MCQ | Bohubikalpo Vittik Prashno Porichiti o Anusilon Class 8 Part 1 Poribesh o Biggan 2021 |
MCQ Bohubikalpo Vittik Prashno Porichiti o Anusilon Class 8 Part 1 Poribesh o Biggan 2021
বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিতি ও অনুশীলন পরিবেশ ও বিজ্ঞান VIII
Class 8 MCQ Poribesh o Biggan
Poribesh o Biggan MCQ Class 8
MCQ Poribesh o Biggan
পরিচিতি ও অনুশীলন
অষ্টম শ্রেণি
১. নিচের বাক্যগুলি পড়ো
রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়
মূত্রের সঙ্গে গ্লুকোজ দেহ থেকে বেরিয়ে যায়
কষে প্রয়োজনীয় গ্লুকোজ ঢুকতে পারে না
বারে বারে খিদে পায়
কোন হরমোনের কম খরনে উপরের লক্ষণগুলি দেখা যায়?
(ক) থাইরক্সিন(খ) ইনসুলিন
(গ) অ্যাড্রিনালিন
(ঘ) ইস্ট্রোজেন
উত্তরঃ (খ) ইনসুলিন
২. তোমার ঠোটের ভেতর দেখবা গালের পাশের অংশ একটা পরিষ্কার টুথপিক এর সাহায্যে তুলে নিয়ে একটা কাচের গ্লাস এর মাঝে খানে মাথাটা ঘষে নেওয়া হল এক ফোঁটা মিথিলিন ব্লু লাইট এর উপর খেলে কভার স্পিচ চাপা দেওয়া হল
এবার মাইক্রোস্কোপের নিচে লাইট দিকে দেখলে তুমি নিচের কোনটিতে কোনটিকে কখনোই দেখতে পাবেনা?
(ক) কোষ প্রাচীর(খ) কোষ পর্দা
(গ) সাইটোপ্লাজম
(ঘ) নিউক্লিয়াস
উত্তরঃ (ক) কোষ প্রাচীর
৩. সঠিক জোড় চিনে নাও
(ক) ম্যালেরিয়া ভাইরাস ঘটিত রোগ
(খ) ডেঙ্গি প্রোটোজোয়া ঘটিত রোগ
(গ) প্লেগ- ব্যাকটেরিয়া ঘটিত রোগ
(ঘ) যক্ষা ভাইরাস ঘটিত রোগ
উত্তরঃ (গ) প্লেগ- ব্যাকটেরিয়া ঘটিত রোগ
৪. সমুদ্রে অনেক সময় আল গাল ব্লুম দেখা যায় এর কারণ খুঁজে বার করো
(ক) সমুদ্রের জলে মিশে যাওয়ার ফলে(খ) সমুদ্রে প্লাস্টিক জাত জিনিস ফেলা হলে
(গ) সমুদ্রের জলের ক্ষমতা বেড়ে যাওয়ার ফলে
উত্তরঃ (ঘ) রাসায়নিক সারের ফাকাপ পুষ্টি উপাদান সমুদ্রে নেশার ফলে
৫. নিচের কোনটি অজৈব সারের অত্যধিক আর অনিয়ম তন্ত্র ব্যবহারজনিত ক্ষতির সঙ্গে সম্পর্কিত নয়
(ক) মাটিতে থাকা উপকারী জীবাণু দের সংখ্যা বাড়াই(খ) মাটির উর্বরা শক্তি উৎপাদন ক্ষমতা কমে যায়
(গ) মাটির অম্ল ক্ষার এর ভারসাম্য নষ্ট হয়
উত্তরঃ (ক) মাটিতে থাকা উপকারী জীবাণু দের সংখ্যা বাড়াই
৬. নিচের বক্তব্য দুটি পড়ো এবং সঠিক বিকল্পটি বেছে নাও.
১) ক্রোমোপ্লাস্টিড এ ক্লোরোফিল নামক সবুজ রং-এর রঞ্জক পদার্থ থাকে।
২) সবুজ উদ্ভিদের সালোকসংশ্লেষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
(ক) বক্তব্য সঠিক এবং বক্তব্য ভুল
(খ) বক্তব্য 2 সঠিক এবং বক্তব্য এক ভুল
(গ) বক্তব্য এক বক্তব্য 23 এবং বক্তব্য 21 এর সঠিক নয়
উত্তরঃ (খ) বক্তব্য ২ সঠিক এবং বক্তব্য ১ ভুল
৭. নিচে কিছু কাজ দেওয়া আছে এর মধ্যে যোগ কলার কাজ কোনটি?
(ক) অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালন
(খ) দেহের বাইরে ও ভিতরে বিভিন্ন অঙ্গের মুক্ত দলের উপহার প্রতিরক্ষামূলক আচ্ছাদন গঠন করা
(গ) দেহের বাইরের ও ভেতরের পরিবেশের মধ্যে সমন্বয় সাধন করা
(ঘ) বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের মধ্যে সংযোগ রক্ষা করা
উত্তরঃ (ঘ) বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের মধ্যে সংযোগ রক্ষা করা
৮। অনেক সময় দুটো চাষের মাঝে ডাল সোয়াবিন জাতীয় উদ্ভিদের চাষ করলে মাটি আবার তার হারিয়ে যাওয়া নাইট্রোজেন যৌগ ফিরে পায় এই পদ্ধতির সঙ্গে সম্পর্কিত কোন জীব কোনটি?
(খ) নাইট্রোসোমোনাস
(গ) রাইজোবিয়াম
(ঘ) নাইট্রোব্যাক্টর
উত্তরঃ (গ) রাইজোবিয়াম
৯. রক্ত সঞ্চালনের মাধ্যমে যে রোগটি সংক্রমিত হয় সেটি হল
(খ) হেপাটাইটিস
(গ) যক্ষা
(ঘ) অ্যামিবিয়াসিস
উত্তরঃ (খ) হেপাটাইটিস
১০.
(ক) অ্যাড্রিনাল
(খ) থাইরয়েড
(গ) অগ্নাশয়
(ঘ) পিটুইটারি
উত্তরঃ (ক) অ্যাড্রিনাল
১১. ঘরবাড়ি পৌরসভা ও কলকারখানার বর্জ্য পদার্থ মিশে থাকা ময়লা জল কিভাবে ব্যবহার করলে পড়িস দেশের ক্ষতি হয় না আবার আমাদের উপকার হয়?
(খ) ময়লা জল সরাসরি কোন নদীতে ফেলে
(গ) ময়লা জলে মাছ চাষ করলে
(ঘ) পানীয় জলের উৎসের ময়লা জল মিশ্রিত করলে
১২. নিচে দেওয়া চিত্র লেখ দুটি দেখো A,B,C,D হল চার প্রজাতির প্রাণী.
বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিতি ও অনুশীলন পরিবেশ ও বিজ্ঞান VIII |
(ক) বিলুপ্ত
(খ) সমীক্ষা করা হয়নি
(গ) বিপন্ন
(ঘ) উদ্বেগের কোন প্রয়োজন নেই
১৩. বৈশিষ্ট্য 1 এদের কোষে কোষপ্রাচীর নিউক্লিয়াস ও অন্যান্য অঙ্গাণু থাকলেও ক্লোরোপ্লাস্ট থাকে না.
বৈশিষ্ট্য 2 এদের কোষ প্রাচীর কাইটিন দ্বারা গঠিত
উপরের বৈশিষ্ট দুটি কোন ধরনের কোন জীবে দেখা যায়?
(ক) ব্যাকটেরিয়া
(খ) আদ্যপ্রাণী
(গ) ছত্রাক
(ঘ) শৈবাল
উত্তরঃ (গ) ছত্রাক
১৪. নিচের বিষয়গুলি পড়ো
(I) চোরাশিকার
(ii) পরিবেশ দূষণ
(iii) বনসৃজন
(iv) বন্য প্রাণীর দেহের নানা অংশ বাণিজ্যিক কাজে ব্যবহার
বন্যপ্রাণীদের বিপন্নতার জন্য উপরের চারটি কারণ এর মধ্যে কোনগুলি দায়ী?
(I) (ii) (iii) (iv)
(ক) (I) (ii) (iii)
(খ) (I) (ii) ও (iv)
(গ) (I)(iii) (iv)
(ঘ)(ii) (iii) (iv)
উত্তরঃ (খ) (I) (ii) ও (iv)
১৫. বক্তব্য 1 এই কোষ অঙ্গাণু প্রাণী কোষে উপস্থিত কিন্তু উদ্ভিদ কোষে অনুপস্থিত।
বক্তব্য 2 এই প্রসঙ্গটি প্রাণী কোষের বিভাজনে অংশগ্রহণ করে।
নিচের কোন কোষ অঙ্গাণু এর সঙ্গে উপরের বক্তব্য দুটি সম্পর্কিত?
(ক) প্লাস্টিড
(খ) লাইসোজোম
(গ) রাইবোজোম
(ঘ) সেন্ট্রোজোম
উত্তরঃ (ঘ) সেন্ট্রোজোম
১৬. সমান ভরের দুটি বস্তু কণার মধ্যে দূরত্ব 6 m থেকে কমিয়ে 2 m করা হলো.এর ফলে বস্তুকণা দুটির মধ্যে মহাকর্ষণ বল প্রাথমিকের যত গুণ হবে তা হল----
(ক) 3 গুণ
(খ) 4 গুন
(গ) 9 গুন
(ঘ) 36 গুন
উত্তরঃ (গ) 9 গুন
১৭. দুটি রাবারের সেগুন কে স্কুলের সোয়েটারে ঘষার পরে কাছাকাছি আনলে তারা পরস্পরকে
(খ) বিকর্ষণ করবে কারণ তাদের আধান সমপ্রকৃতির
(গ) আকর্ষণ করবে কারণ তাদের আধান বিপরীত প্রকৃতির
(ঘ) বিকর্ষণ করবে কারণ তাদের আধান বিপরীত প্রকৃতির
উত্তরঃ (খ) বিকর্ষণ করবে কারণ তাদের আধান সমপ্রকৃতির
১৮. একটি পাত্রের জলে একটা বড় কাঠের টুকরো স্থির হয়ে ভাসছে কিন্তু একটা লোহার পেরেক দিতে টা জলে ডুবে গেল এ ক্ষেত্রে নিচের যে বিবৃতিটি ঠিক তা হল
(খ) ভেসে থাকা কাঠের টুকরো ওজনের চেয়ে তার উপর ক্রিয়াশীল প্লবতার মান বেশি
(গ) ডুবে যাওয়া লোহার পেরেক এর ওজন তার উপর ক্রিয়াশীল প্লবতার মান এর চেয়ে কম
(ঘ) লোহার পেরেক ডুবে গেছে কারন তার উপর জল কোন উর্ধ মুখি বল প্রয়োগ করেনি
উত্তরঃ (খ) ভেসে থাকা কাঠের টুকরো ওজনের চেয়ে তার উপর ক্রিয়াশীল প্লবতার মান বেশি
১৯. কোন পদার্থের আপেক্ষিক তাপ সম্বন্ধে নিচের কোন বিবৃতি ঠিক নয়
(খ) তাপের একক এর সংজ্ঞা কিভাবে দেওয়া হয়েছে তার ওপরে আপেক্ষিক তাপের মান নির্ভর করে
(গ) তাপের একক এর সংজ্ঞা কিভাবে দেওয়া হয়েছে তার ওপরে আপেক্ষিক তাপের মান নির্ভর করে না
(ঘ) আপেক্ষিক তাপের একক হল ক্যালোরি গ্রাম
উত্তরঃ (গ) তাপের একক এর সংজ্ঞা কিভাবে দেওয়া হয়েছে তার ওপরে আপেক্ষিক তাপের মান নির্ভর করে না
২০ . নিচের কোন পদার্থটি খোলা হাওয়ায় উর্ধ্বপাতিত হয়
(খ) মম
(গ) সোডিয়াম ক্লোরাইড
উত্তরঃ (ঘ) কঠিন কার্বন-ডাই-অক্সাইড
২১. খোলা হাওয়ায় রাখা জলের উষ্ণতা একই সঙ্গে সেলসিয়াস ও ফারেনহাইট থার্মোমিটার মাপা হলে দেখা যাবে যে
(খ) সেলসিয়াস স্কেলের প্রাথমিক পাঠ < ফারেনহাইট স্কেলের প্রাথমিক পাঠ
(গ) সেলসিয়াস স্কেলে প্রাথমিক পাঠ = ফারেনহাইট স্কেলে প্রাথমিক পাঠ
(ঘ) সেলসিয়াস স্কেলের অন্তিম পাঠ > ফারেনহাইট স্কেলের অন্তিম পাঠ
উত্তরঃ (খ) সেলসিয়াস স্কেলের প্রাথমিক পাঠ < ফারেনহাইট স্কেলের প্রাথমিক পাঠ
২২. একটি সমতল আয়নার তলের সঙ্গে 35° কোণে আলোক রশ্মি আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে
(খ) 45°
(গ) 55°
(ঘ)65°
উত্তরঃ (গ) 55°
২৩. স্বাভাবিক চাপ এর চারটি ধাতুর গলনাংক ও হলো লোহা গ্যালিয়াম পারদ এর মধ্যে যেটি ডিসেম্বর মাসে খুব ঠান্ডা দিনে চাপে আর প্লেটে রাখলে আলাদা আলাদা আকৃতির দেখাবে তা হল
(খ) সোনা
(গ) পারদ
(ঘ) গ্যালিয়াম
উত্তরঃ (ঘ) গ্যালিয়াম
২৪. লঘু এসিড থেকে হাইড্রোজেন গ্যাস মুক্ত করার ক্রমশ হার্ষমান প্রবণতা অনুসারে চারটি ধাতু হলCa, Zn, Fe(H),Cu তাহলে নিচের কোন ক্ষেত্রে কম সক্রিয় ধাতু পদক্ষেপ পড়বে?
(খ) ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবণে লোহার যোগ করলে
(গ) ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবণে কপার যোগ করলে
(ঘ) জিংক সালফেট দ্রবণে লোহার যোগ করলে
উত্তরঃ (ক) কপার সালফেট দ্রবণে জিঙ্ক যোগ করলে
২৫. কোনটা ডাল্টনের পরমাণুবাদের স্বীকার্য নয়?
(খ) ভিন্ন মৌলের পরমাণুর ভর ও ধর্মের ভিন্ন
(গ) রাসায়নিক বিক্রিয়ার সময় বিভিন্ন মৌলের পরমাণু পূর্ণসংখ্যার সরল অনুপাতের যুক্ত হয়
(ঘ) মৌলের একাধিক পরমাণু যুক্ত হয়ে মৌলের কোন গঠন করে
উত্তরঃ (ঘ) মৌলের একাধিক পরমাণু যুক্ত হয়ে মৌলের কোন গঠন করে
২৬. মারকিউরাস ক্লোরাইড এর সংকেত হলো
(খ) Hg2CL2
(গ) HgCL2
(ঘ)Hg2CL
উত্তরঃ (গ) HgCL2
২৭. কঠিন অনুঘটক সম্বন্ধে কোন বিবৃতিটি ঠিক নয়?
(খ) অনুঘটক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না
(গ) পরীক্ষার ভিত্তিতেই অনুঘটক নির্বাচন করতে হয়
(ঘ) কোন ঘটক গুঁড়ো করে রাখায় বিক্রিয়ার বেগ বেড়ে যায়
উত্তরঃ (খ) অনুঘটক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না
২৮. গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করার সময়
(খ) ক্যাথোড ঋণাত্মক ও এখানে বিজারণ ঘটে
(গ) অ্যানোড ধনাত্মক ও এখানে বিজারণ ঘটে
(ঘ) অ্যানোড ঋণাত্মকও এখানে বিজারণ ঘটে
উত্তরঃ (ক) ক্যাথোড ধনাত্মক ও এখানে বিজারণ ঘটে
২৯. কোনটি পরিবেশবান্ধব শক্তি উৎস নয়?
(খ) বায়ুপ্রবাহ
(গ) কয়লা
(ঘ) সূর্য
উত্তরঃ (গ) কয়লা
৩০. বায়ুমন্ডলে কোন গ্রিন হাউস গ্যাসের পরিমাণ সর্বাধিক এবং ক্রমশ বৃদ্ধি পাচ্ছে?
(খ) মিথেন
(গ) নাইট্রাস অক্সাইড
(ঘ) ওজোন
উত্তরঃ (ক) কার্বন ডাই অক্সাইড
Link for All Subject of MCQ
MCQ | Bohubikalpo Vittik Prashno Porichiti o Anusilon Class 8 Part 1 Bangla 2021 | বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিতি ও অনুশীলন বাংলা VIII
MCQ | Bohubikalpo Vittik Prashno Porichiti o Anusilon Class 8 Part 1 Mathematics 2021 | বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিতি ও অনুশীলন গণিত VIII
MCQ | Bohubikalpo Vittik Prashno Porichiti o Anusilon Class 8 Part 1 History 2021 | বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিতি ও অনুশীলন পরিবেশ ও ইতিহাস VIII
Link for Another Class MCQ Answer