![]() |
বোঝাপড়া রবীন্দ্রনাথ ঠাকুর |
Bojhapora Class 8 Bengali Question and Answer
অষ্টম শ্রেণী বাংলা বোঝাপড়া প্রশ্ন উত্তর
Class 8 Bengali Bojhapora Rabindranath Tagore
বোঝাপড়া রবীন্দ্রনাথ ঠাকুর
WBBSE Class 8 Bengali Bojhapora Kobita
রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১–১৯৪১) : জন্ম কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে। ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত ভারতী ও বালক পত্রিকায় নিয়মিত লিখতেন। কথাকাহিনী, সহজপাঠ, রাজর্ষি,ছেলেবেলা, শিশু, শিশু ভোলানাথ, হাস্যকৌতুক, ডাকঘর প্রভৃতি রচনা শিশু ও কিশোর মনকে আলোড়িত নমস্কার । দীর্ঘ জীবনে অজস্র কবিতা, গান, ছোটোগল্প, উপন্যাস, প্রবন্ধ লিখেছেন, ছবি এঁকেছেন। ১৯১৩ সালে Song Offerings-এর জন্য এশিয়ার মধ্যে তিনিই প্রথম নোবেল পুরস্কার পান। দুটি স্বাধীন রাষ্ট্র ভারত ও বাংলাদেশের জাতীয় সংগীত তাঁর রচনা। পাঠ্য কবিতাটি তাঁর ক্ষণিকা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।
১.১ জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত কোন পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত লিখতেন?
১.২ ভারতের কোন প্রতিবেশী দেশে তাঁর লেখা গান জাতীয় সংগীত হিসাবে গাওয়া হয়?
২. নীচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর দাও :
২.১ ‘সেইটে সবার চেয়ে শ্রেয়।' কোনটি সবার চেয়ে শ্রেয়?
২.২ ‘ঘটনা সামান্য খুবই।' — কোন ঘটনার কথা বলা হয়েছে?
২.৩ ‘তেমন করে হাত বাড়ালে / সুখ পাওয়া যায় অনেকখানি।' – উদ্ধৃতিটির নিহিতার্থ স্পষ্ট করো।
২.৪ ‘মরণ এলে হঠাৎ দেখি / মরার চেয়ে বাঁচাই ভালো।' — ব্যাখ্যা করো।
-
২.৫ ‘তাহারে বাদ দিয়েও দেখি / বিশ্বভুবন মস্ত ডাগর।' — উদ্ধৃতিটির মধ্য দিয়ে জীবনের কোন সত্য প্রকাশ পেয়েছে?
২.৬ কীভাবে মনের সঙ্গে বোঝাপড়া করতে হবে?
২.৭ ‘দোহাই তবে এ কার্যটা / যত শীঘ্র পারো সারো।' কার্যটি শীঘ্র সারতে হবে কেন? কবি কোন কার্যের কথা বলেছেন? সেই
২.৮ কখন আঁধার ঘরে প্রদীপ জ্বালানো সম্ভব?
২.৯ ‘ভুলে যা ভাই, কাহার সঙ্গে / কতটুকুন তফাত হলো।' বোঝাতে চেয়েছেন? এই উদ্ধৃতির মধ্যে দিয়ে কবি কী
২.১০ ‘অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি / এলে সুখের বন্দরেতে,’ ‘ঝঞ্ঝা কাটিয়ে আসা' বলতে কী বোঝো?
শব্দার্থ : মান্ধাতার আমল – রাবণরাজার সমসাময়িক মান্ধাতার যুগ বা অতি প্রাচীনকাল। আর্তরবে - কাতর ধ্বনিতে। শ্রেয় – সংগত, উপযুক্ত। ডাগর – দীর্ঘ, বড়ো। -
৩. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো :
- ৩.১ ‘ভালো মন্দ যাহাই আসুক / সত্যেরে লও সহজে।' তুমি কি কবির সঙ্গে একমত? জীবনে চলার পথে নানা বাধাকে তুমি কীভাবে অতিক্রম করতে চাও?
৩.২ ‘মনেরে আজ কহ যে, / ভালো মন্দ যাহাই আসুক / সত্যেরে লও সহজে।' — কবির মতো তুমি কি কখনও মনের সঙ্গে কথা বলো? সত্যকে মেনে নেবার জন্য মনকে তুমি কীভাবে বোঝাবে একটি - পরিস্থিতি কল্পনা করে বুঝিয়ে লেখো।
৩.৩ ‘তেমন করে হাত বাড়ালে / সুখ পাওয়া যায় অনেকখানি।' —‘তেমন করে’ কথাটির অর্থ বুঝিয়ে দাও। এখানে কবি কী ধরনের সুখের ইঙ্গিত করেছেন লেখো। -
৪. নীচের শব্দগুলির দল বিশ্লেষণ করে মুক্ত দল ও রুদ্ধ দল চিহ্নিত করো : বোঝাপড়া, কতকটা, সত্যেরে, পাঁজরগুলো, বিশ্বভুবন, অশ্রুসাগর।
৫. নীচের প্রতিটি শব্দের তিনটি করে সমার্থক শব্দ লেখো :
মন, জখম, ঝঞ্ঝা, ঝগড়া, সামান্য, শঙ্কা, আকাশ।
৬. নীচের প্রতিটি শব্দের বিপরীতার্থক শব্দ দিয়ে শব্দজোড় তৈরি করে বাক্য রচনা করো : আঁধার, সত্য, দোষ, আকাশ, সুখ।