New Model Activity Task Class 10 History Part 5

New Model Activity Task Class 10 History Part 5
New Model Activity Task Class 10 History Part 5

স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো ও সুস্থ আছো। তোমরা অবশ্য জ্ঞ্যাত, যে তোমাদের শিঘ্রই Model Activity Task Part 4 সমাধান করে তোমরা জমা দিয়েছো বিদ্যালয়ে, আর সঙ্গে সঙ্গে  তোমাদের পড়াশোনাকে  ধারাবাহিক বজায় রাখতে West Bengal Primary Board of Education আবার পূর্বের ন্যায় প্রত্যেক বিষয়ের Model Activity Task Part 5 সকল বিষয়ের প্রশ্নপত্র তোমাদের দিয়েছেন । এই প্রশ্নপত্র উত্তর লিখে তোমাদের নিজ নিজ বিদ্যালয়ে পূর্বের মতো নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে।   

মডেল অ্যাক্টিভিটি টাস্কের,পাঠ্যবইয়ে সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায় না, যার ফলে ছাত্র-ছাত্রীরা অসুবিধার মুখে পড়ছে এবং অভিভাবকরাও দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছে। তাই আমরা তোমাদের সাহায্যের জন্য বন্ধুর মতো তোমাদের কাছে দুই হাত বাড়িয়ে দিয়েছে।তোমরা তোমাদের সমস্ত বিষয়ের প্রশ্নের উত্তর পেয়ে যাবে আমাদের Digital Porasona online portal. এছাড়া তোমাদের নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে আমাদের এখানে।  

তোমরা পাবে সমস্ত Text Book এর Word by Word Meaning বা অর্থ সমস্ত প্রশ্নের উত্তর, সমস্ত পাঠ্যপুস্তকের অধ্যায় ভিত্তিক আলোচনা ও প্রশ্নোত্তর সহজ-সরল ভাষায়। 

আমরা এই পোস্টে কেবলমাত্র New Model Activity Task History Class 10 Part 5 প্রশ্নের  উত্তর নিয়ে আলোচনা করেছি এই পর্বে।      

তবে তোমরা আর সময় অপচয় না করে, মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর সমস্ত প্রশ্নের উত্তর পরিষ্কার-পরিচ্ছন্ন ভাবে লিখে নাও। 

New Model Activity Task Class 10 History Part 5 Fully Solved

New Model Activity Task Class 10 History Part 5

Model Activity Task

Subject- History

Class- 10

Part- 5

১) 'ক' স্তম্ভের সাথে 'খ' স্তম্ভ মেলাও:

New Model Activity Task Class 10 History Part 5

২) সত্য বা মিথ্যা নির্ণয় করো:

২.১. ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহের অভিঘাতে ভারতে ব্রিটিশ শাসনের সমাপ্তি ঘটেছিল। 

উত্তর – মিথ্যা। 

২.২. ভারত সভা গড়ে উঠেছিল দেশের জনগণকে বৃহত্তর রাজনৈতিক কর্মকাণ্ডে একজোট করার জন্য। 

উত্তর – সত্য। 

২.৩. ভারতে ছাপা প্রথম বাংলা বই ‘ এ গ্রামার অফ দা বেঙ্গল ল্যাংগুয়েজ। ‘

উত্তর – সত্য।  

২.৪. ১৮০০ খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ ও শ্রীরামপুর ব্যাপ্টিস্ট মিশন প্রতিষ্ঠিত হয়। 

উত্তর – মিথ্যা।  

৩. দুটি বা তিনটি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও 

৩.১. মহেন্দ্রলাল সরকার কেন স্মরণীয় ?

উত্তর মহেন্দ্রলাল সরকার আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে আছেন কারণ – তিনি ‘ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সাইন্স ‘ নামে এক প্রতিষ্ঠান নির্মাণ করেন। তাছাড়া তিনি ছিলেন বিশ্বের একজন সেরা হোমিওপ্যাথি চিকিৎসক। 

৩.২. শিক্ষা বিস্তারে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের ভূমিকা উল্লেখ করো। 

উত্তরশিক্ষা বিস্তারে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের ভূমিকা ছিল খুবই তাৎপর্যপূর্ণ, কারণ মিশনারীরা শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে ১৮১৮ খ্রিঃ মধ্যে বাংলাদেশে ৬৭০৩ জন ছাত্র-ছাত্রী নিয়ে ১০৩ টি প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলেন।  এমনকি নারীশিক্ষার জন্য বিদ্যালয়, উচ্চশিক্ষার জন্য শ্রীরামপুরে এশিয়ার প্রথম ডিগ্রি কলেজ ইত্যাদি এই মিশন এর উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। 

৪) সাত বা আটটি বাক্যে উত্তর দাও: 

রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাচিন্তায় কোন দিকটি শান্তিনিকেতন প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি ফুটে উঠেছিল?

উত্তরপ্রকৃতি ও মানুষের জীবন ওতপ্রোতভাবে জড়িত একথা –  রবীন্দ্রনাথ আত্ম- উপলব্ধি করেছিলেন। তাই তার চিন্তাধারার মধ্যে প্রকৃতি ও পরিবেশের দিকটি শান্তিনিকেতন প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি পরিস্ফুট হয়েছিল। 

i)  পরিবেশের প্রতি সচেতনতা – শান্তিনিকেতনের  শিক্ষানীতি তিনি গড়ে তুলেছেন প্রাকৃতিক সৌন্দর্যের মাঝেই । 

ii)  নাগরিক যান্ত্রিকতার বিরোধিতা – রবীন্দ্রনাথ আধুনিক যন্ত্র জীবনকে প্রকৃতি ও পরিবেশের  শত্রু বলে মনে করতেন। এজন্য তার শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে কলকাতা থেকে দূরে শান্তিনিকেতনে। 

iii) বৃক্ষরোপণ প্রতি দায়বদ্ধতা – রবীন্দ্রনাথ তার শিক্ষানীতিতে অরণ্যকে রক্ষা হেতু  বৃক্ষ রোপনের প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনিই প্রথম শান্তিনিকেতনে বৃক্ষরোপণ উৎসবের সূচনা করেন। 

iv) গ্রাম্য জীবনের প্রতি টান – রবীন্দ্রনাথ ইঁট, পাথর ও সিমেন্টের শহর - নগর এর চেয়ে সবুজ শ্যামল আবৃত গ্রাম বাংলাকে শিক্ষার উপযুক্ত সহায়ক স্থান বলে মনে করতেন । তাই তিনি শান্তিনিকেতনে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন।

তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের Digital Porasona online portal-এ দৃষ্টি নিক্ষেপ করার জন্য। আলোচ্য প্রশ্নোত্তর পর্বে যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে, তাহলে তোমরা Comment  Box-এ গিয়ে কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারো। আশা করি তোমরা আমাদের উত্তরপত্র পেয়ে খুশি হয়েছো ও উপকৃত হয়েছে, তাই তোমরা তোমাদের বন্ধু ও সহপাঠীদের এছাড়া ছোট ভাই, বোন, বড় দাদা, দিদিদের কেউ Share করে, তাদের Model Activity Task Part 5 এর সমস্ত প্রশ্নের সমাধান করার সুযোগ করে দাও। 

ভালো থেকো, সুস্থ থেকো আবার দেখা হবে পরবর্তী Model Activity Task Part 6 এ প্রশ্নের উত্তর পর্ব নিয়ে হাজির হবো তোমাদের সামনে তখন।

Mehemud Ali

Mehemud Ali, an expert faculty of Bengali Grammar and Geography, love to teach.

Post a Comment (0)
Previous Post Next Post