MCQ | Bohubikalpo Vittik Prashno Porichiti o Anusilon Class 8 Part 1 History 2021 | বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিতি ও অনুশীলন পরিবেশ ও ইতিহাস VIII

Bohubikalpo Vittik Prashno Porichiti o Anusilon Class 8 Part 1 History 2021
Bohubikalpo Vittik Prashno Porichiti o Anusilon Class 8 Part 1 History 2021

 

বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিতি ও অনুশীলন

MCQ | Bohubikalpo Vittik Prashno Porichiti o Anusilon Class 8 Part 1 History 2021

পরিবেশ ইতিহাস অষ্টম শ্রেণি

Class 8 MCQ Poribesh o itohas

Class 8 MCQ Poribesh o History

MCQ | Bohubikalpo Vittik Prashno Porichiti o Anusilon Class 8 Part 1 History 2021 | বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিতি ও অনুশীলন পরিবেশ ও ইতিহাস VIII

বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন 2021
পরিচিতি ও অনুশীলন
অষ্টম শ্রেণি
পরিবেশ ও  ইতিহাস

১. ভারতের সংবিধানে নাগরিকদের কয়টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে নিচের দেওয়া কোন বিকল্পটি বর্তমানে মৌলিক অধিকারের তালিকা ভুক্ত নয়? 

ক) সাম্যের অধিকার
খ) শোষণের বিরুদ্ধে অধিকার
গ) ধর্মীয় স্বাধীনতার অধিকার
ঘ) সম্পত্তির অধিকার
উত্তরঃ ঘ) সম্পত্তির অধিকার

২. ভারতের সংবিধানে কয়টি মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত হয়েছে নিচে দেওয়া কোন বিকল্প টি মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে না? 

ক) জাতীয় পতাকার প্রতি সম্মান দেখানো
খ) জাতীয় সম্পত্তি রক্ষা করা
গ) নারী ও শিশু সুরক্ষা
ঘ) ঐক্য ও সৌভ্রাতৃত্ববোধ গড়ে তোলা
উত্তরঃ গ) নারী ও শিশু সুরক্ষা

৩. হাজার আটশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের পর ভারতীয় প্রশাসনিক ব্যবস্থা বেশ কিছু পরিবর্তন ঘটে নিচের কোনটি সঠিক নয়? 

ক) ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের সমাপ্তি ঘটেছিল
খ) ভারতকে স্বায়ত্তশাসনের অধিকার দেওয়া হয়
গ) রানী ভিক্টোরিয়া কে ব্রিটিশ ভারতের সাম্রাজ্ঞী ঘোষণা ধরা হয়
ঘ) লর্ড ক্যানিং ভাইসরয় নিযুক্ত হন
উত্তরঃ খ) ভারতকে স্বায়ত্তশাসনের অধিকার দেওয়া হয়

৪. ভারতমাতা চিত্র টি একসময় ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের প্রতীক কে পরিণত হয়েছিল কোন আন্দোলনের প্রেক্ষাপটে একটি আঁকা হয়েছিল? 

ক) সাঁওতাল বিদ্রোহ
খ) নীল বিদ্রোহ
গ) স্বদেশী আন্দোলন
ঘ) ভারত ছাড়ো আন্দোলন
উত্তরঃ গ) স্বদেশী আন্দোলন

৫. মহারাষ্ট্রের সমাজ সংস্কার আন্দোলনে জ্যোতিরাও ফুল এর অবদান ছিল গুরুত্বপূর্ণ নিচু তলার মানুষদের অধিকার প্রতিষ্ঠার জন্য জ্যোতিরাও ফুলে গড়ে তোলেন. ...... 

ক) সত্যশোধক সমাজ
খ) আর্য সমাজ
গ) ব্রাহ্মসমাজ
ঘ) প্রার্থনা সমাজ
উত্তরঃ ক) সত্যশোধক সমাজ

৬. সমাজ সংস্কারক হিসেবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং বীরেশ লিঙ্গম কর্মকাণ্ডের মধ্যে মিল পাওয়া যায়

ক) দুজনেই সংস্কৃত ভাষা চর্চার প্রসিদ্ধ ঘটিয়েছিলেন
খ) দুজনেই মুদ্রণ ব্যবস্থার বিকাশের সঙ্গে যুক্ত ছিলেন
গ) দুজনে বিধবা বিবাহ আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন
ঘ) দুজনে সতীদাহ প্রথার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন
উত্তরঃ গ) দুজনে বিধবা বিবাহ আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন

৭. পরিবারের কোন মহিলা যদি নিপিরণের শিকার হন তাহলে তিনি নিচে দেওয়া কোন আইন দ্বারা সুরক্ষা পেতে পারেন? 

ক) পারিবারিক হিংসা রদ আইন 2005 সাল
খ) শিক্ষার অধিকার আইন 2009
গ) তথ্য জানার অধিকার আইন 2005
ঘ) তথ্য প্রযুক্তি আইন 2000
উত্তরঃ ক) পারিবারিক হিংসা রদ আইন 2005 সাল

৮।  বিধানসভার সদস্যদের মেয়াদ সাধারণত........ 

ক) তিন বছর
খ) পাঁচ বছর
গ) ছয় বছর
ঘ) দশ বছর
উত্তরঃ খ) পাঁচ বছর
৯. 
MCQ | Bohubikalpo Vittik Prashno Porichiti o Anusilon Class 8
MCQ | Bohubikalpo Vittik Prashno Porichiti o Anusilon Class 8

মানচিত্রটি উপনিবেশিক ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার অন্তর্ভুক্ত অঞ্চল গুলিকে দেখাচ্ছে মানচিত্রে চিহ্ন ##### অঞ্চলে কোন ভূমি রাজস্ব ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল? 

ক) রায়তওয়ারি বন্দোবস্ত
খ) মহলওয়ারি বন্দোবস্ত
গ) চিরস্থায়ী বন্দোবস্ত
ঘ) তালুকদারি বন্দোবস্ত
উত্তরঃ গ) চিরস্থায়ী বন্দোবস্ত

১০. পশ্চিমবঙ্গের গ্রামীণ শাসনব্যবস্থা পঞ্চায়েত ব্যবস্থা নামে পরিচিত এই পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে

ক) দুটি স্তর
খ) তিনটি স্তর
গ) চারটি স্তর
ঘ) পাঁচটি স্তর
উত্তরঃ খ) তিনটি স্তর
১১. 
MCQ | Bohubikalpo Vittik Prashno Porichiti o Anusilon Class 8
MCQ | Bohubikalpo Vittik Prashno Porichiti o Anusilon Class 8

মানচিত্রটি ঔপনিবেশিক স্বাধীন ভারতের মানচিত্রে চিহ্নিত অংশগুলি নিচের দেওয়া বিকল্প গুলির মধ্যে কিসের নির্দেশক

ক) ব্রিটিশ অধিকৃত অঞ্চল
খ) মারাঠা অধিকৃত অঞ্চল
গ) দেশীয় রাজ্যসমূহ
ঘ) পর্তুগিজ অধিকৃত অঞ্চল
উত্তরঃ ক) ব্রিটিশ অধিকৃত অঞ্চল
১২. 
MCQ | Bohubikalpo Vittik Prashno Porichiti o Anusilon Class 8
MCQ | Bohubikalpo Vittik Prashno Porichiti o Anusilon Class 8

মানচিত্রটি 1857 বিদ্রোহের প্রধান কেন্দ্র গুলি কে দেখাচ্ছে এগুলির মধ্যে বাংলার অন্তর্ভুক্ত কেন্দ্র কোনটি?

ক) দিল্লি
খ) মিরাট
গ) বেরেলি
ঘ) ব্যারাকপুর
উত্তরঃ ঘ) ব্যারাকপুর

১৩. 1969 খ্রিস্টাব্দের পর থেকে পশ্চিমবঙ্গের রাজ্য আইনসভা কেবল বিধানসভা রয়েছে বিধানসভার প্রায় সব সদস্য বা বিধান_______

ক) প্রাপ্ত বয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত হন
খ) মুখ্যমন্ত্রী দ্বারা মনোনীত হন
গ) রাজ্যপাল দ্বারা মনোনীত হন
ঘ) বিষেশ অধিকার প্রাপ্তদের ভোটে নির্বাচিত হন
উত্তরঃ ক) প্রাপ্ত বয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত হন

১৪. নিচে দেওয়া কোন কারণটি উপজাতি বিদ্রোহের সাথে সম্পর্কযুক্ত নয়? 

ক) ঔপনিবেশিক অরণ্য আইন
খ) জমিদার ও মহাজনদের শোষণ
গ) উপজাতি সম্প্রদায়ের আধুনিকরণ
ঘ) উপজাতি সম্প্রদায়ের সংস্কৃতিতে হস্তক্ষেপ
উত্তরঃ ঘ) উপজাতি সম্প্রদায়ের সংস্কৃতিতে হস্তক্ষেপ

১৫. আঠারোশো খ্রিস্টাব্দে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করা হয় এর প্রধান উদ্দেশ্য ছিল

ক) ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটানো
খ) সিভিল সার্ভেন্ট দের প্রশিক্ষণ দেওয়া
গ) প্রাচ্য পাশ্চাত্য শিক্ষার মেলবন্ধন ঘটানো
ঘ) প্রথাগত শিক্ষার উন্নতি ঘটানো
উত্তরঃ ক) ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটানো।O

Link ForAll Subject

MCQ | Bohubikalpo Vittik Prashno Porichiti o Anusilon Class 8 Part 1 Mathematics 2021 | বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিতি ও অনুশীলন গণিত VIII

MCQ | Bohubikalpo Vittik Prashno Porichiti o Anusilon Class 8 Part 1 Geography 2021 | বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিতি ও অনুশীলন পরিবেশ ও ভূগোল অষ্টম VIII

MCQ | Bohubikalpo Vittik Prashno Porichiti o Anusilon Class 10 Part 1 Poribesh o Biggan 2021 | বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিতি ও অনুশীলন পরিবেশ ও বিজ্ঞান VIII

Link For Another Class 

Bahuvikalpi Vittik Prashna Parichiti o Anusilon Class 10 Part 1 History 2021 | বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিতি ও অনুশীলন ইতিহাস দশম শ্রেণি


Sajahan Seikh

Sajahan Seikh. From a young age he became very curious about the various animals of the environment and their life cycle. So he has been very interested in reading life science since he was young and he likes it very much, his favorite subject is life science. He is currently an experienced biology teacher.

Post a Comment (0)
Previous Post Next Post