Model Activity Task Part 5 English Class 5 । মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৫ ইংরেজি পঞ্চম শ্রেণি

Model Activity Task Part 5 English Class 5 । মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৫ ইংরেজি পঞ্চম শ্রেণি
Model Activity Task Part 5 English Class 5 । মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৫ ইংরেজি পঞ্চম শ্রেণি 
আশা করি তোমরা সকলে ভালো ও সুস্থ আছো। তোমরা অবশ্য জ্ঞ্যাত, যে তোমাদের Model Activity Task 1 ও 2 আগে প্রশ্নের উত্তর লিখে জমা দিতে হয়েছে, তোমাদের নিজ নিজ বিদ্যালয়ে।  শিগ্রী Model Activity Task Part 3 সমাধান করে তোমরা জমা দিয়েছো, আর সঙ্গে সঙ্গে তোমাদের পড়াশোনাকে  ধারাবাহিক বজায় রাখতে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ আবার পূর্বের ন্যায় প্রত্যেক বিষয়ের Model Activity Task Part 5 দিয়েছেন. Model Activity Task Part 5 English Class 5 । মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৫ ইংরেজি পঞ্চম শ্রেণি -এই প্রশ্নপত্র উত্তর লিখে তোমাদের নিজ নিজ বিদ্যালয়ে পূর্বের মতো নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে।

মডেল অ্যাক্টিভিটি টাস্কের,  আমরা আগে দেখেছি সমস্ত প্রশ্নের উত্তর   তোমাদের প্রাইমারি স্কুল থেকে দেওয়া Text Book এবং বিভিন্ন সাহায্যকারী বই যেমন ছাত্রবন্ধু, পড়ার সাথী ইত্যাদি বইগুলিতে সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায় না, যার ফলে ছাত্র-ছাত্রীরা অসুবিধার মুখে পড়ছে এবং অভিভাবকরাও দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছে। তাই আমরা তোমাদের   ও অভিভাবকদের সাহায্যের জন্য বন্ধুর মতো বা Digital Teacher  হিসেবে তোমাদের কাছে দুই হাত বাড়িয়ে দিয়েছে

তোমরা তোমাদের সমস্ত বিষয়ের প্রশ্নের উত্তর পেয়ে যাবে আমাদের শিক্ষা বৃত্তি মূলক– Digital Porasona website. এছাড়া তোমাদের ভাই-বোন, বন্ধু-বান্ধব, দাদা-দিদি যারা নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশুনা করে তাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে আমাদের এখানে। 
তোমরা পাবে সমস্ত Text Book এর Word by Word Meaning বা অর্থ সমস্ত প্রশ্নের উত্তর, সমস্ত পাঠ্যপুস্তকের অধ্যায় ভিত্তিক আলোচনা ও প্রশ্নোত্তর সহজ-সরল ভাষায়। 
আমরা কেবল মাত্র Model Activity Task Part 5 English Class 5 । মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৫ ইংরেজি পঞ্চম শ্রেণি- উত্তর নিয়ে আলোচনা করেছি এই পর্বে। তবে তোমরা আর সময় অপচয় না করে, মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর সমস্ত প্রশ্নের উত্তর পরিষ্কার-পরিচ্ছন্ন ভাবে লিখে নাও। 

Model activity task  Part 5

English 

class 5

Read the the passage and answer the questions that follow:

There was quite a number of good teachers in our school. B. D Roy taught us English. He was a small man who took great care to ensure that we pronounced English correctly. One day he told us the story of the Ox and the frog from Aesop's fables. Before telling us the story he taught us how the pronunciation of the depends on wheather the the following word begins with a vowel or consonant. I foundly remember our head Pandit Bhattacharya sir, for his excellent handwriting
Activity 1
Tick the correct answers from the given alternatives:
i) Mr. B.D. Roy was the teacher of
Ans: b) English.
ii) The author learnt correct pronunciation from his
Ans: c) English teacher.
iii) ‘The Ox and the Frog’ is a tale from
Ans; d) Aesop’s Fables.
Activity 2
Fill in the blanks with present continuous tense of the verbs given in brackets:
a) The boy _____ (draw) a picture.
Ans: The boy is drawing a picture.
b) They ______ (play) in the field.
Ans: They are playing in the field.
c) Ranjan ____ (write) a letter.
Ans: Ranjan is writing a letter.
Activity 3
Identify the Subject and Predicate of the following sentences:
a) The Sun rises in the east.
Ans: Subject: The Sun.
Predicate: rises in the east.
b) My brother is singing a song.
Ans: Subject: My brother
Predicate: is singing a song.
c) It is not easy to get pure drinking water.
Ans: Subject: It
Predicate: is not easy to get pure drinking water.
Activity 4
Write five sentences on ‘My School’.
Ans: My school name is Ayas High School. The school is two-storied building. There is a huge playground in front of the school. The school teachers are very good and they teach us with care. We respect them very much. I am very proud of my school.
Model Activity Task Part 5 Bangla Class 5 | বাংলা 
Model Activity Task Part 5 Swasthya O Sharir Siksha Class 5 | স্বাস্থ্য ও শারীরশিক্ষা
Model Activity Task Part 5 English Class 5 । মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৫ ইংরেজি পঞ্চম শ্রেণি

তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের Digital Porasona website-এ দৃষ্টিগোচর করার জন্য। আলোচ্য প্রশ্নোত্তর পর্বে যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে, তাহলে তোমরা Comment  Box-এ গিয়ে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেনা। আশা করি তোমরা আমাদের উত্তরপত্র পেয়ে খুশি ও উপকৃত হয়েছো, তাই তোমরা তোমাদের বন্ধু ও সহপাঠীদের বড় দাদা, দিদিদের কেউ Share করে, তাদের Model Activity Task Part 5 English Class 5 । মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৫ ইংরেজি পঞ্চম শ্রেণি করার সুযোগ করে দাও। 

ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী Model Activity Task Part 6 এ প্রশ্নের উত্তর পর্ব নিয়ে হাজির হব তোমাদের সামনে প্রশ্নপত্র বিতরন করা মাত্রই।
Sajahan Seikh

Sajahan Seikh. From a young age he became very curious about the various animals of the environment and their life cycle. So he has been very interested in reading life science since he was young and he likes it very much, his favorite subject is life science. He is currently an experienced biology teacher.

Post a Comment (0)
Previous Post Next Post