![]() |
মডেল অ্যাক্টিভিটি টাস্ক |
প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খুব ভালোই আছো। পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ শ্রেণীভিত্তিক মডেল অ্যাক্টিভিটি টাস্ক অষ্টম শ্রেণির ভূগোল New Model Activity Task Class 8 Bhugol এর প্রশ্ন-পত্র বিতরণ করেছে। হোম টাক্স হিসেবে উত্তর লিখে তোমাদের নিজ নিজ বিদ্যালয় জমা দিতে হবে। আমরা তোমাদের পাশে বন্ধুর মতো হাজির হয়ে অষ্টম শ্রেণির ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর সমাধান করে দিলাম । আশা করি তোমরা উপকৃত হবে।
Digital Porasona -এর Online Educational Platform- এর সকলকে সু-স্বাগতম। আমাদের এখানে তোমরা পাবে নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের অধ্যায়ভিত্তিক ও অনুশীলনীর খুঁটিনাটি ব্যাখ্যা ও আলোচনা। তাছাড়া বাংলা ব্যাকরণ ও English Grammar এর সুস্পষ্ট, সহজ-সরল আলোচনা।
আজকের পোষ্টে আমরা 2021 এর Model Activity Task Class 8 এর ভূগোল এর যথাযথ সমাধান নিয়ে আলোচনা করেছি। আগামীতে আমরা পরবর্তী Model Activity Task -এর সমাধান নিয়ে হাজির হবো। তবে এসো আমরা আজকের বিষয়ে প্রবেশ করি।
New Model Activity Task Bhugol Class 8
অষ্টম শ্রেণি
পার্ট – 4
১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :
১.১ ঠিক জোড়াটি নির্বাচন করো।
ক) অন্তঃকেন্দ্রমন্ডল - পদার্থের তরল
অবস্থা
খ) বহিঃকেন্দ্রমন্ডল - পদার্থের ঘনত্ব
সর্বাধিক
গ) অ্যাস্থেনোস্ফিয়ার - পরিচলন স্রোতের
সৃষ্টি
ঘ) ভূত্বক - লোহা ও নিকেলের আধিক্য
উত্তরঃ- গ) অ্যাস্থেনোস্ফিয়ার –পরিচলন
স্রোতের সৃষ্টি
১.২ রকি ও আন্দিজ পর্বতমালার সৃষ্টি
হয়েছে –
ক) মহাসাগরীয় - মহাসাগরীয় অপসারী পাতসীমানা
বরাবর
খ) মহাসাগরীয় - মহাসাগরীয় অভিসারী পাতসীমানা
বরাবর
গ) মহাদেশীয় - মহাদেশীয় অভিসারী পাতসীমানা
বরাবর
ঘ) মহাদেশীয় - মহাসাগরীয় অভিসারী পাতসীমানা
বরাবর
উত্তরঃ- (ঘ) মহাদেশীয় - মহাসাগরীয়অভিসারী
পাতসীমানা বরাবর
১.৩ উত্তর ভারতের স্থলভাগের সীমানা
রয়েছে –
ক) পাকিস্থান ও শ্রীলঙ্কার সঙ্গে
খ) নেপাল ও ভুটানের সঙ্গে
গ) বাংলাদেশ ও ভুটানের সঙ্গে
ঘ) মায়ানমার ও শ্রীলঙ্কার সঙ্গে
উত্তরঃ- খ) নেপাল ও ভুটানের সঙ্গে
২. একটি বা দুটি শব্দে উত্তর দাও :
২.১ কোন্ যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের
তীব্রতা পরিমাপ করা হয়?
উত্তরঃ- রিখটার স্কেল।
২.২ কোন্ প্রকার শিলার স্তরে খনিজ তেল পাওয়া যায়?
উত্তরঃ- পাললিক শিলাস্তরে।
২.৩ ভারতের কোন্ প্রতিবেশী দেশ মশলা
উৎপাদনে বিখ্যাত?
উত্তরঃ- শ্রীলঙ্কা।
৩. সংক্ষিপ্ত উত্তর দাও :
৩.১ ভূ-অভ্যন্তরের কোন্ স্তরে কীভাবে
পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়েছে?
উত্তরঃ- পৃথিবীর কেন্দ্রের চারপাশে
বেষ্টনকারী প্রধানত নিকেল ও লোহাগঠিত স্তরটি হল
কেন্দ্রমন্ডল। এই স্তরে পৃথিবীর চৌম্বক
ক্ষেত্র অবস্থিত। এই স্তরের গড় উষ্ণতা প্রায়
5000 ডিগ্রী সেন্টিগ্রেড। পৃথিবীর আবর্তন গতির ফলে সৃষ্ট প্রবল ঘূর্ণন বেগ এর ফলে এই
মণ্ডলে অবস্থিত সান্দ্র লোহার যে বৈদ্যুতিক ক্ষেত্র সৃষ্টি করছে তা থেকেই তৈরি হয়েছে
পৃথিবীর চুম্বকত্ব।
৩.২ অভিসারী পাতসীমানাকে কেন বিনাশকারী
পাতসীমানা বলা হয় তা উদাহরনসহ ব্যাখ্যা করো।
উত্তরঃ- অভিসারী পাত সীমানাকে বিনাশকারী
পাত সীমানা বলা হয়। এই সীমানা বরাবর যখন একটি পাত অপর একটি পাতের কাছাকাছি আসে তখন ভারী মহাসাগরীয় পাতটি পাতলা হালকা মহাদেশীয় পাতের
তলায় প্রবেশ করে ও প্রচন্ড উষ্ণতায় গলে যায় এর ফলে যেহেতু পাতের বিনাশ ঘটে তাই এই
পাত সীমানা কে ধ্বংসাত্মক বা বিনাশকারী পাতসীমানা বলা হয়।
৪. উদাহরণসহ উৎপত্তি অনুসারে আগ্নেয়শিলার
শ্রেণিবিভাগ করো।
উত্তরঃ- পৃথিবী সৃষ্টির সময় উত্তপ্ত
ও তরল অবস্থা থেকে ধীরে ধীরে তাপ বিকিরণ করে ভূত্বকের মধ্যে ও উপরে শীতল ও কঠিন হয়ে যে সিলার সৃষ্টি করে তাকে আগ্নেয় শিলা বলে। উৎপত্তি
অনুসারে আগ্নেয় শিলা দুই প্রকার-
(i) নিঃসারী আগ্নেয়শিলা - ভূ অভ্যন্তরীণ
লাভা তাপ ও চাপের ফলে বাইরে বেরিয়ে এসে শীতল বায়ুর সংস্পর্শে এসে যে শিলার সৃষ্টি
করে তাকে নিঃসারী আগ্নেয় শিলা বলে। উদাহরণ- ব্যাসাল্ট। এই আগ্নেয়শিলা আবার দুই প্রকার
(a) লাভা শিলা- উত্তপ্ত ম্যাগমা বাইরে
বেরিয়ে এসে যে শিলার সৃষ্টি করে তাকে লাভা শিলা বলে। উদাহরণ- ব্যাসাল্ট।
(b) পাইরোক্লাসটিক শিলা- অগ্ন্যুৎপাতের
ফলে নির্গত আগে থেকে জমাট বেঁধে আশা লাভার ছাই প্রস্তর খন্ডকে পাইরোক্লাসটিক শিলা বলে।
উদাহরণ - তুফ।
(ii) উদবেধী আগ্নেয় শিলা- ম্যাগমা যখন
ভূপৃষ্ঠে পৌঁছাতে না পেরে ভূগর্ভেই জমাট বেঁধে যে শিলার সৃষ্টি করে তাকে উদবেধী আগ্নেয়
শিলা বলে। উদাহরণ- গ্রানাইট। ইহা আবার দুই প্রকার
(a) পাতালিক- ভূপৃষ্ঠের অনেক গভীরে
এই ম্যাগমা জমাট বেঁধে হয়। উদাহরণ- গ্যাব্রো।
(b) উপপাতালিক - ভূপৃষ্ঠের অল্প নিচে
ম্যাগমা জমাট বেঁধে এই শিলার সৃষ্টি হয়। উদাহরণ-ডোলেরাইট।
আমাদের পোস্ট টি মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এই পোষ্টটি সহপাঠীদের মাঝে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দাও। উপরিক্তি কোন প্রশ্নোত্তরে সমস্যা থাকলে আমাদের Comment Section-এ অবশ্যই জানাও। আমরা তা সমাধানে সদা তৎপর ও সচেষ্ট থাকব, ধন্যবাদ।