![]() |
সর্বনাম পদ |
সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা শিখবো এবং জানবো সর্বনাম পদ(sonbonam pod) সম্পর্কে। সর্বনাম পদকে সহজতরভাবে শিখতে হলে আমাদের অবশ্যই সর্বনামের বেসিক সম্পর্কে জানা প্রয়োজন। তাই আমরা প্রত্যেক সর্বনামের উদাহরণসহ শ্রেণীবিভাগ করে তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি সর্বনামের ক্লাস। চলো তবে শুরু করি সর্বনামের বেসিক থেকে সম্পূর্ণ আলোচনা।
{tocify} $title={Table of contents}
সর্বনাম কথাটির অর্থ কী?
‘সর্ব’ অর্থাৎ সর্বপ্রকারের ‘নাম’-এর অর্থাৎ নামপদের পরিবর্তে যেসব পদ বসে, তাই সর্বনাম।
$ads={1}
সর্বনাম পদ কী?
বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে সর্বনাম পদ বলে।
যেমন-
সে, তার, তারা, আমি, তুমি, আমাকে, এই, এটা, ওটা, এরা, কেউ, যে কেউ, আরকেউ, কোন কিছু, কোনটা, কি, কিসে, সব, কিছু, সবাই, সকল ইত্যাদি।
বাক্যের মাধ্যমে বিশ্লেষণ-
রাধিকা খুব ভালো মেয়ে।
রাধিকা মিষ্টি সুরে গান গায়।
রাধিকা ইংরেজি পড়তে খুব ভালোবাসে।
রাধিকা পড়াশোনাতে ভালো ।
উপরের চারটি বাক্যে রাধিকা শব্দটি বারবার লেখা হয়েছে এই একই নাম বার বার শুনতে ভাল লাগে না তাই যদি এগুলি এভাবে লেখা যায় যে, রাধিকা ভালো মেয়ে । সে মিষ্টি সুরে গান গায়। সে ইংরেজী পড়তে খুব ভালোবাসে । পড়াশুনাতেও ভালো। তবে শুনতে ভালো লাগে।
এখানে দ্বিতীয় বাক্যে রাধিকার পরিবর্তে সে ব্যবহার করা হয়েছে। রাধিকা বিশেষ্য পদের পরিবর্তে এই যে সে ব্যবহৃত হয়েছে এটাই সর্বনাম পদ।
সর্বনাম পদের প্রকারভেদ-
সর্বনাম পদ সাধারণত আট রকম যথা-
১) ব্যক্তিবাচক সর্বনাম
২) সমষ্টিবাচক সর্বনাম
৩) প্রশ্ন বাচক সর্বনাম
৪) নির্দেশক সর্বনাম
৫) অনির্দেশক সর্বনাম
৬) আত্মবাচক সর্বনাম
৭) ব্যতিহারিক সর্বনাম
৮) সাপেক্ষবাচক সর্বনাম
ব্যক্তিবাচক সর্বনাম পদ কাকে বলে? উদাহরণ দাও।
যে সর্বনামের দ্বারা কোন ব্যক্তিকে বোঝায় তাকে ব্যক্তিবাচক সর্বনাম বলে।
$ads={2}
যেমন-
তিনি আমাদের শিক্ষক মহাশয়।
তারা মাঠে ফুটবল খেলে।
আমরা প্রতিদিন স্কুলে যাই।
মা আমাকে খুব ভালোবাসেন।
এখানে – তিনি, তারা, আমরা, আমাকে --------ব্যাক্তিবাচক সর্বনাম।
এরূপ- আমি, তুমি, তোমরা, তোমাকে, তোমার, সে, তাকে, তোর, তুই, আপনারা, আপনি, আপনাকে ইত্যাদি।
সর্বনাম পদের প্রকারভেদ-
সর্বনাম পদ সাধারণত তিন রকম যথা-
১) উত্তম পুরুষ
২) মধ্যম পুরুষ
৩) প্রথম পুরুষ
উত্তম পুরুষ-
বক্তা নিজের নামের পরিবর্তে যে সর্বনাম ব্যবহার করেন তাকে উত্তম পুরুষ বলে।
যেমন – আমি, আমাকে, আমাদের, আমার, আমরা, মোরা, মোর, মুই ইত্যাদি।
মধ্যম পুরুষ-
বক্তা তার সামনে উপস্থিত কারো সঙ্গে কথা বলার সময় সেই ব্যক্তির নামের পরিবর্তে যে সর্বনাম পদ ব্যবহার করা হয়, তাকে মধ্যম পুরুষ বলে।
যেমন- তুমি, তোমাকে, তোমরা, তোরা, তুই, তোমাদিগকে ইত্যাদি।
প্রথম পুরুষ-
কোন উপস্থিত কোন ব্যাক্তি বা দূরে থাকা কোন বস্তু বা বিষয় সম্পর্কে বলার সময় সেই ব্যক্তির নামের বদলে যে সর্বনাম পদ ব্যবহৃত হয়, তাকে প্রথম পুরুষ বলে।
যেমন- সে, তারা, তাদের, তাদেরকে, নাম- সুমনা, রাধিকা, রাম, শ্যাম ইত্যাদি।
সমষ্টিবাচক সর্বনাম পদ কাকে বলে? উদাহরণ দাও।
যে সর্বনাম দ্বারা ব্যাক্তি বা বস্তুর সমষ্টিকে বোঝায়, তাকে সমষ্টিবাচক সর্বনাম বলে।
যেমন-
আমরা সকল ছাত্র-ছাত্রী মিলে পড়াশুনা করি।
আমরা সবাই ভারতবাসী।
এখানে- সকল, সবাই, -------সমষ্টিবাচক সর্বনাম।
এরূপ – সবার, সব ইত্যাদি।
প্রশ্ন বাচক সর্বনাম পদ কাকে বলে? উদাহরণ দাও।
যে সর্বনাম পদের দ্বারা কোন কিছু জানার ইচ্ছা প্রকাশ করা হয়, তাকে প্রশ্ন বাচক সর্বনাম বলে।
$ads={1}
যেমন-
তোমার নাম কী?
তুমি কোথায় থাকো?
কবে স্বাধীনতা দিবস পালন করা হয়?
এখানে- কী, কোথায়, কবে-------- প্রশ্ন বাচক সর্বনাম পদ।
এরূপ- কাকে, কাদের, কোনটি, কোনখানে, কিসের, কেমন, কার, কেন ইত্যাদি।
নির্দেশক সর্বনাম পদ কাকে বলে? উদাহরণ দাও।
যে সর্বনাম পদ কোনো ব্যক্তি বা বস্তু কে নির্দেশ করে তাকে নির্দেশক সর্বনাম বলে।
যেমন-
এটা ওখানে রাখো।
ওটা নিয়ে আসো।
ওরা এখন মাঠে খেলবে।
এখানে- এটা, ওটা, ওরা ---------নির্দেশক বাচক সর্বনাম।
এরূপ- এই, এরা, এ, ও, ওই, ইত্যাদি ।
নির্দেশক সর্বনাম দুই রকম যথা-
১) সামীপ্য বাচক সর্বনাম
২) দূরত্ব বাচক সর্বনাম।
সামীপ্য বাচক সর্বনাম- সর্বনাম কাছের ব্যক্তি বা বস্তু কে নির্দেশ করে-
যেমন- এটা কার ব্যাগ?
এরা আমাদের সঙ্গে থাকবে।
দূরত্ব বাচক- দূরত্ব বাচক সর্বনাম দ্বারা দূরের ব্যক্তি বা বস্তু কে নির্দেশ করা হয়।
যেমন- উনি আমাদের মাস্টারমশাই।
অনির্দেশক বাচক সর্বনাম পদ কাকে বলে? উদাহরণ দাও।
যে সর্বনাম পদ কোন অনিদৃষ্ট ব্যক্তি বা বস্তু পরিবর্তে যে সর্বনাম পদ ব্যবহৃত হয়, তাকে অনির্দেশক সর্বনাম পদ বলে।
যেমন-
সকলেই কবি নয় কেউ কেউ কবি।
যে কেউ আমাদের সাথে থাকতে পারো।
এখানে- কেউ কেউ, যে কেউ ------ অনির্দেশক সর্বনাম।
এরূপ- কেউ, কোন কিছু, আর কেউ, অমুক ইত্যাদি।
আত্মবাচক সর্বনাম পদ কাকে বলে? উদাহরণ দাও।
যে সর্বনাম পদের অন্যের সাহায্য না নেওয়ার ভাবটি বেশ জোরের সঙ্গে প্রকাশ পায় তাকে আত্মবাচক সর্বনাম পদ বলে।
যেমন-
আমি স্বয়ং সেখানে গেলাম।
আমি নিজে এ কাজ করছি।
এখানে- স্বয়ং, নিজে --------আত্মবাচক সর্বনাম পদ।
এরূপ- নিজ, আপনি, আপন, নিজেদের ইত্যাদি ।
ব্যতিহারিক সর্বনাম পদ কাকে বলে? উদাহরণ দাও।
যে সর্বনাম পদ অন্যের সাহায্য ছাড়া স্বেচ্ছায় বা পারস্পরিক সম্পর্ক বোঝাতে যে সর্বনাম পদ ব্যবহৃত হয়, তাকে ব্যতিহারিক সর্বনাম পদ বলে।
$ads={2}
যেমন –
সে বাড়ি থেকে আপনা-আপনি চলে গেল।
এখানে – আপনা-আপনি-------- ব্যতিহারিক সর্বনাম।
এরূপ- নিজে –নিজে, পরস্পর ইত্যাদি।
সাপেক্ষবাচক সর্বনাম পদ কাকে বলে? উদাহরণ দাও।
যে সর্বনাম পদের দ্বারা বাক্যের এক অংশের সঙ্গে অপর অংশের পারস্পারিক সংযোগ রক্ষার জন্য জোড়ায় জোড়ায় যে সর্বনাম পদ ব্যবহৃত হয়, তাকে সাপেক্ষবাচক সর্বনাম পদ বলে।
যেমন –
‘যত মত তত পথ’।
‘যাহা পাই তাহা চাই না’।
এখানে- যত তত, যাহা তাহা,-------- সাপেক্ষবাচক সর্বনাম।
এরূপ- যে সে, যিনি তিনি, যেমন তেমন ইত্যাদি।
যদি সর্বনাম পদের সম্পর্কে তোমাদের কোনো অসুবিধা থাকে, তাহলে তোমরা নিচে Comment Box এ গিয়ে Comment করতে পারো। আমরা যথাসাধ্য চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার।
আমাদের Article ভালো লাগলে লাইক, শেয়ার ও Subscribe করতে পারো। যাতে তোমাদের অনুপ্রেরনাকে পাথেয় করে আরো নিত্যনতুন বিষয়ের উপর সহজতর, বোধগম্য ও চিত্তাকর্ষক লেখনী নিয়ে হাজির হতে পারি। ততক্ষন তোমরা সুস্থ থাকো, ভালো থেকো এবং এভাবেই পড়তে থাকো।
ধন্যবাদ