![]() |
মডেল অ্যাক্টিভিটি টাস্ক |
Model Activity Task Class 5 Fully Solved
Model Activity Tax and Shikha class 5 Fully Solved
New Model Activity Task Swasthya O Sharir Siksha Class 5
পঞ্চম শ্রেণি
অধ্যায় : পথ নিরাপত্তা শিক্ষা
১। বহুর মধ্যে সঠিক উত্তরটি খুঁজে বার করে চিহ্ন দাও
ক) রাস্তা পার হওয়ার সময় কি করতে হয়
(a) চারিদিকটা দেখে রাস্তা পার হতে
হয়
(b) ডান দিকটা দেখে রাস্তা পার হতে
হয়
(c) বাম দিকটা দেখে রাস্তা পার হতে
হয়
(d) সামনের দিকটা ফাঁকা থাকলে রাস্তা
পার হতে হয়
উত্তর- (a) চারিদিকটা দেখে রাস্তা পার
হতে হয়
খ) রাস্তার কোথা দিয়ে রাস্তা পার হতে
হয়?
(a) হলুদ দাগ দেওয়া অংশ দিয়ে
(b) জেব্রা ক্রসিং দিয়ে
(c) জেব্রা ক্রসিং দিয়ে পার হওয়ার
সময় অবশ্যই সবুজ পথচারীর রাস্তা পার হওয়ার সংকেত থাকলে
(d) কার্ভ এলাকা দিয়ে
উত্তর- (c) জেব্রা ক্রসিং দিয়ে পার হওয়ার সময় অবশ্যই
সবুজ পথচারীর রাস্তা পার হওয়ার সংকেত থাকলে
গ) জেব্রা ক্রসিং কি রং এর দাগ থাকে?
(a) লাল সাদা দাগ থাকে
(b) সাদা কালো দাগ থাকে
(c) হলুদ দাগ থাকে
(d) সাদা ডটের দাগ থাকে
উত্তর- (b) সাদা কালো দাগ থাকে
ঘ) কোন আলোর সংকেতে গাড়ি চলতে শুরু
করে ?
(a) লাল জ্বলে
(b) হলুদ
(c) সবুজ
(d) হলুদ আলোর পরে সবুজ আলো জ্বললে
উত্তর- (d) হলুদ আলোর পরে সবুজ আলো
জ্বললে
ঙ) যদি ট্রাফিকের আলোর সংকেত লাল আলোর
সংকেত বন্ধ হয়ে যদি হলুদ রঙের আলোর সংকেত দেওয়া হয় তাহলে গাড়ির চালকে কি করতে হবে?
(a) গাড়ি থামাবার জন্য প্রস্তুত হতে
হবে
(b) গাড়ি চালানোর জন্য প্রস্তুত হতে
হবে
(c) গাড়ি চালাতের শুরু করতে হবে
(d) গাড়ি থামিয়ে দিতে হবে
উত্তর- (b) গাড়ি চালানোর জন্য প্রস্তুত হতে হবে
চ) যদি ট্রাফিকের আলোর সংকেত এর হলুদ
আলোর সংকেত বন্ধ হয়ে গিয়ে যদি সবুজ আলোর সংকেত জ্বলে তাহলে কি করতে হবে?
(a) সাথে সাথে গাড়ি চালাতে হবে
(b) সাথে সাথে গাড়ি থামাতে হবে
(c) গাড়ি চালানোর জন্য প্রস্তুত হতে
হবে
(d) গাড়ি থামানোর জন্য প্রস্তুত হতে
হবে
উত্তর- (a) সাথে সাথে গাড়ি চালাতে
হবে
ছ) ট্রাফিক পুলিশ কি কাজ করে?
(a) ট্রাফিক ও পথচারীদের রাস্তা পথে চলার দিক নির্দেশ করে দেয় এবং আইন ভঙ্গকারীদের
কাছ থেকে জরিমানা আদায় করে
(b) পথচারীদের রাস্তা পার হতে সহায়তা
করে
(c) ট্রাফিক পুলিশ আলোর সংকেত দেয়
(d) নিয়ম ভঙ্গ কারীদের কাছে থেকে জরিমানা
আদায় করে
উত্তর-(a) ট্রাফিক ও পথচারীদের রাস্তা
পথে চলার দিক নির্দেশ করে দেয় এবং আইন ভঙ্গকারীদের
কাছ থেকে জরিমানা আদায় করে
জ) রাস্তায় পথচারীদের কোথা দিয়ে হাঁটা
উচিত?
(a) রাস্তা দিয়ে
(b) ফুটপাত দিয়ে ফুটপাত দিয়ে
(c) দিয়ে ফুটপাত দিয়ে এবং যেখানে
ফুটপাত নেই সেখানে রাস্তার ডান দিক দিয়ে
(d) ফুটপাত দিয়ে এবং যেখানে ফুটপাত
নেই সেখানে রাস্তার বাম দিক দিয়ে
উত্তর- (d) ফুটপাত দিয়ে এবং যেখানে ফুটপাত নেই সেখানে
রাস্তার বাম দিক দিয়ে
ঝ ) যেখানে ফুটপাত
নেই সেখানে রাস্তার কোন দিক দিয়ে হাঁটতে হয় ?
(a) রাস্তার মাঝখান দিয়ে
(b) রাস্তার বাম দিক দিয়ে
(c) রাস্তার ডান দিক দিয়ে
(d) বাম ও ডান দিক দিয়ে
উত্তর- (b) রাস্তার বাম দিক দিয়ে
ঞ) দৃষ্টিহীন ব্যক্তিকে রাস্তা পার
হতে কে সবচেয়ে বেশি সাহায্য করতে পারেন?
(a) দৃষ্টিহীন ব্যক্তিদের সাহায্যকারী
ট্রাফিক পুলিশ
(b) দৃষ্টিহীন ব্যক্তির নিজেই
(c) দৃষ্টিহীন ব্যক্তিদের কাছাকাছি
থাকা যেকোনো পথচারী
(d) দৃষ্টিহীন ব্যক্তিদের সঙ্গে থাকা
সহকারে সাহায্যকারী সহযোগী
উত্তর- (c) দৃষ্টিহীন ব্যক্তিদের কাছাকাছি
থাকা যেকোনো পথচারী ।
২। এসো ছবি দেখে রং করতে শিখি।
![]() |
পাখির বাসাটা ঝড় জলে গেছে পড়ে, খড়কুটো দিয়ে বাসাটা দিলাম গড়ে। |
৩। এসো ছবি দেখে রং করতে শিখি।
![]() |
বিদ্যালয়েতে সকল শিশুর রয়েছে সমান স্থান, সকলকে নিয়ে চলব আমরা বাড়াব দেশের মান। |
পরিশেষে বলি আমাদের সঙ্গে আমাদের সঙ্গে থাকার জন্যতোমাদের অশেষ ধন্যবাদ। আমাদের পোস্ট বন্ধুদের সঙ্গে Share(শেয়ার) করো আর প্রশ্নোত্তর নিয়ে সমস্যা থাকলে Comment Box-এ অবশ্যই জানাতে পারো। আমরা এভাবেই তোমাদের পাশে থাকব, সাহায্য করব এবং পরবর্তী Model Activity Task এর প্রশ্নের উত্তর নিয়ে হাজির হব।ধন্যবাদ।
Thanks 💐
ReplyDelete