছে?

উত্তর- ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর' কবিতাটি তাঁর ‘শিশু’ নামক কবিতার বই থেকে নেওয়া হয়েছে

👉১২. মাঠে বা নদীতে বৃষ্টি পড়ছে এমন একটি ছবি আঁকো ও রং করো।

উত্তর- নিজে করো।

👉১৩. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো:

১৩.১ বৃষ্টির দিনে কবির মনে কোন গান ভেসে আসে?

উত্তর- বৃষ্টির দিনে কবির মনে ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর' নদের এল বান’ এই গান ভেসে আসে।

১৩.২ বৃষ্টির নদীতে এপার এবং ওপারের যে বর্ণনা কবি দিয়েছেন তা নিজের ভাষায় লেখো।

উত্তর-

১৩.৩ ‘ সেদিনও কি এমনিতরে/ মেঘের ঘটাখানা’- কোন দিনের কথা বলা হয়েছে? সেদিনের প্রকৃতির বর্ণনা দাও।

উত্তর-

১৩.৪ মেঘের খেলা কবির মনে কোন কোন স্মৃতি বয়ে আনে?

উত্তর- 



উপরোক্ত আলোচ্য বিষয়ে তোমাদের কোন প্রশ্ন জিজ্ঞাসা করা থাকলে আমাদের কে তোমরা কমেন্ট করে জানিয়ে দিতে পারো আর তোমাদের বন্ধু ও শ্রেণি ছাত্র-ছাত্রীদের কে পড়া লেখার এই কবিতার বিষয়বস্তু বোঝার জন্য লিংকটি শেয়ার করে দিতে পারো। 
এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। 
Sajahan Seikh

Sajahan Seikh. From a young age he became very curious about the various animals of the environment and their life cycle. So he has been very interested in reading life science since he was young and he likes it very much, his favorite subject is life science. He is currently an experienced biology teacher.

Post a Comment (0)
Previous Post Next Post