![]() |
New Model Activity Task Class 10 English Part 5 |
স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো ও সুস্থ আছো। তোমরা অবশ্য জ্ঞ্যাত, যে তোমাদের শিঘ্রই Model Activity Task Part 4 সমাধান করে তোমরা জমা দিয়েছো বিদ্যালয়ে, আর সঙ্গে সঙ্গে তোমাদের পড়াশোনাকে ধারাবাহিক বজায় রাখতে West Bengal Primary Board of Education আবার পূর্বের ন্যায় প্রত্যেক বিষয়ের Model Activity Task Part 5 সকল বিষয়ের প্রশ্নপত্র তোমাদের দিয়েছেন। এই প্রশ্নপত্র উত্তর লিখে তোমাদের নিজ নিজ বিদ্যালয়ে পূর্বের মতো নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে।
মডেল অ্যাক্টিভিটি টাস্কের,পাঠ্যবইয়ে সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায় না, যার ফলে ছাত্র-ছাত্রীরা অসুবিধার মুখে পড়ছে এবং অভিভাবকরাও দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছে। তাই আমরা তোমাদের সাহায্যের জন্য বন্ধুর মতো তোমাদের কাছে দুই হাত বাড়িয়ে দিয়েছে।তোমরা তোমাদের সমস্ত বিষয়ের প্রশ্নের উত্তর পেয়ে যাবে আমাদের Digital Porasona online portal. এছাড়া তোমাদের নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে আমাদের এখানে।
তোমরা পাবে সমস্ত Text Book এর Word by Word Meaning বা অর্থ সমস্ত প্রশ্নের উত্তর, সমস্ত পাঠ্যপুস্তকের অধ্যায় ভিত্তিক আলোচনা ও প্রশ্নোত্তর সহজ-সরল ভাষায়।
আমরা এই পোস্টে কেবলমাত্র New Model Activity Task English Class 10 Part 5 প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছি এই পর্বে।
তবে তোমরা আর সময় অপচয় না করে, মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর সমস্ত প্রশ্নের উত্তর পরিষ্কার-পরিচ্ছন্ন ভাবে লিখে নাও।
New Model Activity Task Class 10 English Part 5 Fully Solved
New Model Activity Task Class 10 English Part 5
Model Activity Task
Class 10
Subject- English
Part- 5
Read the text given below and answer the questions that follow:
Once I crept in an oakwood – I was looking for a stag,
I met an old woman there – all knobbly stick and rag.
She said: 'I have your secret here inside my little bag.'
Then she began to cackle and I began to quake.
She opened up her little bag and I came twice awake –
Surrounded by a staring tribe and me tied to a stake.
They said: “We are the oak-trees and your own true family.
We are chopped down, we are torn up, you do not blink an eye.
Unless you make a promise now – now you are going to die.'
Activity 1
Write the correct alternative to complete the following sentences:
i) The old woman was all knobbly stick and _____ .
a) gold
b) rag
c) silver
d) diamond
Answer: b) rag.
ii) The old woman opened a little _____ .
a) purse
b) palm
c) bag
d) door
Answer: c) bag.
iii) The bag contained the poet's _____.
a) money
b) secret
c) clothes
d) pen
Answer: b) secret.
Activity 2
Fill in the blanks by choosing the correct alternative given in brackets:
A kite-flying festival was __________ (organise /being organised/organised) on last Sunday to__________ (promote/promoted/promoting) the use of cotton strings which __________ (is/were/are) considered for birds.
Answer: organised, promote, are
A kite-flying festival was organised on last Sunday to promote the use of cotton strings which are considered for birds.
Activity 3
Describe in about 100 words the process of making a statue.
Use the following points:
Plaster-of-paris mixed with warm water - cast of statue made with wood – mixture poured in cast – left for the mixture to harden - cast carefully removed – statue is taken out
The Process Of Making A Statue
At first, warm water is taken in a container. Then plaster of paris is poured into warm water and the mixture is prepared. The mixture should not be made very dense. After this, a cast of statue is made with wood. The cast made with wood is a crafty work of art. Then the mixture in the container is poured in the cast carefully and the cast is left in a suitable humid atmosphere in a room to harden it. When the cast is finally found hard, the cast is carefully removed using proper tools. Then the statue is taken out and it is coloured. In this way, a statue is made ready to display.
তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের Digital Porasona online portal-এ দৃষ্টি নিক্ষেপ করার জন্য। আলোচ্য প্রশ্নোত্তর পর্বে যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে, তাহলে তোমরা Comment Box-এ গিয়ে কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারো। আশা করি তোমরা আমাদের উত্তরপত্র পেয়ে খুশি হয়েছো ও উপকৃত হয়েছে, তাই তোমরা তোমাদের বন্ধু ও সহপাঠীদের এছাড়া ছোট ভাই, বোন, বড় দাদা, দিদিদের কেউ Share করে, তাদের Model Activity Task Part 5 এর সমস্ত প্রশ্নের সমাধান করার সুযোগ করে দাও।
ভালো থেকো, সুস্থ থেকো আবার দেখা হবে পরবর্তী Model Activity Task Part 6 এ প্রশ্নের উত্তর পর্ব নিয়ে হাজির হবো তোমাদের সামনে তখন।
ধন্যবাদ।
That is too good
ReplyDelete