![]() |
Model Activity Task Part 5 Poribesh O Bigyan Class 7 । মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৫ পরিবেশ ও বিজ্ঞান সপ্তম শ্রেণি |
আশা করি তোমরা সকলে ভালো ও সুস্থ আছো। তোমরা অবশ্য জানোযে, যে তোমাদের Model Activity Task 1 ও 2 আগে প্রশ্নের উত্তর লিখে জমা দিতে হয়েছে, তোমাদের নিজ নিজ বিদ্যালয়ে। শিঘ্রই Model Activity Task Part4 সমাধান করে তোমরা জমা দিয়েছো, আর সঙ্গে সঙ্গে তোমাদের পড়াশোনাকে ধারাবাহিক বজায় রাখতে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ আবার পূর্বের ন্যায় প্রত্যেক বিষয়ের Model Activity Task Part 5 দিয়েছেন. Model Activity Task Part 5 Poribesh O Bigyan Class 7 । মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৫ পরিবেশ ও বিজ্ঞান সপ্তম শ্রেণি -এই প্রশ্নপত্র উত্তর লিখে তোমাদের নিজ নিজ বিদ্যালয়ে পূর্বের মতো নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে।
মডেল অ্যাক্টিভিটি টাস্কের, আমরা আগে দেখেছি সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের প্রাইমারি স্কুল থেকে দেওয়া Text Book এবং বিভিন্ন সাহায্যকারী বই যেমন ছাত্রবন্ধু, পড়ার সাথী ইত্যাদি বইগুলিতে সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায় না, যার ফলে ছাত্র-ছাত্রীরা অসুবিধার মুখে পড়ছে এবং অভিভাবকরাও দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছে। তাই আমরা তোমাদের ও অভিভাবকদের সাহায্যের জন্য বন্ধুর মতো বা Digital Teacher হিসেবে তোমাদের কাছে দুই হাত বাড়িয়ে দিয়েছে।
তোমরা তোমাদের সমস্ত বিষয়ের প্রশ্নের উত্তর পেয়ে যাবে আমাদের শিক্ষা বৃত্তি মূলক– Digital Porasona website. এছাড়া তোমাদের ভাই-বোন, বন্ধু-বান্ধব, দাদা-দিদি যারা নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশুনা করে তাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে আমাদের এখানে।
তোমরা পাবে সমস্ত Text Book এর Word by Word Meaning বা অর্থ সমস্ত প্রশ্নের উত্তর, সমস্ত পাঠ্যপুস্তকের অধ্যায় ভিত্তিক আলোচনা ও প্রশ্নোত্তর সহজ-সরল ভাষায়।
আমরা কেবল মাত্র Model Activity Task Part 5 Poribesh O Bigyan Class 7 । মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৫ পরিবেশ ও বিজ্ঞান সপ্তম শ্রেণি উত্তর নিয়ে আলোচনা করেছি এই পর্বে। তবে তোমরা আর সময় অপচয় না করে, মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর সমস্ত প্রশ্নের উত্তর পরিষ্কার-পরিচ্ছন্ন ভাবে লিখে নাও।
Model Activity Task Part 5 Poribesh O Bigyan Class 7 । মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৫ পরিবেশ ও বিজ্ঞান সপ্তম শ্রেণি
Class 7 Model Activity Task Part 5 Poribesh O Bigyan
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
পরিবেশ ও বিজ্ঞান
সপ্তম শ্রেণি
১. ঠিক উত্তর নির্বাচন করো:
১.১ অপ্রভ বস্তুটি হলো-
(ক) মোমবাতির শিখা
(খ) সূর্য
(গ) চাঁদ
(ঘ) জোনাকি
উত্তর- (গ) চাঁদ
১.২ যেটি জীবাশ্ম জ্বালানি নয় সেটি হলো-
(ক) কয়লা
(খ) পেট্রোল
(গ) ডিজেল
(ঘ) গোবর গ্যাস।
উত্তর- (ঘ) গোবর গ্যাস।
১.৩ উদ্ভিদের মূলের ডগায় টুপির মত অংশের ঠিক উপরের ডগা জায়গা যেখানে কোনো রোয়া থাকে না সেটি হলো-
(ক) মূলত্র অঞ্চল
(খ) বর্ধনশীল অঞ্চল
(গ) স্থানীয় অঞ্চল
(ঘ) মূলরোম অঞ্চল
উত্তর- (খ) বর্ধনশীল অঞ্চল
২. শূন্যস্থান পূরণ করো:
২.১ ইস্ত্রিতে তড়িৎ প্রবাহের ____ ফলাফলের প্রয়োগ করা হয়।
উত্তর-তাপীয়।
২.২ আমের আটি ____ঢেকে রাখে।
উত্তর- বীজকে।
২.৩ এঁচোড় হলো __ ফলের একটি উদাহরণ।
উত্তর- যোগিক।
৩. একটি বাক্যে উত্তর দাও:
৩.১ পৃথিবী যে নিজে একটা চুম্বক তার পক্ষে কি প্রমাণ আছে?
উত্তর- পৃথিবী যে নিজে একটা চুম্বক তার প্রমান বহু বছর আগে ভৌগোলিক বিদরা দেখিয়েছেন। তার প্রমাণও দিয়েছেন, বহু ভৌগোলিক বিদরা আমাদের, যেমন একটা লোহার দন্ড কে বহুদিন ধরে বাইরে উত্তর দক্ষিণ দিক বরাবর ঝুলিয়ে রাখলে দেখা যায়, ঐ লোহার দন্অইটির মধ্যে স্বল্প পরিমাণ চুম্বকত্ব, উত্তর প্রান্তে উত্তর মের্রিমা প্রান্তে দক্ষিণ মেরু সৃষ্টি হয়েছে।
এছাড়াও কোন বস্তুকে আকাশের দিকে ছুড়ে দিলে সেটি দ্রুত নিচের দিকে অর্থাৎ ভূপৃষ্ঠের পতিত হয় মনে হয় যেন চুম্বক তাকে নিজের দিকে টেনে নিয়ে আসছে এ থেকে বোঝা যায় পৃথিবী একটা নিজেই চুম্বক।
৩.২ কি কি উপায়ে উদ্ভিদের স্বপরাগযোগ যোগ ঘটতে পারে?
উত্তর- উদ্ভিদের স্বপরাগযোগ বিভিন্ন উপায়ে(বায়ু প্রজাপতি মৌমাছি বোলতা) ঘটে থাকে, যেমন একটি গাছের বিভিন্ন ফুলের পরাগ সংযোগ বিভিন্ন বাহকের মাধ্যমে পরাগরেণুর সংযোগ ঘটে,তখন তাকে অটোগামী বলা হয়।
একটি ফুলের মধ্যে যখন নিজের নিজের পরাগ যোগ ঘটিয়ে নিতে পারে তখন তাকে অটোগামী বলা হয়।
একটি গাছের ফুলের পরাগরেণু বিভিন্ন বাহকের মাধ্যমে অন্য গাছের ফুলের মধ্যে পরাগরেণু প্রবেশ করলে ফুলের পরাগ সংযোগ ঘটে, তখন তাকে গেইটোগ্যামি বলা হয়।
৪.১ একটি চিহ্নিত চিত্রের সাহায্যে গণমাধ্যম থেকে লোগো মাধ্যমে প্রসারণ এর ক্ষেত্রে আলোকরশ্মির গতিপথ কেমন হবে তা দেখাও।
উত্তর-
![]() |
Model Activity Task Part 5 Poribesh O Bigyan Class 7 । মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৫ পরিবেশ ও বিজ্ঞান সপ্তম শ্রেণি |
উত্তর- বিভিন্ন প্রাণীর তাদের শত্রুদের আভাস পেয়ে সেখান থেকে চলে যায় ও নিজেকে সুরক্ষা করার জন্য সুরক্ষিত জায়গায় উপস্থিত হয়।
বিভিন্ন প্রাণী প্রাণীর দেহে বিভিন্ন ধরনের উদ্বায়ু উদ্বায়ী যৌগের অনু থেকে থাকে যা বাতাসের মধ্যে ছড়িয়ে পড়ে সাপের জিভের সেইসব যৌগের অনু রা আটকে যায় বা ধরা পড়ে তারপর সাপের ওই অণুগুলো জিপের মাধ্যমে মুখের ভিতরে প্রবেশ করে ও ও তালুতে অবস্থিত 'জেকবসনস অরগ্যান (Jacobson's Organ)' -এর মাধ্যমে ওই অনুগুলির গন্ধে সাপের মস্তিষ্ক মস্তিষ্কে উদ্দীপনা সৃষ্টি করে এবং সাপ তার চারপাশের পরিবেশ সমন্ধে সচেতন হয়ে যায়।
আমরা তোমাদের সুবিধার জন্য তোমাদের বাকি বিষয়গুলির লিংক নিচে দিয়ে দিলাম-
Model Activity Task Part 5 History Class 7 । মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৫ ইতিহাস সপ্তম শ্রেণি
তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের Digital Porasona website-এ দৃষ্টিগোচর করার জন্য। আলোচ্য প্রশ্নোত্তর পর্বে যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে, তাহলে তোমরা Comment Box-এ গিয়ে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেনা। আশা করি তোমরা আমাদের উত্তরপত্র পেয়ে খুশি ও উপকৃত হয়েছো, তাই তোমরা তোমাদের বন্ধু ও সহপাঠীদের বড় দাদা, দিদিদের কেউ Share করে, তাদের Model Activity Task Part 5 Poribesh O Bigyan Class 7 । মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৫ পরিবেশ ও বিজ্ঞান সপ্তম শ্রেণি করার সুযোগ করে দাও।