Sadhu Bhasa O Chalit Bhasa | সাধু ভাষা ও চলিত ভাষা

Sadhu Bhasa O Chalit Bhasa
সাধু ভাষা ও চলিত ভাষা

Sadhu Bhasa O Chalit Bhasa

সাধু ভাষা ও চলিত ভাষা

{tocify} $title={Table of contents}

সাধু ভাষা কাকে বলে ? উদাহরণ দাও।

 যে ভাষার ক্রিয়াপদগুলি একটু বড়ো আকৃতির এবং ভাষায় একটি জটিল থাকে তাকে সাধু ভাষা বলে।

যেমন- রবি বলিল, সে আজ এখানে আসিতে  পারিবে না।

চলিত ভাষা কাকে বলে ? উদাহরণ দাও।

-যে ভাষায় আমরা সবসময় কথা বলি এবং মনের ভাব প্রকাশ করে তাকে চলিত ভাষা বলে।

যেমন- রবি বলল, সে আজ এখানে আসতে পারবে না।

গুরুচণ্ডালী দোষ কাকে বলে ? উদাহরণ দাও।

সাধু ও চলিত ভাষা মিশিয়ে যে বাক্য গঠন করা হয় তাকে গুরুচণ্ডালী দোষ বলে।

যেমন- আমি মাঠ থেকে ফিরেই ভাত খাইবার জন্য বসেছিলাম।

সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য-

সাধু ভাষা

চলিত ভাষা

১) সাধু ভাষা সংস্কৃত শব্দের প্রয়োগ বেশি হয়।

 

১) চলিত ভাষায় তদ্ভব শব্দের ব্যবহার হয়। 

২) সাধু ভাষায় উদ্দেশ্য বা সর্বনাম পদের  সম্পূর্ণ রূপ দেখা যায়।

 

২) চলিত ভাষায় উদ্দেশ্য বা সর্বনাম পদ থাকে সংক্ষিপ্ত আকারে।

৩) সন্ধিবদ্ধ ও সমাসবদ্ধ পদের ব্যবহার এতে বেশি হয়।

 

৩) সন্ধিবদ্ধ ও সমাসবদ্ধ পদের ব্যবহৃত অনেক কম হয়।

৪) সাধু ভাষায় সর্বনাম ও ক্রিয়া পদের দীর্ঘ রূপ ব্যবহৃত হয়।

 

৪) চলিত ভাষায় সর্বনাম ও ক্রিয়া পদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়।

ক্রিয়াপদের রূপান্তর-

সাধু ভাষায়

চলিত ভাষায়

করিল

করল

করিতেছে

করছি

করিয়া

করে

করিয়াছি

করেছি

করিও

কোরো

খাইতেছ

খাচ্ছ

উঠিয়া

উঠে

করিতাম

করতাম

আসিয়া

এসে

বলিতে

বলতে

বসিয়া

বসে

যাইতেছিলেন

যাচ্ছিলেন

দেখিয়া

দেখে

করি নাই

করিনি

দিয়া

দিয়ে

করিলে

করলে

পড়িলে

পড়লে

খাইতেছি

খাচ্ছি

হইয়া

হয়ে

সর্বনাম পদের রূপান্তর-

সাধু ভাষায়

চলিত ভাষায়

কাহারা

কারা

যাহারা

যারা

যাহা

যা

উহাদিগকে

ওদেরকে

ইহাকে

এতে

এই

তাহাদের

তাদের

তাহার

তারা

কাহাদিগকে

কাদেরকে

কাহাকে

কাকে

যাহাকে

যাকে

ইহারা

এঁরা

ইহাদিগকে

এদেরকে

উহাতে

ওতে

উহা

ওটা

তাহাতে

তাতে

তাহাকে

তাকে

কাহাদের

কাদের

কাহার

কার

যাহার

যার

ইহার

এর

ইহাদের

এদের

উহারা

ওরা

ওই

ইহা

এটা

তাহা

তা

তাহার

তার

অব্যয় পদের রূপান্তর-

সাধু ভাষায়

চলিত ভাষায়

অপেক্ষা

চেয়ে

নহিলে

নইলে

পুনশ্চ

ফের

হইতে

হতে

তথাপি

তবুও

অনন্তর

তারপর

দ্বারা

দিয়ে

নতুবা

নইলে

বরঞ্চ

বরং

বিশেষ্য পদের রুপান্তর-

সাধু ভাষায়

চলিত ভাষায়

উপবেশন

বসা

গবাক্ষ

জানলা

অবকাশ

ছুটি

ক্রীড়নক

পুতুল

ঝঞ্ঝা

ঝড়

সারমেয়

কুকুর

বিগ্রহ

মূর্তি

অভিপ্রায়

ইচ্ছা

উৎফুল্ল

আনন্দিত

স্থাপন

তৈরি

নরপতি

রাজা

মার্জারী

বিড়ালী

বিশেষ্য পদের ক্ষেত্রেও চলিত সাধু ভাষার পার্থক্য-

সাধু ভাষায়

চলিত ভাষায়

মাতা

মা

পিতা

বাবা

অগ্নি

আগুন

মিষ্ট

মিঠা

লবণ

নুন

বসন

বাস

হংস

হাঁস

তরণী

নৌকা

পক্ষী

পাখি

স্বর্ণ

সোনা

ব্যাঘ্র

বাঘ

লোহৌ

লোহা

তৈল

তেল

রৌপ্য

রূপা

তিক্ত

তেতো

গৃহ

বাড়ি

বন্য

বুনো

উচ্চ

উঁচু

হস্ত

হাত


Mehemud Ali

Mehemud Ali, an expert faculty of Bengali Grammar and Geography, love to teach.

1 Comments

Post a Comment
Previous Post Next Post