 |
Model Activity Task Part 5 Mathematics Class 5 । মডেল অ্যাক্টিভিটি টাস্ক গণিত পঞ্চম শ্রেণি |
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
গণিত
পঞ্চম শ্রেণি
আদোরের ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো ও সুস্থ আছো। তোমরা অবশ্য জানো যে, তোমাদের পড়াশোনাকে ধারাবাহিক রাখতে West Bengal Primary Board of Secondary Education আবার পূর্বের ন্যায় প্রত্যেক বিষয়ের Model Activity Task Part 5 সকল বিষয়ের প্রশ্নপত্র তোমাদের দিয়েছেন। এই প্রশ্নপত্র উত্তর লিখে তোমাদের নিজ নিজ বিদ্যালয়ে পূর্বের মতো নির্ধারিত সময়ের মধ্যে জমা করতে হবে।
তোমরা আমাদের Website Digital Porasona পাবে সমস্ত All English Text Book এর Word by Word Meaning বা অর্থ সমস্ত প্রশ্নের উত্তর, সমস্ত পাঠ্যপুস্তকের অধ্যায় ভিত্তিক আলোচনা ও প্রশ্নোত্তর সহজ-সরল ভাষায়।
Model Activity Task Part 5 Mathematics Class 5 । মডেল অ্যাক্টিভিটি টাস্ক গণিত পঞ্চম শ্রেণি-র সমস্ত প্রশ্নের উত্তর হাজির হলাম তোমাদের সম্মুক্ষে। তোমরা আর সময় অপচয় না করে, এবার তোমরা তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক গণিত পঞ্চম শ্রেণি প্রশ্নপত্রের সমস্ত উত্তর গুলো ঝটপট লিখে নাও।
নিচের প্রশ্নগুলির উত্তর লেখ:
বহুমুখী উত্তর ধর্মী প্রশ্ন (MCQs)
(ক)২/৩-এর একটি সমতুল্য ভগ্নাংশ হলো
(a)২x৩/৩x২
(b)২x৩/৩x২
(c) ২/৩ X২
(d) ২x৫/৩x৫
উত্তর-(d) ২x৫/৩x৫
(খ) ১/৪, ৩/৩২ -কে একেই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করলে পাওয়া যাবে
(a)৩/১২, ৩/৩২
(b)৩/৮, ৩/৩২
(c) ৮/৩২, ৩/৩২
(d) ৪/৩২, ৩/৩২
উত্তর-(c) ৮/৩২, ৩/৩২
(গ)১/৫ + ২/৫ =
(a)৩/১০
(b)১৩/১০
(c)১৩/৫
(d)৩/৫
উত্তর-(d)৩/৫
(ঘ)৬-৫/৩ -একটি
(a)প্রকৃত ভগ্নাংশ
(b)অপ্রকৃত ভগ্নাংশ
(c)মিশ্র ভগ্নাংশ
(d) দশমিক ভগ্নাংশ
উত্তর-(c)মিশ্র ভগ্নাংশ
২. সত্য/মিথ্যা লেখো(T/F)
(ক)৩ ও ২ পরস্পর মৌলিক সংখ্যা।
উত্তর-সত্য
(খ)০.৫ <০.০৫
উত্তর-মিথ্যা
(গ) ↕️↔️ সরলরেখা দুটি পরস্পর ছেদী সরলরেখা
উত্তর-মিথ্যা
(ঘ) আয়তাকার ক্ষেত্রের পরিসীমা= দৈর্ঘ্য + প্রস্থ।
উত্তর-মিথ্যা
৩. ফাঁকা স্থান পূরণ করো:
(ক) |
Model Activity Task Part 5 Mathematics Class 5 |
(খ)১৮/১৮ – ১৫/১৮ =
উত্তর- ১৮/১৮ – ১৫/১৮ = (১৮-১৫)/১৮
=৩/১৮
=১/৬
(গ) |
মডেল অ্যাক্টিভিটি টাস্ক গণিত পঞ্চম শ্রেণি |
(ঘ)তোমার কাছে ৪.৫০ টাকা জমা ছিল। আমি ১৫.৫০টাকা দিলাম। তোমার কাছে মোট কত টাকা হল?..............উত্তর-আমার কাছে মোট ( ৪.৫০ + ১৫.৫০) =২০টাকা হলো।৪.(ক)বর্গাকার মাঠের দৈর্ঘ্য ৪০ মিটার। প্রতি বর্গমিটার ৬ টাকা হিসাবে, তাতে ঘাস লাগাতে কত খরচ হবে? উত্তর: আমরা জানি, বর্গাকার মাঠের চারটি বাহুর দৈর্ঘ্য সমান হয় অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ আবার প্রস্থ সমান দৈর্ঘ্য হয়।
বর্গাকার মাঠের ক্ষেত্রফল = (বাহু × বাহু) বর্গ একক, অর্থাৎ
ক্ষেত্রফল( দৈর্ঘ্য × প্রস্থ) বর্গ একক অতএব বর্গাকার মাঠের ক্ষেত্রফল = (৪০×৪০) বর্গমিটার
= ১৬০০ বর্গমিটার
১বর্গ মিটারে খরচ হয় ৬ টাকা অতএব, ১৬০০ বর্গমিটারে ঘাস লাগাতে খরচ হবে= (১৬০০×৬) টাকা
= ৯৬০০টাকা।
(খ)  |
Model Activity Task Part 5 Mathematics Class 5 |
উত্তর: আমরা দেখতে পাচ্ছি মাঠটি ঠিক চতুর্ভুজ নয় আবার ত্রিভুজ নয়, এটিকে বহুভুজ আকার বর্গাকৃতি ও আয়তাকৃতির বলা চলে।
তবে এটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে, ঘষা অংশটি একটি আয়তাকার রূপ ধারণ করেছে। তাই আয়তক্ষেত্র বা ঘষা অংশটির দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার এবং প্রস্থ হচ্ছে 4 মিটার।
অতএব, ঘষা অংশটির পরিসীমা সমান আয়তক্ষেত্রের পরিসীমা।
অর্থাৎ
ঘষা অংশটির পরিসীমা =২ ( দৈর্ঘ্য + প্রস্থ ) মিটার
= ২(৬ + ৪) মিটার
= ২×১০ মিটার
= ২০মিটার।
(গ)সরল করো: |
মডেল অ্যাক্টিভিটি টাস্ক গণিত পঞ্চম শ্রেণি
|
আমরা তোমাদের সুবিধার জন্য তোমাদের বাকি বিষয়গুলির লিংক নিচে দিয়ে দিলাম- Model Activity Task Part 5 Bangla Class 5 | বাংলা
Model Activity Task Part 5 Swasthya O Sharir Siksha Class 5 | স্বাস্থ্য ও শারীরশিক্ষা
Model Activity Task Part 5 Mathematics Class 5 । মডেল অ্যাক্টিভিটি টাস্ক গণিত পঞ্চম শ্রেণি
Model Activity Task Part 5 English Class 5 । মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৫ ইংরেজি পঞ্চম শ্রেণি
তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের Digital Porasna website-এ দৃষ্টি নিক্ষেপ করার জন্য। আলোচ্য প্রশ্নোত্তর পর্বে যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে, তাহলে তোমরা Comment Box-এ গিয়ে Comment করে আমাদের জানিয়ে দিতে পারো। আশা করি তোমরা আমাদের উত্তরপত্র পেয়ে খুশি হয়েছো ও উপকৃত হয়েছে, তাই তোমরা তোমাদের বন্ধু ও সহপাঠীদের এছাড়া ছোট ভাই, বোন, বড় দাদা, দিদিদের কেউ Share করে, তাদের Model Activity Task Part 5 Mathematics Class 5 । মডেল অ্যাক্টিভিটি টাস্ক গণিত পঞ্চম শ্রেণি এর সমস্ত প্রশ্নের সমাধান করার সুযোগ করে দাও।
ভালো থেকো, সুস্থ থেকো আবার দেখা হবে পরবর্তী Model Activity Task Part 6 এ প্রশ্নের উত্তর পর্ব নিয়ে হাজির হবো তোমাদের সামনে তখন।