MCQ | Bohubikalpo Vittik Prashno Porichiti o Anusilon Class 8 Part 1 Mathematics 2021 | বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিতি ও অনুশীলন গণিত VIII

Bohubikalpo Vittik Prashno Porichiti o Anusilon Class 8 Part 1 Mathematics  2021
Bohubikalpo Vittik Prashno Porichiti o Anusilon Class 8 Part 1 Mathematics  2021

 

MCQ | Bohubikalpo Vittik Prashno Porichiti o Anusilon Class 8 Part 1 Mathematics  2021 | বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিতি ও অনুশীলন  গণিত VIII

Class 8 Mathematics Bohubikalpo Vittik Prashno Porichiti o Anusilon

Class 8 MCQ Mathematics

MCQ | Bohubikalpo Vittik Prashno Porichiti o Anusilon Class 8 Part 1 Mathematics  2021

বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন 2021

 পরিচিতি ও অনুশীলন 

অষ্টম শ্রেণি 

 গণিত 

ঠিক উত্তর নির্বাচন করো;-
1. 3/2×(7/8 + 11/12) =
(a) 43/16
(b) 107/48
(c) 77/64
(d) 9/4

উত্তরঃ (a) 43/16
2.

MCQ | Bohubikalpo Vittik Prashno Porichiti o Anusilon Class 8
MCQ | Bohubikalpo Vittik Prashno Porichiti o Anusilon Class 8 
X-এর মান কত?
(a) 20
(b) 25
(c) 40
(d) 100

উত্তরঃ (b) 25
3. পেঁয়াজের দাম 20℅ বৃদ্ধি পেয়েছে রমেন বাবু ঠিক করেছেন যে তার পরিবারের পেঁয়াজের মাসিক খরচ অপরিবর্তিত রাখবেন .তাই তিনি প্রতি মাসে পেঁয়াজের ব্যবহার শতকরা কত কমাবেন?
(a) 20℅
(b) 25℅
(c) 16.2/3℅
(d) 83.1/3℅

উত্তরঃ (c) 16.2/3℅
4. তুমি লাল ফিতের 1/4 অংশ নিয়েছো। তোমার ভাই তোমার থেকে তোমার ফিতের 2/7অংশ ফিতে নিয়ে নিলো। তোমার আর কত অংশটিতে রইল?
(a) 1/8
(b) 1/14
(c) 7/8
(d) 13/14

উত্তরঃ 5/28
5.

MCQ | Bohubikalpo Vittik Prashno Porichiti o Anusilon Class 8
MCQ | Bohubikalpo Vittik Prashno Porichiti o Anusilon Class 8
<ACD = 114°, <ABC=1/2<BAC

(a) 66°
(b) 114°
(c) 38°
(d) 76
°

উত্তরঃ (c) 38°
6.  3/(x + 3) = 5/(x + 2 ) হলে x= ?
(a) 9/2
(b) -9/2

(c) -1/2
(d) 1/2

উত্তরঃ (b) -9/2

7. একটি সুষম বহুভুজের প্রতিটি অন্ত কোণের পরিমাণ 135° বহুভুজের বাহুর সংখ্যা কত?

(a) 10
(b) 4
(c) 8
(d) 5

উত্তরঃ (c) 8
8. একটি গাড়ি 2 ঘন্টায় 36 কিমি যায় গাড়িটির গতিবেগ কত?
(a) 5 মিটার প্রতি সেকেন্ডে
(b) 36 মিটার প্রতি সেকেন্ডে

(c) 18 লিটার প্রতি সেকেন্ডে
(d) 10 মিটার প্রতি সেকেন্ডে
উত্তরঃ (a) 5 মিটার প্রতি সেকেন্ডে

9. 

MCQ | Bohubikalpo Vittik Prashno Porichiti o Anusilon Class 8
MCQ | Bohubikalpo Vittik Prashno Porichiti o Anusilon Class 8

উপরের দেওয়া স্তম্ভ চিত্র কোন দুটি ফলের এক কিলোগ্রামের দামের পার্থক্য 60 টাকা
(a) পেয়ারা এবং আপেল
(b) আম এবং আঙ্গুর
(c) আপেল এবং  আম

(d) আপেল এবং আঙ্গুর
উত্তরঃ (c) আপেল এবং  আম

10. দুই অঙ্কের একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 9.দুটি সংখ্যার একক স্থানীয় অংক x হয় তবে সংখ্যাটি কত?

(a) 9x + 9
(b) 11x + 9
(c) 90 - 9x
(d) 9 - 9
উত্তরঃ (c) 90 - 9x

11. 40 সেমি দৈর্ঘ্যের একটি তার কে বর্গাকার আকৃতি দেওয়া হল. বর্গাকার আকৃতির ক্ষেত্রের ক্ষেত্রফল কত?

(a) 1600 বর্গ সেমি
(b) 100 বর্গ সেমি
(c) 16 বর্গ সেমি
(d) 160 বর্গ সেমি
উত্তরঃ (b) 100 বর্গ সেমি

12.

MCQ | Bohubikalpo Vittik Prashno Porichiti o Anusilon Class 8
MCQ | Bohubikalpo Vittik Prashno Porichiti o Anusilon Class 8
লোকসঙ্গীতের শ্রোতার বৃত্তকলা টি সম্পূর্ণ টাকা ক্ষেত্রের কত অংশ?
(a) 1/5
(b) 1/2
(c) 1/3
(d) 1/6

উত্তরঃ (a) 1/5

13. একটি আয়তক্ষেত্র এবং একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ 12 সেমি ও 6 সেমি হলে বড় ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত?

(a) 36 সেমি
(b) 18 সেমি
(c) 9 সেমি
(d) 6 সেমি
উত্তরঃ (c) 9 সেমি
14.

MCQ | Bohubikalpo Vittik Prashno Porichiti o Anusilon Class 8
MCQ | Bohubikalpo Vittik Prashno Porichiti o Anusilon Class 8
AB=AC,  <ACE= 115° হলে <BAC = কত?
(a) 65°
(b) 115°
(c) 130°
(d) 50°
উত্তরঃ (d) 50°

15. 100100
(a)
(b)
(c)
(d)

উত্তরঃ (a)

16. 36 লিটার ডেটল জল জলের অনুপাত পরিমাণের অনুপাত 501 হলে জলের পরিমাণ কত?

(a) 6 লিটার
(b) 30 লিটার
(c) 7.2 লিটার
(d) 7 লিটার
উত্তরঃ (b) 30 লিটার

17. 3ab, 9a2c, 12a2cএর ল.সা.গু কত?

(a) 36 a2b c
(b) 36 abc
(c) 36 a2b c2
(d) 9abc

উত্তরঃ    36 a2b c2

18. গ্রিল তৈরির কারখানায় 15 দিনে তিনটি লোহার গ্রিল তৈরি হয়. একই রকম লোহার গ্রিল তৈরি করতে কতদিন সময় লাগবে?

(a) 40 দিন
(b) 1.6 দিন
(c) 24 দিন
(d) 120 দিন
উত্তরঃ (c) 24 দিন

19. 

MCQ | Bohubikalpo Vittik Prashno Porichiti o Anusilon Class 8
MCQ | Bohubikalpo Vittik Prashno Porichiti o Anusilon Class 8
AB II CD  হলে <PQR এর পরিমাপ কত?
(a) 110°
(b) 70°
(c) 10°
(d) 20°

উত্তরঃ (b) 70°

20. কর্ড লাইনে হাওড়া থেকে বর্ধমান এর দূরত্ব 50 কিমি কিন্তু মেন লাইনের দূরত্ব 5 ℅ বেশি. মেন লাইনে হাওড়া থেকে বর্ধমান এর দূরত্ব কত?

(a)  102 কিমি
(b) 42.5 কিমি
(c) 85 কিমি
(d) 89.25 কিমি
উত্তরঃ (d) 89.25 কিমি

 Link for  All Subject of MCQ  

 Link for  Another Class MCQ Answer  



Sajahan Seikh

Sajahan Seikh. From a young age he became very curious about the various animals of the environment and their life cycle. So he has been very interested in reading life science since he was young and he likes it very much, his favorite subject is life science. He is currently an experienced biology teacher.

Post a Comment (0)
Previous Post Next Post