![]() |
Student Credit Card Scheme 2021 |
WB Student Credit Card Scheme 2021: Apply Online Process, Eligibility & Benefits
সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমরা তোমাদের দুয়ারে হাজির হয়েছি এক সুখকর সুখবর নিয়ে। উচ্চশিক্ষা কেমন করে মিলবে? ইঞ্জিনিয়ারিং কিভাবে পড়বো? মেডিকেল এ ভর্তি হওয়া কি আমাদের মত সাধারণ মানুষের সাধ্য? ইত্যাদি প্রশ্ন সকল মধ্যবিত্ত মেধাবী পড়ুয়াদের ও অভিভাবকদের বিচলিত করে। কিন্তু আর চিন্তা নেই আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। মাননীয়া মুখ্যমন্ত্রীর দুয়ারে সরকার আপনাদের দরজায়। শিক্ষার্থীর পড়াশোনা অব্যাহত রাখতে দুয়ারে সরকার শিক্ষার্থীদের প্রদান করতে চলেছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের (Student Credit Card), যার সাহায্যে খুব সহজেই শিক্ষার্থীরা লাভ করবে শিক্ষা লোন। তবে চলো আর দেরি কেন? বিশদে জানতে Digital Porasona র Online Educational Platform - এ প্রবেশ করে জেনে নাও আবেদনের পদ্ধতি ও সুবিধাসমূহ। {tocify}$title={Table of Contents} |
স্টুডেন্ট ক্রেডিট কার্ড কি?
উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের সামনে নব দিগন্তের দিশা দেখালো পশ্চিমবঙ্গ সরকার। মাননীয়া মুখ্যমন্ত্রী পড়ুয়াদের সামনে তুলে ধরলেন এক স্মার্ট কার্ডের যা স্টুডেন্ট ক্রেডিট কার্ড নামে পরিচিত। এর মাধ্যমে শিক্ষার্থীরা 10 লাখ টাকা পর্যন্ত ঋণ বা লোন নিতে পারবে। ইতিমধ্যে অনলাইনে এর আবেদন প্রক্রিয়া চালু হয়ে গেছে।
Student Credit Card এর সুবিধাঃ
(১) মুখ্যমন্ত্রী জানিয়েছেন যারা ১০ বছর ধরে এই রাজ্যে বাস করছে তারাই এই সুবিধা পাবে।
(২) ৪০ বছর পর্যন্ত ছাত্রছাত্রীরা এই ঋণ নিতে পারবে ।
৩) চাকরি পাবার পর বছরে অত্যন্ত কম সুদে সেই টাকা পরিশোধ করার সুযোগ থাকবে।
৪) দশম শ্রেণি থেকেই ক্রেডিট কার্ড প্রকল্পের সুবিধা মিলবে।
Student Credit Card এর জন্য আবেদনের পদ্ধতি
১) পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট www.wb.gov.in বা banglaruchchashiksha.wb.gov.in-তে প্রবেশ করো । অথবা সরাসরি https://wbscc.wb.gov.in/-তে যাবে ।
২) Student Registration-এ ক্লিক করবে।
৩) একটি নতুন পেজ খুলে যাবে। সেখানে বিভিন্ন তথ্য দিতে হবে।
৪) সেখানে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর, ই-মেল আইডি দিতে হবে। আধার কার্ড উপস্থিত বা অনুপস্থিত থাকার ভিত্তিতে সেই রেজিস্ট্রেশন ফর্ম বিভিন্ন হবে। পাসওয়ার্ডও দিতে হবে। তারপর Register-এ ক্লিক করতে হবে।
৫) যে ফোন নম্বর দেওয়া হবে , তাতে OTP (One Time Password) যাবে। সেই OTP লিখে Verify করতে হবে।
৬) রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হলে স্ক্রিনে একটি Registration ID আসবে। ফোনেও Log in সংক্রান্ত যাবতীয় তথ্য পাঠানো হবে।
৭) https://wbscc.wb.gov.in/ -তে গিয়ে Student Log in-তে Click করো । নতুন একটি Page খুলে যাবে।
৮) সেই Registration ID ও Password দিয়ে Log in করতে হবে।
৯) Dashboard খুলে যাবে। সেখানে Apply Now-তে ক্লিক করুন।
১০) একটি নতুন পেজ খুলে যাবে। সেখানে বিভিন্ন তথ্য দিতে হবে। আধার কার্ড উপস্থিত বা অনুপস্থিতর ভিত্তিতে সেই রেজিস্ট্রেশন ফর্ম ভিন্ন হবে। পাশাপাশি Download Undertaking Documents থাকবে। পড়ুয়াদের প্যান কার্ড না থাকলে Download Undertaking Documents ডাউনলোড করতে হবে। ঠিকানা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট-সহ যাবতীয় তথ্য দেওয়ার পর Save & Continue করুন।
১১) তারপর একটি নতুন পেজ খুলে যাবে। আধার কার্ড উপস্থিত বা অনুপস্থিতির ভিত্তিতে সেই ফর্ম ভিন্ন হবে। আধার কার্ড থাকলে সেখানে আবেদনকারীর ছবি, সহ-আবেদনকারীর ছবি, আবেদনকারীর স্বাক্ষর, সহ-আবেদনকারী বা অভিভাবকের স্বাক্ষর, আধার কার্ড, সহ-আবেদনকারীর ঠিকানার প্রমাণপত্র (ভোটার আইডি), আবেদনকারীর ভর্তির রসিদের ছবি, প্যান কার্ড সহ-আবেদনকারীর প্যান কার্ড, আবেদনকারীর কোর্স ফি সংক্রান্ত প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।
আধার কার্ড না থাকলে সেখানে আবেদনকারীর ছবি, সহ-আবেদনকারীর ছবি, আবেদনকারীর স্বাক্ষর, সহ-আবেদনকারী বা অভিভাবকের স্বাক্ষর, দশম শ্রেণির রেজিস্ট্রেশন, সহ-আবেদনকারীর ঠিকানার প্রমাণপত্র (ভোটার আইডি), আবেদনকারীর ভর্তির রসিদের ছবি, প্যান কার্ড, সহ-আবেদনকারীর প্যান কার্ড, আবেদনকারীর কোর্স ফি সংক্রান্ত প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।
১২) যাবতীয় নথি আপলোডের পর Save & Continue করুন।
১৩) একটি নতুন পেজ খুলে যাবে। সেখানে যাবতীয় নথি এবং তথ্য মিলিয়ে দেখে নিন। তারপর Submit Application ক্লিক করুন। কোনও তথ্য বা নথি পরিবর্তন করতে হলে Edit Loan Application-এ ক্লিক করতে হবে। একবার Submit হয়ে গেলে তথ্য পরিবর্তন করা যাবে না।
১৪) তারপর Dashboard-এ দেখাবে Application Submitted to HOI (Head Of Institution) তার অর্থ হল যে - শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান /প্রধান শিক্ষক /প্রিন্সিপাল এর কাছে আবেদনপত্র চলে গিয়েছে।
১৫) স্কুলের তরফে আবেদনপত্র পাঠানো হবে উচ্চশিক্ষা দফতরকে। তখন Dashboard-এ দেখাবে Application Forwarded by to HOI to HED
আমরা তোমাদের শুভাকাঙ্ক্ষী, আমরা চাই তোমরা উচ্চশিক্ষা লাভ করো, সাফল্য লাভ করো। তবেই এই প্রকল্পের সার্থকতা যথাযথ হবে। Student Credit Card সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকলে Inbox এ Comment করতে পারো। আমরা বন্ধুর মত পাশে থেকে সহযোগিতা করব। আমাদের ওয়েবসাইট থেকে উপকৃত হলে Comment ও Share করে সহযোগিতা করতে পারো।