MCQ | Bohubikalpo Vittik Prashno Porichiti o Anusilon Class 3 Part 1 Bangla 2021 |
MCQ | Bohubikalpo Vittik Prashno Porichiti o Anusilon Class 3 Part 1 Bangla 2021 | বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিতি ও অনুশীলন বাংলা III
MCQ Bohubikalpo Vittik Prashno Porichiti o Anusilon Class 3 Part 1 Bangla 2021
বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিতি ও অনুশীলন বাংলা III
Class 3 MCQ Bangla
বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন 2021
পরিচিতি ও অনুশীলন
বাংলা
বহু বিকল্প প্রশ্ন পরিচিতি ও অনুশীলন বাংলা তৃতীয় শ্রেণি
ভাগ 1 নিচের দেওয়া অংশটি পড়ো
মানুষই একমাত্র প্রাণী চারিদিকের গণ্ডি দিয়ে যে বাধা নয় মাটিতে সোজা হয়ে দাঁড়াতে পারে নিজের খাবার নিজেই জোগাড় করতে পারে আর পারে শত্রু চোখে ধুলো দিয়ে পালাতে মানুষের না আছে বাঘের মত বড় বড় খাবা না আছে গন্ডারের মত চামড়া বর্ম না সাপের মতো দাঁত সিংহ বাড়ির পাশের মানুষকে মনে হবে তালপাতার সেপাই তবুও সে জলে স্থলে আকাশে ইচ্ছা মতো ভেসে ছুটি পড়ে যেতে পারে গরম আর ঠান্ডা কে হার মানাতে পারে গায়ের জোরে কেউ তাকে কাবু করতে পারে না রেলগাড়ি জাহাজ এরো প্লেন জামাকাপড় ঘরবাড়ি বন্ধু এসব দিয়ে অন্যান্য জীব জানোয়ারের ওপর সে টেকা দেয় বলবান বাঘের ভরশা শুধু তার নিজের মাংসপেশি আর সবচেয়ে বুদ্ধিমান শিল্পাঞ্জির ভরসা কেবল তার নিজের হাত পা কিন্তু মানুষের হাতে থাকে বর্ষা কিসন বন্ধুক চোখে থাকে দূরবীন বা অণুবীক্ষণ.
নিচের দেওয়া প্রশ্নগুলির সঠিক উত্তরে দাগ দাও
1.সিংহ বা হাতের পাশে মানুষকে যা মনে হবে
(A) চোখের ধুলো
(B) তালপাতারসেপাই
(C) চারদিকের গণ্ডি
(D) বাঘের থাবা
উত্তরঃ (B) তালপাতার সেপাই
2. জলে-স্থলে আকাশে ইচ্ছে মতো ভেসে ছুটে উড়ে যেতে পারে
(A) পাখি
(B) বাঘ
(C) সিংহ
(D) মানুষ
উত্তরঃ (D) মানুষ
3. বলবান বাঘের ভরসা
(A) দূরবীন
(B) বন্ধুক
(C) নিজের হাত পা
(D) নিজের মাংসপেশি
উত্তরঃ (D) নিজের মাংসপেশি
4. গায়ের জোরে তাকে কাবু করা যায় না
(A) গন্ডার
(B) বাঘ
(C) মানুষ
(D) সিংহ
উত্তরঃ (C) মানুষ
5. 'হার' এর বিপরীত শব্দ টি হল
(A) জয়
(B) জিত
(C) পরাজয়
(D) জয়ী
উত্তরঃ (B) জিত
ভাগ 2 নিচে দেওয়া ছবি গুলি দেখাও:
নিচের দেওয়া প্রশ্নগুলির সঠিক উত্তরে দাগ দাও
6. ছবিগুলিতে মাংসাশী প্রাণী টি হল
(A) মানুষ
(B) ছাগল
(C) ভেড়া
(D) নেকড়ে
উত্তরঃ (D) নেকড়ে
7. ছবি গুলিতে ক জনের হাতে লাঠি দেখা যাচ্ছে?
(A) একজন
(B) দুজন
(C) তিনজন
(D) চারজন
উত্তরঃ (C) তিনজন
8. রাখাল গবাদিপশু চরাছিল
(A)পাহাড়ের কোলে
(B)নদীর ধারে
(C)গাছের তলায়
(D)ঘন জঙ্গলে
উত্তর-(A) পাহাড়ের কোলে
9. নেকড়ে আক্রমণ করেছিল
(A) রাখাল কে
(B) ভেড়া কে
(C) ছাগলকে
(D) গরুকে
উত্তরঃ (B) ভেড়াকে
10. ছবিগুলিতে ছাগলের মোট সংখ্যা
(A) দুইটি
(B) তিনটি
(C) চারটে
(D) আটটি
উত্তরঃ (C) চারটে
ভাগ 3 নিচে দেওয়া অংশটি পড়পড়
পৃথিবীর এক প্রাচীন ও বিস্ময়কর জন্তু ক্যাঙ্গারু
নিচের দেওয়া প্রশ্নগুলির ঠিক উত্তর দিতে গোল দাগ দাও
11. ক্যাঙ্গারু প্রধানত পাওয়া যায়
(A) ভারতে
(B) বাংলাদেশ
(C) অস্ট্রেলিয়ায়
(D) আমেরিকায়
উত্তরঃ (C) অস্ট্রেলিয়ায়
12. ক্যাঙ্গারু বিস্ময়কর প্রাণী, কারণ
(A) সে জোরে লাফাতে পারে
(B) তার পেছনের পা দুটো সামনের পা এর থেকে ছোট
(C) তার বাচ্চা বহন করার থলি আছে
(D) সে বাচ্চাকে বিপদ থেকে রক্ষা করতে পারে
উত্তরঃ C) তার বাচ্চা বহন করার থলি আছে
13. বাচ্চা ক্যাঙ্গারুর গায়ের রং
(A) সাদা
(B) খয়েরি
(C) গোলাপি
(D) সবুজ
উত্তরঃ (C) গোলাপি
14. প্রাপ্ত বয়স্ক ক্যাঙ্গারুর লম্বা হয়
(A) প্রায় 2 মিটার
(B) দু মিনিটের বেশি
(C) প্রায় দু ফুট
(D) 3 4.5 মিটার
উত্তরঃ (A) প্রায় 2 মিটার
15. লালন পালন শব্দের অর্থ
(A) বহন করা
(B) বড়ো করা
(C) খাওয়ানো
(D) সাবধান করা
উত্তরঃ (B) বড়ো করা