সাধু ভাষা ও চলিত ভাষা |
Sadhu Bhasa O Chalit Bhasa
সাধু ভাষা ও চলিত ভাষা
সাধু ভাষা কাকে বলে ? উদাহরণ দাও।
যে ভাষার ক্রিয়াপদগুলি একটু
বড়ো আকৃতির এবং ভাষায় একটি জটিল থাকে তাকে সাধু ভাষা বলে।
যেমন- রবি বলিল, সে আজ এখানে আসিতে পারিবে না।
চলিত ভাষা কাকে বলে ? উদাহরণ দাও।
-যে ভাষায় আমরা সবসময় কথা বলি এবং মনের ভাব প্রকাশ করে তাকে চলিত
ভাষা বলে।
যেমন- রবি বলল, সে আজ এখানে আসতে পারবে না।
গুরুচণ্ডালী দোষ কাকে বলে ? উদাহরণ দাও।
সাধু ও চলিত ভাষা মিশিয়ে যে বাক্য গঠন করা হয় তাকে গুরুচণ্ডালী
দোষ বলে।
যেমন- আমি মাঠ থেকে ফিরেই ভাত খাইবার জন্য বসেছিলাম।
সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য-
সাধু ভাষা |
চলিত ভাষা |
১) সাধু ভাষা
সংস্কৃত শব্দের প্রয়োগ বেশি হয়। |
১) চলিত ভাষায় তদ্ভব শব্দের ব্যবহার হয়। |
২) সাধু ভাষায়
উদ্দেশ্য বা সর্বনাম পদের সম্পূর্ণ রূপ দেখা
যায়। |
২) চলিত ভাষায়
উদ্দেশ্য বা সর্বনাম পদ থাকে সংক্ষিপ্ত আকারে। |
৩) সন্ধিবদ্ধ
ও সমাসবদ্ধ পদের ব্যবহার এতে বেশি হয়। |
৩) সন্ধিবদ্ধ
ও সমাসবদ্ধ পদের ব্যবহৃত অনেক কম হয়। |
৪) সাধু ভাষায়
সর্বনাম ও ক্রিয়া পদের দীর্ঘ রূপ ব্যবহৃত হয়। |
৪) চলিত ভাষায় সর্বনাম ও ক্রিয়া পদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। |
ক্রিয়াপদের রূপান্তর-
সাধু ভাষায় |
চলিত ভাষায় |
করিল |
করল |
করিতেছে |
করছি |
করিয়া |
করে |
করিয়াছি |
করেছি |
করিও |
কোরো |
খাইতেছ |
খাচ্ছ |
উঠিয়া |
উঠে |
করিতাম |
করতাম |
আসিয়া |
এসে |
বলিতে |
বলতে |
বসিয়া |
বসে |
যাইতেছিলেন |
যাচ্ছিলেন |
দেখিয়া |
দেখে |
করি নাই |
করিনি |
দিয়া |
দিয়ে |
করিলে |
করলে |
পড়িলে |
পড়লে |
খাইতেছি |
খাচ্ছি |
হইয়া |
হয়ে |
সর্বনাম পদের রূপান্তর-
সাধু ভাষায় |
চলিত ভাষায় |
কাহারা |
কারা |
যাহারা |
যারা |
যাহা |
যা |
উহাদিগকে |
ওদেরকে |
ইহাকে |
এতে |
এই |
এ |
তাহাদের |
তাদের |
তাহার |
তারা |
কাহাদিগকে |
কাদেরকে |
কাহাকে |
কাকে |
যাহাকে |
যাকে |
ইহারা |
এঁরা |
ইহাদিগকে |
এদেরকে |
উহাতে |
ওতে |
উহা |
ওটা |
তাহাতে |
তাতে |
তাহাকে |
তাকে |
কাহাদের |
কাদের |
কাহার |
কার |
যাহার |
যার |
ইহার |
এর |
ইহাদের |
এদের |
উহারা |
ওরা |
ওই |
ও |
ইহা |
এটা |
তাহা |
তা |
তাহার |
তার |
অব্যয় পদের রূপান্তর-
সাধু ভাষায় |
চলিত ভাষায় |
অপেক্ষা |
চেয়ে |
নহিলে |
নইলে |
পুনশ্চ |
ফের |
হইতে |
হতে |
তথাপি |
তবুও |
অনন্তর |
তারপর |
দ্বারা |
দিয়ে |
নতুবা |
নইলে |
বরঞ্চ |
বরং |
বিশেষ্য পদের রুপান্তর-
সাধু ভাষায় |
চলিত ভাষায় |
উপবেশন |
বসা |
গবাক্ষ |
জানলা |
অবকাশ |
ছুটি |
ক্রীড়নক |
পুতুল |
ঝঞ্ঝা |
ঝড় |
সারমেয় |
কুকুর |
বিগ্রহ |
মূর্তি |
অভিপ্রায় |
ইচ্ছা |
উৎফুল্ল |
আনন্দিত |
স্থাপন |
তৈরি |
নরপতি |
রাজা |
মার্জারী |
বিড়ালী |
বিশেষ্য পদের ক্ষেত্রেও চলিত সাধু ভাষার পার্থক্য-
সাধু ভাষায় |
চলিত ভাষায় |
মাতা |
মা |
পিতা |
বাবা |
অগ্নি |
আগুন |
মিষ্ট |
মিঠা |
লবণ |
নুন |
বসন |
বাস |
হংস |
হাঁস |
তরণী |
নৌকা |
পক্ষী |
পাখি |
স্বর্ণ |
সোনা |
ব্যাঘ্র |
বাঘ |
লোহৌ |
লোহা |
তৈল |
তেল |
রৌপ্য |
রূপা |
তিক্ত |
তেতো |
গৃহ |
বাড়ি |
বন্য |
বুনো |
উচ্চ |
উঁচু |
হস্ত |
হাত |
ভালো উত্তর
ReplyDelete