![]() |
New Model Activity Task Part 6 Life Science Class 10 |
আমরা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সেপ্টেম্বর মাসের New Model Activity Task Part 6 Life Science Class 10 । নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৬ জীবন বিজ্ঞান দশম শ্রেণি- এর প্রশ্ন উত্তর পর্ব তবে আর সময় অপচয় না করে আজকের নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৬ জীবন বিজ্ঞান দশম শ্রেণি -এর উত্তর গুলো তাড়াতাড়ি লিখে ফেলি চলো।
তোমাদের সুবিধার্থে জন্য তোমাদের শ্রেণীর আরো অন্যান্য বিষয়ের পার্ট ৬ মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তরের লিঙ্ক এই জীবনবিজ্ঞান প্রশ্নোত্তর পর্বের শেষে দিয়ে দেওয়া হল।
New Model Activity Task Part 6 Life Science Class 10 । নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৬ জীবন বিজ্ঞান দশম শ্রেণি
Model Activity Task Part 6 Life Science Class 10
মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৬ জীবন বিজ্ঞান দশম শ্রেণি
Class 10 Life Science Model Activity Task Part 6
Class 10 Model Activity Task Part 6 Life Science
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
দশম শ্রেণি
জীবন বিজ্ঞান
১.প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পন্ন করে লেখো:
১..১ নিচের কোনটি সঠিক নয় তা নির্বাচন করো-(ক) ইস্ট ---কোরকোম্পম
(খ) মস - -রেনু উৎপাদন
(গ) প্লাসমোডিয়াম -- পুনরুৎপাদন
(ঘ) অ্যামিবা -- দ্বিবিভাজন
উত্তর- যে জোড়টি সঠিক নয় তা গ) প্লাসমোডিয়াম -- পুনরুৎপাদন
১.২ নিচের যে দুটি জেনোটাইপ গিনিপিগের কালো ও মসৃণ ফিনোটাইপের জন্য দায়ী তা চিহ্নিত করো--
(ক) BBRR ও BBRR
(খ) BBrr ও BbRR
(গ) BBRr ও BbRR
(ঘ) bbRR ও bbrr
উত্তর- যে দুটি জেনোটাইপ গিনিপিগের কালো ও মসৃণ ফিনোটাইপের জন্য দায়ী তাহল- (খ) BBrr ও BbRR
১.৩ স্বাভাবিক পিতামাতা এবং বর্ণান্ধতার বাহক মাতার বর্ণান্ধ কন্যাসন্তান জন্মানোর সম্ভাবনা নিম্নরূপ করো-
(ক) 0℅
(খ) 25%
(গ) 50%
(ঘ) 100%
উত্তর- স্বাভাবিক পিতামাতা এবং বর্ণান্ধতার বাহক মাতার বর্ণান্ধ কন্যাসন্তান জন্মানোর সম্ভাবনা হল (ক) 0℅।
২. নিচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো:
২.১ অযৌন জননে দুটি জীবের প্রয়োজন হয়।
উত্তর- মিথ্যা
২.২ সপুষ্পক উদ্ভিদে নিষেকের পর ডিম্বক ফলে পরিণত হয়।
উত্তর- মিথ্যা
২.৩ কোনো জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকাশকে ফিনোটাইপ বলে।
উত্তর- সত্য
৩ দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও:
৩.১ নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে অযৌন ও যৌন জননের পার্থক্য নিরূপণ করো-
*গ্যামেট উৎপাদন
উত্তর-
(গ) BBRr ও BbRR
(ঘ) bbRR ও bbrr
উত্তর- যে দুটি জেনোটাইপ গিনিপিগের কালো ও মসৃণ ফিনোটাইপের জন্য দায়ী তাহল- (খ) BBrr ও BbRR
১.৩ স্বাভাবিক পিতামাতা এবং বর্ণান্ধতার বাহক মাতার বর্ণান্ধ কন্যাসন্তান জন্মানোর সম্ভাবনা নিম্নরূপ করো-
(ক) 0℅
(খ) 25%
(গ) 50%
(ঘ) 100%
উত্তর- স্বাভাবিক পিতামাতা এবং বর্ণান্ধতার বাহক মাতার বর্ণান্ধ কন্যাসন্তান জন্মানোর সম্ভাবনা হল (ক) 0℅।
২. নিচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো:
২.১ অযৌন জননে দুটি জীবের প্রয়োজন হয়।
উত্তর- মিথ্যা
২.২ সপুষ্পক উদ্ভিদে নিষেকের পর ডিম্বক ফলে পরিণত হয়।
উত্তর- মিথ্যা
২.৩ কোনো জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকাশকে ফিনোটাইপ বলে।
উত্তর- সত্য
৩ দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও:
৩.১ নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে অযৌন ও যৌন জননের পার্থক্য নিরূপণ করো-
*গ্যামেট উৎপাদন
*মাইটোসিস মিয়োসিসের উপর নির্ভরতা
উত্তর-![]() |
New Model Activity Task Part 6 Life Science Class 10 |
৩.২ মাইক্রোপোপাগেসন পদ্ধতিতে কিভাবে প্লাটলেট সৃষ্টি করা হয় তা একটি রেখাচিত্রের সাহায্যে দেখাও।
উত্তর- মাইক্রোপোপাগেসন পদ্ধতিতে প্লাটলেট সৃষ্টি করা হয় তা একটি রেখাচিত্র হল নিন্মরুপ-গাছের পাতা
↓
কর্ষক মাধ্যমে কলা নমুনা
↓
কেলাস গঠন
↓
প্লাটলেট গঠন
৪. নীচের প্রশ্নগুলির উত্তর দাও:
৪.১ একটি বিশুদ্ধ হলুদ ও গোল বীজযুক্ত মটর গাছের (YYRR)সঙ্গে একটি বিশুদ্ধ সবুজ ও কুঞ্চিত বীজযুক্ত মটর গাছের (yyrr)সংকরায়নের ফলাফল F2 জনু পর্যন্ত চেকার বোর্ডের সাহায্যে দেখাও। এই সংকরায়ন থেকে বংশগতির যে সূত্রটি পাওয়া যায় তা বিবৃত করো।
উত্তর-একটি বিশুদ্ধ হলুদ ও গোল যুক্ত মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ সবুজ ও সংকুচিত যুক্ত মটর গাছের সংকরায়ন ঘাটালে যৌন পর্যন্ত যে ঘটনাবলী প্রকাশিত হয় সেগুলি একটি চেকার বোর্ডের সাহায্যে দেখানো হলো নিচে
৪.১ একটি বিশুদ্ধ হলুদ ও গোল বীজযুক্ত মটর গাছের (YYRR)সঙ্গে একটি বিশুদ্ধ সবুজ ও কুঞ্চিত বীজযুক্ত মটর গাছের (yyrr)সংকরায়নের ফলাফল F2 জনু পর্যন্ত চেকার বোর্ডের সাহায্যে দেখাও। এই সংকরায়ন থেকে বংশগতির যে সূত্রটি পাওয়া যায় তা বিবৃত করো।
উত্তর-একটি বিশুদ্ধ হলুদ ও গোল যুক্ত মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ সবুজ ও সংকুচিত যুক্ত মটর গাছের সংকরায়ন ঘাটালে যৌন পর্যন্ত যে ঘটনাবলী প্রকাশিত হয় সেগুলি একটি চেকার বোর্ডের সাহায্যে দেখানো হলো নিচেবিশুদ্ধ সবুজ ও কুঞ্চিত বীজ yyrr বিশুদ্ধ হলুদ ও গোলাকার YYRR
জনিতৃ P ⤸↓ ↓
জনু yr গ্যামেট YR
⤹ ⤸
সংকর হলুদ গোলাকার বীজ YyRr -------প্রথম অপত্য জনু F1
↓ ↓ ↓ ↓
YR Yr yR yr ------- গ্যামেট
Y হলুদ , R গোলাকার প্রকট বৈশিষ্ট্য এবং Y সবুজ, r কুঞ্চিত প্রচ্ছন্ন বৈশিষ্ট্য
এই দ্বি সংকর জননের সংকরায়ন থেকে বংশগতির স্বাধীন সঞ্চারণ সূত্রঃ পাওয়া যায় তা বিবৃত করো।
স্বাধীন সঞ্চারণ সূত্রঃ কোন জীবের দুই বা ততোধিক যুগ্ম বিপরীত ধর্মী বৈশিষ্ট্য গুলি থেকে অপত্য জনুতে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও শুধুমাত্র গ্রামের গঠনকালে এরা যে পরস্পর থেকে পৃথক হয় তাই নয় অফুরন্ত প্রত্যেকটি বৈশিষ্ট্য স্বাধীনভাবে যেকোনো বিপরীত বৈশিষ্ট্যের সঙ্গে সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে সঞ্চারিত হয়।
( সুত্রটি নেওয়া হয়েছে সাঁতরা প্রকাশনী বই থেকে ),
link for other Subjects
Model Activity Task Part 6 Bangla Class 10 | September 2021 । মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৬ বাংলা দশম শ্রেণি ২০২১
Model Activity Task Part 6 Mathematics Class 10 । মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৬ গণিত দশম শ্রেণি
আলোচ্য বিষয় তোমরা পেয়ে নিশ্চয়ই খুশি হয়েছো ও তোমাদের বন্ধুদের কে শেয়ার করে দাও যাতে তারাও তোমার মত প্রশ্ন উত্তর পেয়ে আনন্দে লিখতে পারে।