MCQ | Bohubikalpo Vittik Prashno Porichiti o Anusilon Class 8 Part 1 Bangla 2021 | বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিতি ও অনুশীলন বাংলা VIII

Bohubikalpo Vittik Prashno Porichiti o Anusilon Class 8 Part 1 Bangla 2021
Bohubikalpo Vittik Prashno Porichiti o Anusilon Class 8 Part 1 Bangla 2021

MCQ Bohubikalpo Vittik Prashno Porichiti o Anusilon Class 8 Part 1 Bangla 2021 | বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিতি ও অনুশীলন বাংলা VIII

Class 8 MCQ  Bangla 

MCQ Bohubikalpo Vittik Prashno Porichiti o Anusilon Class 8 Part 1 Bangla 2021

MCQ Question Paper with answer
বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিতি ও অনুশীলন বাংলা VIII

বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন 2021
 পরিচিতি ও অনুশীলন 
বাংলা 
অষ্টম শ্রেণি

ভাগ এক নিচে দেওয়া অংশটি পড়ো

কুসুমকুমারী জীবনানন্দের মধ্যে জাগিয়ে তুলেছিলেন কাব্যবোধ দিয়েছিলেন কবিতা রচনায় প্রেরণা। জীবনানন্দের কাছে মা কুসুমকুমারী ছিলেন সেই পল্লবঘন স্নিগ্ধছায়া তরুশাখা যাতে নগ্ন হয়ে একটি কোমল কাতর লতিকা বেড়ে ওঠে ফুল, সম্ভারে প্রকাশিত হয়। জীবনানন্দের ছোট বোন সুচরিতা লিখেছেন তার (জীবনানন্দের) পাখির পালক এর চাইতেও নরম অনুভব এর মেদুরতা বলা যায় মার কাছ থেকে প্রাপ্ত। বাবা যদি দিয়ে থাকেন তাকে সতেজ প্রাণ বহিন তবে মাতার জন্য সঞ্চয় করে রেখেছেন স্নেহ-মমতার বনচ্ছায়া মৃত্তিকাময়ী সান্ত্বনা। 

জীবনানন্দের কাব্য প্রীতি ও কাব্য রচনা আর আড়ালে রয়েছে মা কুসুমকুমারী অপরিসীম অনুপ্রেরণা উৎসাহ। তাই প্রথম দিকে কবিতা লিখে তিনি মাকে দেখাতেন, মায়ের মতামত নিতেন। চিত্তরঞ্জন দাস হওয়ার পর বন্ধুকে নিয়ে যে কবিতাটি জীবনানন্দ লিখেছেন তা ছাপা হওয়ার পর মায়ের কাছে এক কপি পত্রিকাও পাঠিয়ে দিয়েছেন। মা কুসুমকুমারী ভারত ডাকে পত্রের উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছিলেন সুপরামর্শ চিত্তরঞ্জন সম্বন্ধে লিখেছ ভালোই করেছো কিন্তু রামমোহনের উপর লিখতে বলছি তোমাকে মহর্ষি ওপরেও কুসুমকুমারী দেবী মূলত প্রবাসী ব্রাহ্মবাদী ও মূলত পত্রিকায় লিখতেন তার কবিতার বিষয় ভাবনা যথেষ্ট বৈচিত্র নিবেদন করেছেন এমনকি অনেক সমসাময়িক ঘটনা ও তার কবিতার বিষয়বস্তু হয়ে উঠেছে পরবর্তীকালে দেশভাগের কুফল আর্ত মানুষের দুর্দশার কথা ও কবিতায় এসেছে আশাবাদে উজ্জ্বল কুসুমকুমারী অধিকাংশ কবিতা। 

নিচের দেওয়া প্রশ্নগুলির উত্তর দিতে গোল দাগ দাও। 

1. মহর্ষি নামে খ্যাত

A) রামমোহন রায়
B) চিত্তরঞ্জন দাস
C) দেবেন্দ্রনাথ ঠাকুর
D) জীবনানন্দ দাশ
উত্তরঃ C) দেবেন্দ্রনাথ ঠাকুর

2. চিত্তরঞ্জন দাস কে নিয়ে লেখা কবিতাটি জীবনানন্দ তার মাকে পাঠিয়ে ছিলেন কারণ

A) তার মা কবিতাটি পড়তে চেয়ে ছিলেন
B) চিত্তরঞ্জন দাস ছিলেন তাদের আত্মীয়
C) মায়ের আদেশেই তিনি কবিতাটি লিখেছিলেন
D) তিনি তার মায়ের মতামত নিতে চেয়েছিলেন'
উত্তরঃ D) তিনি তার মায়ের মতামত নিতে চেয়েছিলেন'
3. তার কবিতার বিষয় ভাবনায় যথেষ্ট বৈচিত্র ছিল তার কথা বলা হয়েছে তিনি হলেন
A) সুচরিতা দেবী
B) কুসুমকুমারী দেবী
C) বাসন্তী দেবী
D) সারদা দেবী
উত্তরঃ B) কুসুমকুমারী দেবী
4. কাব্যবোধ অনুপ সম্বন্ধ পদের উদাহরণ হল
A) সুপরামর্শ
B) বনচ্ছায়া
C) স্নেহ মমতা
D) শ্রদ্ধাঞ্জলি
উত্তরঃ D) শ্রদ্ধাঞ্জলি

5. দেশবন্ধু দেশের বন্ধ এটি যে সমাসের উদাহরণ

A) দ্বন্দ্ব সমাস
B) অব্যয়ীভাব সমাস
C) কর্মধারায় সমাস
D) তৎপুরুষ সমাস
উত্তরঃ D) তৎপুরুষ সমাস

ভাগ 2 নিচের দেওয়া অংশটি পড়ো

6. লেখোকের মনোকষ্টের কারণ
A) যমের ক্রমবর্ধমান দাম
B) ক্রমহ্রাসমান গাছপালা ও বাগান
C) বিদ্যালয় জীবনের স্মৃতি কাতরতা
D) নাগরিক সভ্যতার ক্রমবিকাশ
উত্তরঃ B) ক্রমহ্রাসমান গাছপালা ও বাগান

7. সন্ধ্যা >সন্ধে

ধ্বনি পরিবর্তনের যে রীতিতে এখানে লক্ষণীয়
A) সমীভবন
B) স্বরসঙ্গতি
C) অপিনিহিতি
D) ব্যঞ্জন সংগতি
উত্তরঃ A) সমীভবন
8. এটা আমার পক্ষী বিদ্যার ভাঁড়ারে সর্বপ্রথম আর সর্বোত্তম স্মৃতির একটি- স্মৃতি টি হল
A) কালে ভদ্রে দেখা পাওয়া হায়েনা
B) ভোরবেলা দোয়েলের ডাক
C) সন্ধ্যাবেলা শুরু হয়ে রাতভর সোনা শিয়ালের ডাক
D) নিরুদ্বেগ স্কুল ছুটির দিনগুলো
উত্তরঃ B) ভোরবেলা দোয়েলের ডাক
9. রচনাটিতে যে স্থানটির প্রসঙ্গ রয়েছে
A) চেন্নাই
B) চাকদহ
C) চেম্বুর
D) চেতলা
উত্তরঃ C) চেম্বুর

10. "চোখের মনি" কথাটির অর্থ হলো

A) চক্ষুশূল
B) দামি
C) মোহ
D) প্রিয়
উত্তরঃ D) প্রিয়

ভাগ 3 নিচে দেওয়া অংশটি পড়ো

11. বাংলায় দশাবতার তাস তৈরি হয় একমাত্র
A) বেনাচিতিতে
B) বোলপুরে
C) বেলুড়ে
D) বিষ্ণুপুরে
উত্তরঃ D) বিষ্ণুপুরে
12. দশাবতার তাস এ মোট দেশের সংখ্যা
A) দশটি
B) বারোটি
C) 13 টি
D) একশ কুড়িটি
উত্তরঃ D) একশ কুড়িটি
13. দশাবতার তাস তৈরির মূল উপাদান টি হল
A) সিন্দুর
B) গালা
C) পাথর
D) কাপড়
উত্তরঃ D) কাপড়
14. বিষ্ণুর দশ অবতারের স্যার নাম নেই
A) বরাহ
B) পরশুরাম
C) দশরথ
D) কল্কি
উত্তরঃ D) কল্কি

15.' নৃসিংহ' শব্দের ব্যাসবাক্য কি হবে

A) মানুষ ও নয় সিংহ নয়
B) নৃ অথচ সিংহ
C) সিংহ মানুষের ন্যায়
D) নর শ্রেষ্ঠ চিনি
উত্তরঃ C) সিংহ মানুষের ন্যায়
ভাগ 4 নিচের দেওয়া অংশটি পড়ো

16. ঈশ্বরচন্দ্র গুপ্তের মাতৃবিয়োগ হয়

A) ১৮২৫ খ্রিস্টাব্দে
B) ১৮২২ খ্রিস্টাব্দে
C) ১৮৩১ খ্রিস্টাব্দে
D) ১৮৩৯ খ্রিস্টাব্দে
উত্তরঃ B) ১৮২২ খ্রিস্টাব্দে
17. কবি প্রসিদ্ধ শব্দের অর্থ
A) প্রাচীন কবি
B) কবির কল্পনা
C) কবি হিসাবে খ্যাতি
D) কবিত্বময়
উত্তরঃ C) কবি হিসাবে খ্যাতি
18. যে বাংলা সাপ্তাহিক পত্রিকা টি পড়ে দৈনিকে প্রকাশিত হয় তার নাম
A) রসরাজ
B) সংবাদ প্রভাকর
C) সংবাদ রত্নাবলী
D) সংবাদ সাধু রঞ্জন
উত্তরঃ B) সংবাদ প্রভাকর
19. পাষণ্ড পিরন পত্রিকা প্রকাশের উদ্দেশ্য ছিল
A) বিভিন্ন বিষয়ে অবলম্বনে লিখিত খন্ড কবিতা প্রকাশ করা
B) ব্যঙ্গ কবিতার রচনা করা
C) রসরাজ কবিতার সঙ্গে কবিতা যুদ্ধে অবতীর্ণ হওয়া
D) বৈজ্ঞানিক ও বাণিজ্যিক উন্নতি বিষয়ক সংবাদ পরিবেশন করা
উত্তরঃ C) রসরাজ কবিতার সঙ্গে কবিতা যুদ্ধে অবতীর্ণ হওয়া
20. অমনোযোগী শব্দের ব্যাসবাক্য কি হবে
A) নয় মনোযোগী
B) মনোযোগের অভাব
C) অতিশয় মনোযোগী
D) মনের যোগ নেই এমন
উত্তরঃ A) নয় মনোযোগী
ভাগ 5 নিচে দেওয়া অংশটি পড়ো

21. বাংলার মাটি বাংলার জল গানটি লিখেছেন

A) যতীন্দ্রনাথ ঠাকুর
B) দ্বিজেন্দ্র নাথ ঠাকুর
C) রবীন্দ্রনাথ ঠাকুর
D) সুরেন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ C) রবীন্দ্রনাথ ঠাকুর
22. পণ্ডিত রবিশঙ্কর
A) প্রখ্যাত সরোদবাদক
B) প্রখ্যাত সেতারবাদক
C) প্রখ্যাত হারমোনিয়ামবাদক
D) প্রখ্যাত তবলা বাদক
উত্তরঃ A) প্রখ্যাত সরোদবাদক
23. নিচের যে পদটি অব্যয় পদ নয়
A) যেন
B) কিন্তু
C) যার
D) সঙ্গেসঙ্গে
উত্তরঃ D) সঙ্গেসঙ্গে
24. 'অস্ত্র' শব্দের বিশেষণ রূপ
A) অশ্রুজল
B) অশ্রুবারি
C) সাশ্রু
D) অশ্রুনীর
উত্তরঃ A) অশ্রুজল
25. 'প্রশংসা' শব্দের সমার্থক শব্দটি পাঠে রয়েছে
A) মন্ত্র
B) স্তব
C) ভালোবাসাময়
D) পুণ্য
উত্তরঃ B) স্তব
নিচের দেওয়া প্রশ্নগুলির সঠিক উত্তরে দাগ দাও। 

26. কন্যাশ্রী প্রকল্পের যা দেওয়া হয়

A) পুরস্কার
B) আর্থিক সহায়তা
C) পোশাক , বইপত্র
D) পড়াশোনার জন্য ঋণ
উত্তরঃ B) আর্থিক সহায়তা

27. কন্যাশ্রী প্রকল্পে প্রাপকের সর্বনিম্ন বয়স হতে হবে

A) ১০ বৎসর
B) ১২ বৎসর
C) ১৩ বৎসর
D) ১৫ বৎসর
উত্তরঃ C) ১৩ বৎসর

28. কন্যাশ্রী পাওয়ার জন্য নিচের যে শর্ত পূরণ করা আবশ্যক

A) পরিবারের বার্ষিক আয়ের দেড় লক্ষ টাকার মধ্যে হতে হবে
B) পরিবারের একমাত্র কন্যা সন্তান হতে হবে
C) সরকার স্বীকৃত কোন শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে হবে
D) আগের ক্লাসে যে পরীক্ষায় 60 শতাংশ নম্বর পেতে হবে
উত্তরঃ C) সরকার স্বীকৃত কোন শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে হবে

29. কন্যাশ্রী প্রকল্পে 18 থেকে 19 বছর বয়সে পাঠকরা মেয়েদের এককালীন অনুদান দেওয়া হয়

A) ২০০০০ টাকা
B) ২৫০০০ টাকা
C) ৩০০০০ টাকা
D) ৩৫০০০ টাকা
উত্তরঃ B) ২৫০০০ টাকা

30. কন্যাশ্রী প্রকল্পের অবদান পত্র পাওয়া যায়

A) স্থানীয় পৌরসভা ও পঞ্চায়েত অফিসে
B) স্থানীয় বিডিও অফিসে
C) জেলা পরিষদের অফিসে
D) নিজে নিজে শিক্ষা প্রতিষ্ঠান
উত্তরঃ D) নিজে নিজে শিক্ষা প্রতিষ্ঠান

 Link for  All Subject of MCQ  

MCQ | Bohubikalpo Vittik Prashno Porichiti o Anusilon Class 8 Part 1 Mathematics 2021 | বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিতি ও অনুশীলন গণিত VIII

MCQ | Bohubikalpo Vittik Prashno Porichiti o Anusilon Class 8 Part 1 History 2021 | বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিতি ও অনুশীলন পরিবেশ ও ইতিহাস VIII

MCQ | Bohubikalpo Vittik Prashno Porichiti o Anusilon Class 8 Part 1 Geography 2021 | বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিতি ও অনুশীলন পরিবেশ ও ভূগোল অষ্টম VIII

MCQ | Bohubikalpo Vittik Prashno Porichiti o Anusilon Class 8 Part 1 Poribesh o Biggan 2021 | বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিতি ও অনুশীলন পরিবেশ ও বিজ্ঞান VIII

Link for Another Class of MCQ  

Bahuvikalpi Vittik Prashna Parichiti o Anusilon Class 10 Part 1 History 2021 | বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিতি ও অনুশীলন ইতিহাস দশম শ্রেণি


Sajahan Seikh

Sajahan Seikh. From a young age he became very curious about the various animals of the environment and their life cycle. So he has been very interested in reading life science since he was young and he likes it very much, his favorite subject is life science. He is currently an experienced biology teacher.

Post a Comment (0)
Previous Post Next Post