![]() |
হরমোন |
Hormone part 1 | হরমোন পর্ব-১
Description of Hormone part 1
Primary Concept of Hormone
১. হরমোন (What is Hormone) কী ?
উত্তর- হরমোন কথাটির অর্থ হল জাগ্রত করা বা উত্তেজিত করা।
২. হরমোন কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন ?
উত্তর- ইংল্যান্ড বিজ্ঞানী Bayliss এবং Starling স্টারলিং, নামক ইংল্যান্ড বিজ্ঞানী হরমোন কথাটি সর্বপ্রথম 1905 খ্রিস্টাব্দে ব্যবহার করেন।
৩. হরমোন কাকে বলে ? অথবা হরমোন এর সংজ্ঞা (Definition of Hormone) দাও।
উত্তর- জীব দেহের বিশেষ প্রকৃতির গ্রন্থি বা কতগুলো কোষ থেকে, এক বিশেষ ধরনের জৈব রাসায়নিক পদার্থ নিঃসৃত হয়ে সারা দেহে বা ক্ষরিত হয়ে সারা শরীরে রাসায়নিক সমন্বয়ক রূপে কাজ করে ,জীবদেহের প্রোটিন ধর্মীয় এই রাসায়নিক সমন্বয়কে হরমোন বলে।
যেমন-ইনসুলিন, গ্রোথ হরমোন।
আবার, Starling বা স্টারলিং- এর মত অনুসারে হরমোন হল-" অন্তঃক্ষরা গ্রন্থির জৈব অনুঘটকের ন্যায় কার্য সম্পন্ন কারি প্রোটিনজাতীয় অন্তঃ ক্ষরাণই হল হরমোন বা উদ্বোধক"।
হরমোন- যে জৈব রাসায়নিক পদার্থ জীবদেহের বিশেষ ধরনের নির্দিষ্ট কতগুলো কোষে উৎপত্তি লাভ করে বিশেষ উপায়ে বাহিত হয়ে নির্দিষ্ট কোন স্থানে বা অঞ্চলের বা শারীরিক অঙ্গের কোষগুলোকে নিয়ন্ত্রণ করে এবং ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয় তাকে হরমোন বলে।
৪. হরমোনের উপাদানগুলি কী কী(What are the components of hormones)?
উত্তর- হরমোন বিশেষ ধরনের উপাদান দিয়ে গঠিত হয়, সেগুলির
মধ্যে হরমোনের প্রধান প্রধান উপাদান গুলি হল -A)অ্যামাইনো অ্যাসিড, B)স্টেরয়েড এবং C)প্রোটিন ইত্যাদির সমন্বয়ে গঠিত
হয়।
৫. হরমোনের উৎস(Hormone source) কোথায় ? বা হরমোন জীব অঙ্গের কথায় হরমোন উৎপ্ততি হয় ?
উত্তর- হরমোন
বিভিন্ন দেহঙ্গের গ্রন্থি থেকে উৎপত্তি লাভ করে এবং শরীরের বিভিন্ন নালিকা রক্তজালকের
মাধ্যমে কার্য সম্পন্ন করে।
প্রাণী হরমোন-এর
প্রধান উৎস স্থল হলো অন্তঃক্ষরা গ্রন্থি কোষ।প্রাণীদের
হরমোন অন্তঃক্ষরা গ্রন্থি কোষ থেকে হরমোন ক্ষরিত হয়। প্রাণীদের দেহের অনাল গ্রন্থি
বা অন্তঃক্ষরা গ্রন্থি হরমোনের প্রধান উৎস-স্থল
বলে বিবেচিত।
৬. গ্রন্থি কী(What is a gland) বা কাকে বলে ?
উত্তর- যখন কতগুলো নির্দিষ্ট কোষ সমষ্টি বা কলা কোন রস ক্ষরণ করে যে অঙ্গে থেকে তখন তাদের গ্রন্থি বা গ্ল্যান্ডের বলে।
উদাহরণ স্বরূপ বলা যায়-a) অগ্নাশয়, b)ডিম্বাশয়, c)শুক্রাশয় এবং d) থাইরয়েড গ্রন্থি
ইত্যাদি। এছাড়াও লালা গ্রন্থি।
৭. গ্রন্থি কয় প্রকার ও কী কী(How many types of glands and what are they)?
উত্তর- গ্রন্থির প্রকারভেদ -গ্রন্থি হল তিন প্রকার যথা-
a) অন্তঃক্ষরা গ্রন্থি
b) বহিক্ষরা গ্রন্থি
c) মিশ্র গ্রন্থি।
৮. A. অন্তঃক্ষরা গ্রন্থি(Endocrine glands) কাকে বলে ?
উত্তর- যে গ্রন্থি থেকে ক্ষরিত রস নিঃসৃত হয় এবং গ্রন্থের
মধ্যেই কর্ম সম্পন্ন করে তাকে অন্তঃক্ষরা গ্রন্থি বলে। অথবা, গ্রন্থির ক্ষরিত রস যদি
গ্রন্থির বাইরে না এসে বা নালী না থাকায়, অভ্যান্তরে উৎপন্ন হওয়া পর সরাসরি রক্তবাহে
প্রবেশ করে তখন সেই প্রকার গ্রন্থিকে অন্তঃক্ষরা গ্রন্থি বলে।
যেমন –a)পিটুইটারি গ্রন্থি, b)
থাইরয়েড গ্রন্থি ইত্যাদি.
অন্তঃক্ষরা গ্রন্থি কে আবার অনাল গ্রন্থি নামেও পরিচিত চেনা
যায় । অথবা ,
অন্তঃক্ষরা গ্রন্থি অনাল গ্রন্থি নামে পরিচিত বা অন্তঃক্ষরা গ্রন্থির অপর নাম অনাল গ্রন্থি।
৮.B. অন্তঃক্ষরা গ্রন্থির বৈশিষ্ট্য(Characteristics of endocrine glands) কী কী ?
উ-অন্তঃক্ষরা গ্রন্থির বৈশিষ্ট্য গুলি হল-
ক) এই গ্রন্থির ক্ষরণ অভ্যন্তরীণ হয়।
খ) কোন নালিকা থাকেনা।
গ) ইহা ব্যাপন ক্রিয়ায় রক্তে মিশে যায়।
ঘ) এই প্রকার গ্রন্থির
ক্ষরিত পদার্থ কে উত্তেজক বা হরমোন বলে।
ঙ) অন্তঃক্ষরা গ্রন্থি
গুলির হলো পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি এবং অ্যাড্রিনাল গ্রন্থি।
চ) অন্তঃক্ষরা গ্রন্থি
থেকে বিভিন্ন ধরনের জৈব রাসায়নিক পদার্থ নিঃসৃত হয়।
এবং ছ) অন্তঃক্ষরা গ্রন্থি রক্তজালক
এর মধ্যে সীমাবদ্ধ থাকে।
Note- ইহা এন্ডোক্রিন তন্ত্র নামে পরিচিত।
৯. A. বহিঃ ক্ষরা গ্রন্থি(Exocrine glands) কাকে বলে?
উত্তর-যে জৈব রাসায়নিক পদার্থ জীবদেহের বিশেষ ধরনের নির্দিষ্ট কোন গ্রন্থি থেকে উৎপত্তি লাভ করে
এবং গ্রন্থির ক্ষরণ নালীর মাধ্যমে দেহের বাইরে বেরিয়ে আসে বা
দেহের বাইরে নির্গত হয় তখন তাকে বহিঃক্ষরা গ্রন্থি বলে।
যেমন- লালাগ্রন্থি, ঘর্মগ্রন্থি ইত্যাদি।
৯.B.
বহিঃ ক্ষরা গ্রন্থির বৈশিষ্ট্য(Characteristics of Exocrine / extracellular glands) গুলো কী কী ?
উ- বহিঃ ক্ষরা গ্রন্থির অনেকগুলি বৈশিষ্ট্য
লক্ষ্য করা যায়, তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য গুলি নিম্নরূপ- ক) এটি একটি
নির্দিষ্ট জীব কোষে উৎপন্ন হয়।
খ) নালীর মাধ্যমে দেহের বা শরীরের বাইরে নির্গত হয়।
গ) এই প্রকার গ্রন্থির ক্ষরণ পাচক গ্রন্থি,
ঘর্মগ্রন্থি, সিবেরিয়া গ্রন্থি, স্তনগ্রন্থি ,লালাগ্রন্থি এবংসবুজ গ্রন্থিতে হয়ে থাকে।
এছাড়াও যকৃত, বৃক্ক বহিঃক্ষরা গ্রন্থির অন্তর্গত।
১০.A. মিশ্র গ্রন্থি(Mixed glands) কাকে বলে ?ও তার বৈশিষ্ট্য উল্লেখ করো?
সংঙ্গা : যে গ্রন্থিতে অন্তঃক্ষরা গ্রন্থি
ও বহিঃক্ষরা গ্রন্থি এর কার্য সম্পন্ন করে সেই প্রকার গ্রন্থিকে মিশ্র গ্রন্থি বলে।
যেমন -অগ্নাশয় গ্রন্থি ,ডিম্বাশয় গ্রন্থি এবং শুক্রাশয় ইত্যাদি মিশ্র গ্রন্থি।
১০.B. মিশ্র গ্রন্থির বৈশিষ্ট্য(Characteristics of mixed glands)- অন্তঃক্ষরা গ্রন্থি এবং বহিঃক্ষরা গ্রন্থির মত এই মিশ্র গ্রন্থির ও কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় সেগুলি হল -a) মিশ্র গ্রন্থি অভ্যন্তরীণ ও বহির্ভূত ক্রিয়া সম্পন্ন হয়।
b) ইহা একটি রাসায়নিক ক্রিয়া সম্পূর্ন করে।
c) ইহা বিভিন্ন কোষ অন্ত্র, রক্তজালক এর মাধ্যমে কার্য সম্পন্ন করে।
Note-বিশেষভাবে মনে রাখবে
এই a) অন্তঃ ক্ষরা গ্রন্থি, b) বহিঃক্ষরা গ্রন্থি এবং
গ) মিশ্র গ্রন্থি ,অর্থাৎ সকল প্রকার এই ধরনের গ্রন্থিগুলো কেবলমাত্র উন্নতমানের প্রাণী
কোষ লক্ষ্য করা যায়।
উদ্ভিদ কোষে এ ধরনের কোন গ্রন্থি দেখা যায় না।
১১. হরমোনের বিভিন্ন অঙ্গ সমূহ ও তার স্থান বা অবস্থান (The different organs of the hormone and its location)কোথায় ?
উত্তর- হরমোন বিভিন্ন স্থানে ক্রিয়া করে তবুও তার কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য
লক্ষ্য করা যায় অর্থাৎ কর্মস্থান গুলো লক্ষ্য করা যায় সেগুলি হল-
ক) হরমোন যে স্থানে উৎপন্ন হয় সেই স্থানে কাজ বা ক্রিয়া করে না।
খ) হরমোন উৎপত্তি স্থান থেকে দূরবর্তী স্থানে ছড়িয়ে পড়ে এবং দূরবর্তী স্থানে
কোষগুলোকে নিয়ন্ত্রণ করে বা কোষগুলোর উপর ক্রিয়া সম্পন্ন করে।
গ) প্রাণী হরমোন সারা শরীরে অবস্থিত বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে উৎপন্ন
হয়ে রক্ত ,রক্তের মাধ্যমে প্রসারিত হয় এবং বিভিন্ন যন্ত্রের কার্যকারিতা কে পরিচালনা
করে।
১২. হরমোনের বৈশিষ্ট্য(Hormonal properties) গুলি কী কী ? হরমোনের কি কি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় ?
উত্তর-হরমোনের কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, সেগুলো নিম্নরূপঃ-
a. প্রয়োজনীয় জৈবিক পদার্থ-
হরমোন একপ্রকার প্রোটিন, স্টেরয়েড এবং অ্যামাইনোঅ্যাসিড
ধর্মীয় রাসায়নিক পদার্থ দ্বারা গঠিত।
b. ক্রিয়ার স্থান- হরমোন যে স্থানে
বা অঙ্গপ্রত্যঙ্গে ক্রিয়া সম্পন্ন করে তাকে
ক্রিয়ার স্থান । যেমন-ধবণি,শিরা, রক্তজালক এছারাও বিভিন্ন অঙ্গ সুমহ।
c. রাসায়নিক বার্তাবাহক বা রাসায়নিক দূত-হরমোন জীবকোষে কোষে রাসায়নিক বার্তা প্রেরণ করে এই কারণে হরমোন কে রাসায়নিক দূত বা রাসায়নিক বার্তাবাহক বা কেমিক্যাল ম্যাসেঞ্জার বলা হয়।
d. অ-স্বাভাবিকত্ব- হরমোন খুব স্বল্প মাত্রায় ক্রিয়া করে কিন্তু এই ক্রিয়ার
স্থায়িত্বকাল বহুদিন পর্যন্ত থাকে। প্রয়োজনের তুলনায় হরমোন কম বা বেশি ক্ষরিত হলে জীবদেহে
আকার, অবস্থার পরিবর্তন লক্ষ্য করা যায় তাকে
অস্বাভাবিকত্ব বলে।যার কারণে মানব শরীরে
অস্বাভাবিক দেখা যায়।
যেমন-গ্রোথ
হরমোন বেশি ক্ষরনের ফলে অতিকায় রোগ দেখা যায়।
e. ক্রিয়ার
সময়কাল ও প্রস্থান- হরমোন জৈব অনুঘটক এর মত ক্রিয়া করে বা কাজ করে কিন্তু ক্রিয়ার
পর ধ্বংসপ্রাপ্ত হয় এবং দ্রুত স্থান থেকে বেরিয়ে যায় বিভিন্ন নালীর বা শরীর অঙ্গের
মাধ্যমে।
f. প্রতিক্রিয়া(Feedback)-কোন একটি স্থান অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ ক্রিয়া পরোক্ষভাবে অন্য গ্রন্থির মাধ্যমে নিজেই নিয়ন্ত্রিত হয়ে থাকে সেই পদ্ধতিকে প্রতিক্রিয়া বা feed back (ফিডব্যাক) বলা হয়।
g. দৈত্য নিয়ন্ত্রক- প্রাণীদেহে কোন কোন কার্যক্ষেত্রে কোন একটি হরমোন ওই
কাজে সহায়তা করে আবার কোন একটি হরমোন ওই কাজে বাধা দেয় এইভাবে হরমোন প্রাণীদেহে যে
কাজ সম্পন্ন করে তাকে দৈত্য নিয়ন্ত্রক বলা হয়। যা, জীবদেহে লক্ষ্য করা যায়।
এছাড়াও হরমোনের আরো অনেকগুলি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, তবে তাদের
মধ্যে এই সমস্ত বৈশিষ্ট্য গুলি হল সবথেকে হরমোনের
গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।
১৩. হরমোনকে কেন রাসায়নিক সমন্বয়ক (chemical coordinates)বলা হয় ?
উত্তর-জীবদেহের নির্দিষ্ট স্থান থেকে হরমোন উৎপন্ন হয়ে আস্তে আস্তে বা ধীরে ধীরে সারা দেহে প্রবেশ করে আর কোষগুলি কে পরিচালনা করে এবং কোষের বিভিন্ন রাসায়নিক ক্রিয়া গুলির কার্য সম্পন্ন করে, জীবদেহের রাসায়নিক সংযোগ সাধন করে বা সংযোগ গঠন করে তাই হরমোন কে রাসায়নিক সমন্বয়ক বলা হয় বা ফিজিক্যাল কো-অর্ডিনেটর বলা হয়।
১৪. হরমোনকে কেন রাসায়নিক সমন্বয়ক বলা হয় ?
১৫. হরমোনের কাজ ও গুরুত্ব গুলো(The function and importance of hormones) কী কী ?
উত্তর- হরমোন জীবকুলের শরীরে বা অঙ্গ-প্রত্যঙ্গের মধ্যে না থাকলে অঙ্গ-প্রত্যঙ্গ
ব্যাহত হত ও তার বিভিন্ন ধরনের চলন ,গমন ও জীবনযাপনের সম্পূর্ণভাবে ব্যাহত হয়ে পড়ত।
এবং সে অসম্পূর্ণ অবস্থায় জীবকুলের অস্তিত
হারিয়ে যেত। তাই হরমোনের গুরুত্ব বা হরমোনের কাজ অপরিসীম । সমস্ত জীব জগতের হরমোনের
কাজ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কাজ হল-
a) হরমোন জীবদেহে বিভিন্ন কাজ বা কার্য
সম্পন্ন করে, যেমন হরমোন জীবদেহে কোষ বিভাজনে সাহায্য করে।
b) হরমোন জীবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ বৃদ্ধিতে সাহায্য করে।
c) হরমোন জীবদেহে বিভিন্ন বার্তা প্রেরণ করে এক কোষ থেকে অপর কোষে।
d) হরমোন জীবদেহের বিভিন্ন বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে।
e) হরমোন জীবদেহে যৌনাঙ্গের পরিপূর্ণ বিকাশে সাহায্য করে।
f) হরমোন জীবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ পরিপূর্ণ বিকাশে-প্রকাশে সহায়তা করে।
g) হরমোন জীবদেহে বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের রাসায়নিক বার্তা বহন করে।
এছাড়াও হরমোন জীবদেহে বিভিন্ন ছোট-বড় কাজে অনুঘটক এর মত কাজ করে জীবদেহের
সুস্থ-সবল রাখতে সাহায্য করে, তাই হরমোন এর গুরুত্ব অপরিসীম।
১৬. হরমোন ও স্নায়ুর কাজের সাদৃশ্য ও বৈসাদৃশ্য (Hormonal similarities and differences)গুলি কী কী? অথবা স্নায়ুর ও হরমোনের কাজের পার্থক্য লেখ।
উত্তর- সকল উন্নত প্রাণীর হরমোন ও স্নায়ুর উপস্থিতি লক্ষ্য করা যায়।
হরমোন ও স্নায়ুর কাজের মধ্যে কিছু সাদৃশ্য লক্ষ্য করা যায়।
সাদৃশ্য গুলি হল-যেমন a) উভয় শরীরের মধ্যে কার্য সম্পন্ন করে।
b) প্রাণীদেহে সমন্বয়ক কো-অর্ডিনেটর রূপে কাজ করে। 3) উভয় রক্তজালক ও রক্ত বাহকের ও বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের সাহায্যে কার্য সম্পন্ন করে।
ঠিক একই রকমভাবে হরমোন ও স্নায়ুর ক্রিয়ার মধ্যে কিছু বৈসাদৃশ্য লক্ষ্য করা যায় বা পার্থক্য দেখা যায়।
যেমন-
a) হরমোন ক্রিয়া মন্থর গতিতে সম্পন্ন হয়, অপরদিকে স্নায়ুর ক্রিয়া দ্রুতগতি সম্পন্ন।
b) হরমোন সুদূর প্রসারী, অপরপক্ষে স্নায়ু তাৎক্ষণিক Instant প্রসারিত ।
3) হরমোন ক্রিয়া পর ধ্বংসপ্রাপ্ত হয় আর স্নায়ু ক্রিয়ার পর গঠনগত ও কার্যগত বৈশিষ্ট্য কোনরকমে
পরিবর্তন ঘটে না অর্থাৎ ক্রিয়ার আগে ও পরে স্নায়ু অপরিবর্তিত থাকে।
হরমোন ও স্নায়ুর ক্রিয়ার পার্থক্য,সাদৃশ্য ও বৈসাদৃশ্য থাকা সত্বেও এরা একে অপরের সঙ্গে পারস্পারিক ভাবে ক্রিয়া সম্পন্ন করে মানবদেহে সুস্থ-সবল রাখতে সাহায্য করে অপরিসীম গুরুত্ব পালন করে।
১৭. হরমোন
ও উৎসেচকের মধ্যে পার্থক্য (Differences between hormones and enzymes):
A হরমোন
১) হরমোন অনাল গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন সরাসরি রক্তে মিশে যায় এবং রক্ত লসিকা
দ্বারা বাহিত হয়।
২) হরমোন কেবলমাত্র তরুণ অথবা অনাল গ্রন্থি উৎপন্ন হয় অনাল গ্রন্থি অনাল গ্রন্থি
কোষে উৎপন্ন হয়।
৩) হরমোন রাসায়নিক বার্তা রূপে কাজ করে।
৪) হরমোন জৈব অনুঘটক রূপে ক্রিয়া করলেও ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়।
৫) হরমোন উৎস স্থলে ক্রিয়া করে না উৎস স্থল থেকে দূরবর্তী স্থানে ক্রিয়া করে
B উৎসেচক
১)উৎসেচক অনাল গ্রন্থি থেকে নিঃসৃত হয় উৎসেচক নালী দিয়ে বাহিত হয় ।
২) উৎসেচক প্রায় সকল প্রকার সজীব কোষে উৎপন্ন হয়।
৩) উৎসেচক রাসায়নিক বার্তা রূপে কাজ করে না।
৪) উৎসেচক জৈব অনুঘটক রূপে কাজ করে এবং ক্রিয়ার পর অপরিবর্তিত থাকে ।
৫) উৎপত্তিস্থলে উৎসেচক উৎপত্তিস্থলে ও অন্যত্র ক্রিয়া করতে পারে।
কোন হরমোন উৎস স্থলে ক্রিয়া করে উত্তর স্থানীয় হরমোন।
১৮. হরমোন কয় প্রকার(How many types of hormones) ও কী কী ?
উ-হরমোন সাধারণত বা প্রধানত দুই প্রকার, যথা A-প্রাণী হরমোন –ACTH, টেস্টোস্টেরন হরমোন
এবং B-উদ্ভিদ হরমোন-
জিব্বেরেলিন হরমোন,
ইথিলিন ,সাইটোকাইনিন হরমোন।
A- অতি সংক্ষিপ্তে প্রশ্নের গুলির উত্তর দাও।
1)
মানবদেহের সবথেকে
ক্ষুদ্রতম গ্রন্থের নাম কি ?-
2)
পিটুইটারি গ্রন্থির
ওজন কত ?
3)
মানবদেহের সবচেয়ে
শক্তিশালী অনাল গ্রন্থির নাম কি ?
4)
পিটুইটারি গ্রন্থি
কোথায় অবস্থিত ?
5)
STH অপর
কি নামে পরিচিত ?
6)
হরমোন শব্দটি কোন
দেশীয় শব্দ বা কোন দেশে শব্দটি প্রথম ব্যবহার করা হয় ?
7)
হরমোন শব্দটির উৎপত্তি
কোন শব্দ থেকে ?
8)
হরমোন কথাটি অর্থ
কি ?
9)
হরমোন কথাটি কে
বা কারা সর্বপ্রথম ব্যবহার করেন ?
10)
হরমোন শব্দটি প্রথম
কত সালে ব্যবহার করা হয় ?
B-নিচের প্রশ্নগুলির সঠিক নির্বাচন করো বা নিচের প্রশ্নগুলির কোনটি সঠিক তা লেখ-
1.
হরমোন যে কাজ করে-
(b) রাসায়নিক সমন্বয়ক রূপে কাজ করে।
(c) উভয়ের সমন্বয় রূপে কাজ করে।
উত্তর-(b) রাসায়নিক সমন্বয়ক রূপে কাজ করে।
2.
হরমোন দেখা যায়
কেবলমাত্র-
(a)
প্রাণীদের(b) উদ্ভিদের
(c) উভয়ের
উত্তর- (c) উভয়ের।
3. 'হরমোন' শব্দটি-
(a)
চীনদেশীয়(b) ভারতীয়
(c) গ্রিক শব্দ
উত্তর- (c)গ্রিক শব্দ।
4.
হরমোন এর প্রধান
প্রধান উপাদান হলো -
(b) প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড এবং স্টেরয়েড।
(c) ক্লোরাইড ফসফরাস, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং ফ্যাট।
উত্তর- (b) প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড এবং স্টেরয়েড।
5.
হরমোন সাধারনত-
(a) উৎপত্তি ও ধ্বংসের মধ্যবর্তী স্থানে(b) উৎপত্তিস্থলে
(c) দূরবর্তী স্থানে
উত্তর-(c) দূরবর্তী স্থানে।
6.
গ্রন্থি হল –
(b) তিন প্রকার
(c) চার প্রকার
উত্তর- (b) তিন প্রকার(১.অন্তঃক্ষরা গ্রন্থি , ২.বহিক্ষরা গ্রন্থি এবং ৩.মিশ্র গ্রন্থি )।
7.
কোনটি অন্তঃক্ষরা
গ্রন্থি নয়-
(b) পিটুইটারি গ্রন্থি
(c) থাইরয়েড গ্রন্থি .
8.
কোনটি মিশ্র গ্রন্থি-
(b) ঘর্মগ্রন্থি
(c) অগ্ন্যাশয় গ্রন্থি।
উত্তর- (c) অগ্ন্যাশয় গ্রন্থি।
9.
অন্তক্ষরা গ্রন্থি
অপর যে নামে পরিচিত-
(a) অনাল
গ্রন্থি(b) বহুমুখী গ্রন্থি
(c) এক্সোক্রাই গ্রন্থি
উত্তর-(a) অনাল গ্রন্থি।
10.
রাসায়নিক সমন্বয়ক
বলা হয়-
(b) স্নায়ু
(c) হরমোন কে ।
উত্তর -(c) হরমোন কে।
C- সত্য/ মিথ্যা যাচাই করে লেখ-
1.
হরমোন শব্দটি এসেছে 'Hormoneiy'-থেকে ।উত্তর-মিথ্যা। [ হরমোন শব্দটি এসেছে Hormao বা Hormoeinথেকে।]
উত্তর- সত্য । [হরমোন কে রাসায়নিক দূত বা রাসায়নিক বার্তাবাহক ক্যালসিয়াম মেসেঞ্জার বলা হয়। ]
উত্তর- মিথ্যা। [হরমোন একবার ক্রিয়াপদ ক্রিয়ার পর দ্রুত অবস্থান করে। ]
উত্তর-মিথ্যা।[অন্তঃক্ষরা গ্রন্থি ফিডব্যাক এর কাজ করে থাকে।]
উত্তর-সত্য। [ স্নায়ু ক্রিয়ার পরেও অপরিবর্তিত থাকে এর গঠনগত এবং কার্যগত বৈশিষ্ট্য কোন পরিবর্তন হয় না।
6. যখন কতগুলো নির্দিষ্ট সমষ্টি বা কলা কোন বংশ থেকে ক্ষরণ করে তখন তাকে উৎসেচক বলে।
উত্তর-মিথ্যা। [যখন কতগুলো কোষ বা কলা সামষ্টি থেকে যখন কোন রস ক্ষরিত বা , নিঃসৃত হয় তখন সেই অংশকে গ্রন্থি বলে। ]
উত্তর- মিথ্যা। [সোনাল গ্রন্থি হল যকৃত লালাগ্রন্থি ইত্যাদি।]
উত্তর- সত্য। [সমস্ত প্রাণীর হরমোনের প্রধান উৎপত্তি স্থল হলো অনাল গ্রন্থি।]
Ans- মিথ্যা। [হরমোন প্রাণীদেহে একইসঙ্গে দুই রকম কাজ নিয়ন্ত্রণ করে তাই তাকে দৈত্য নিয়ন্ত্রক বা Double controller বলা হয়।]
Ans মিথ্যা। [প্রধানত দুই প্রকার i) প্রাণী হরমোন, ii) উদ্ভিদের হরমোন।]
(1) হরমোন
(2) স্নায়ু
(3) গ্রিক শব্দটি ব্যবহার হয় সর্বপ্রথম
(4) বহিঃ ক্ষরা গ্রন্থি
(5) এন্ডোক্রিন
(6) মিক্সার গ্ল্যান্ড
(7)রাসায়নিক বার্তা বহন কারী নয়
(8) হরমোন প্রবাহিত হয়
(9) উৎসেচক
(10) কেমিক্যাল কো-অর্ডিনেটর
'B' স্তম্ভ
(a) হরমোন
(b) লসিকায়
(c) অ্যাড্রিনাল গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি
(d) রেচন গ্রন্থি ,সবুজ গ্রন্থি
((e) 1905 খ্রিস্টাব্দের
(f) উৎসেচক
(g) নীলনদ
(h) উন্নত শ্রেণীর প্রাণীর দেখা যায়
(I) অগ্নাশয় গ্রন্থি , ডিম্বাশয়.
(L) ধবনি
উত্তর-
Ans
1➡j
E. নিচের বাক্য গুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ কর।
1)................শব্দের অর্থ উত্তেজিত বা জাগ্রত করা।
উত্তর- 1. হরমোন।
2) হরমোন ................থেকে উৎপন্ন হয়।
উত্তর- বিভিন্ন গ্রন্থে (যেমন অন্তঃক্ষরা গ্রন্থি বহিক্ষরা গ্রন্থির মিশ্র গ্রন্থি)।
3) .................. একটি মিশ্র গ্রন্থি।
উত্তর-অগ্ন্যাশয়।
4) হরমোন সাধারণত উৎপত্তিস্থল এর ক্রিয়া করে না কিন্তু যে হরমোনটি উৎপত্তিস্থল ক্রিয়া করে সেটি হল ..............।
উত্তর- স্থানীয় হরমোন।
5) গ্রন্থি হল .............প্রকার।
উত্তর-তিন।
Hormone | হরমোন | হরমোনের প্রকারভেদ
Hormone | হরমোন | প্রাণী হরমোন
Hormone | হরমোন | উদ্ভিদ হরমোন
Link For another Part of Hormone
উদ্ভিদ হরমোন | Plant hormone
তোমাদের যদি উপরোক্ত প্রশ্ন, ব্যাখ্যা, আলোচনা বুঝতে অসুবিধে হয়, তাহলে তোমরা নিচে Comment Section-এগিয়ে আমাদের খুব শীঘ্রই জানিয়ে দাও। আমরা তার সমাধান নিয়ে তোমাদের সম্মুখে তুলে ধরব আর তোমাদের যদি হরমোন বা Hormone নিয়ে আলোচ্য বিষয়ের বাইরে ও কোন প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে গিয়ে জানাতে ভুলবে না, আমরা তার উত্তর দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রইবো।