Vat | ভাত গল্প দ্বাদশ শ্রেণী বাংলা সংক্ষিপ্ত প্রশ্ন । Class 12 Bengali Vat Golpo Sonkhipto Prosno

 
ভাত  গল্প
ভাত  গল্প 

WBCHSE Class 12 Bengali Vat Golpo Sonkhipto Prosno

 Vat Golpo Mahasweta Debi

Class 12 Vat Golpo

ভাত গল্প সংক্ষিপ্ত প্রশ্ন

 ক্লাস 12 ভাত গল্প মহাশ্বেতা দেবী


$ads={1}

১) ভাত গল্পটি কার লিখা?

উত্তরঃ মহাশ্বেতা দেবী।

২) ভাত গল্পটির উৎস কি?

উত্তরঃ 'শ্রেষ্ঠ গল্প' সংকলন থেকে নেওয়া হয়েছে।

৩) উচ্ছবের কোন জিনিস বড় বাড়ির বড়ো বউ এর ভালো লাগেনি?

উত্তরঃ চাহনি।

৪) উচ্ছবের চাহনি কেমন ছিল?

উত্তরঃ উগ্র।

৫) ভাত খাবে কাজ করবে কথাটি কে বলেছিল? 

উত্তরঃ বামুন ঠাকুর।

৬) এ সংসারে সব কিছু কার নিয়মে চলে? 

উত্তরঃ বড়ো পিসিমার।

৭) বড়ো বাড়ির বৃদ্ধ মরতে বসেছে বলে বাড়িতে কি হচ্ছে?

উত্তরঃ হোম-যজ্ঞি।

৮) বড়ো বউ এর শ্বশুরের বয়স কত?

উত্তরঃ বিরাশি (৮২) বছর।

৯) কার বাবা তান্ত্রিক এনেছিল?

উত্তরঃ ছোটো বউ এর বাবা।

১০) 'তার আসার কথা ওঠে না'-- কার আসার কথা ওঠে না? 

উত্তরঃ সেজ ছেলের।

$ads={2}

১১) বড়ো বাড়ির সংসার কার নিয়মে চলে? 

উত্তরঃ বড়ো পিসিমা। 

১২) খুবই অদ্ভুত কথাটি কি?

উত্তরঃ বড়ো পিসিমার বিয়ে হয়নি। 

১৩) বড়ো বাড়িতে কতগুলি শিবমন্দির আছে?

উত্তরঃ একটা।

১৪) ভাত রচনায় মহাদেবের কয়টি রুপের বর্ণনা রয়েছে?

উত্তরঃ চারটি। 

১৫) বড়ো বউ কি ভাবার চেষ্টা করে? 

উত্তরঃ তখনও চাঁদ সূর্য উঠবে কিনা ( অর্থাৎ শ্বশুর মারা যাওয়ার পর কি অবস্থা হবে তা বোঝাতে এই কথা বলা হয়েছে)। 

১৬) কনকপানি চালের ভাত রান্না হয় কার জন্য?

উত্তরঃ বড়ো বাবুর জন্য (বড়ো ছেলের জন্য)।

১৭) 'ময়ুর ছাড়া কার্তিক আসবে নাকি' কথাটি কে বলেছিল?

উত্তরঃ বড়ো পিসিমা। 

১৮) 'বাদা থেকে চাল আসছে'- বাদা কি?

উত্তরঃ নিম্নভুমি।

১৯) উচ্ছবের মেয়ের নাম কি? 

উত্তরঃ চন্নুনি। 

২০) উচ্ছবকে কোন জিনিস উতলা করে?

উত্তরঃ ফুটন্ত ভাতের গন্ধ। 

২১) বাসিনীর মনিব বাড়ির বুড়ো কর্তার বয়স কত?

উত্তরঃ বিরাশি বছর।

২২) বড়ো বাড়ির কোন ছেলে বিলেতে থাকে?

উত্তরঃ সেজো ছেলে।

২৩) ভাত গল্পের বড়ো বাড়ির ছেলেরা সকালে ক টার আগে ঘুম থেকে ওঠে না?

উত্তরঃ এগারোটা।

২৪) ভাত গল্পে পিসিমাদের দেবত্র বাড়ি কতগুলি? 

উত্তরঃ আঠারোটা। 

২৫) হোমযজ্ঞির জন্য তান্ত্রিক এনেছিলেন কে?

উত্তরঃ ছোট বৌমার বাবা।

$ads={1}

২৬) হোমযজ্ঞির জন্য কোথা থেকে বালি আনার প্রয়োজন?

উত্তরঃ শ্মশান থেকে।

২৭) ভাত গল্পে মুমূর্ষু বৃদ্ধের স্ত্রীকে ভালো মন্দ রান্না করে খওয়ানোর দায়িত্ব ছিল কার? 

উত্তরঃ মেজো বউ এর। 

২৮) বড়ো বউ যখন বুড়ো কর্তার ঘরে গেলেন তখন সে ঘরে আর কে ছিলেন? 

উত্তরঃ নার্স। 

২৯) "তার আসার কথা ওঠে না"- কার আসার কথা ওঠে না? 

উত্তরঃ সেজো ছেলের। 

৩০) "তোরেও তো টেনে নিচ্ছিল" - বক্তা কে? 

উত্তরঃ সাধন। 

৩১) উচ্ছবের বাবার নাম কি? 

উত্তরঃ হরিচরণ নাইয়া।

৩২) "সরকার ঘর কত্তে খরচা দেবে শুনছ না?"- বক্তা কে? 

উত্তরঃ সাধন।

৩৩) বড়ো বাড়ির মন্দিরের মাথায় যে ত্রিশূল ছিল সেটা কিসের?

উত্তরঃ পেতলের।

৩৪) উচ্ছব দের অঞ্চলের পুরোহিতের নাম কি? 

উত্তরঃ মহানাম। 

৩৫) বাসিনী উচ্ছবকে লুকিয়ে কি খেতে দিয়েছিল? 

উত্তরঃ ছাতু।

৩৬) "অন্ন লক্ষ্মী" - কথাটি কে বলত?

উত্তরঃ উচ্ছবের ঠাকুমা।

৩৭) সকালে লোকজন উচ্ছবকে কোথায় ধরেছিল? 

উত্তরঃ স্টেশনের প্লাটফর্ম -এ । 

৩৮) উচ্ছব ট্রেনে চেপে কোথায় যাবে ভেবেছিল? 

উত্তরঃ ক্যানিং। 

৩৯) বুড়ো কর্তার কত বছর বাচার কথা ছিল? 

উত্তরঃ আটানব্বই বছর।

$ads={2}

৪০)  "উনি আমার পতিদেবতা"- বক্তা কে? উনিই বা কে?

উত্তরঃ বক্তা হলেন বড়ো পিসিমা এবং উনি হলেন শিব ঠাকুর।

৪১) "বড়ো বউ চুপ করে যায়"।- তার চুপ থাকার কারণ কি?

উত্তরঃ বড়ো পিসিমার ঠেস দেওয়া কথাবার্তার জন্য।

৪২) হোম যজ্ঞির জন্য কোন কোন কাঠ আনা হয়েছিল?

উত্তরঃ বেল, ক্যাওড়া, অশ্বত্থ, বট, তেতুল কাঠ। 



Newton Hossain

Newton Hossain, the founder of this blog, is a Lecturer of the English Language and also loves to explain Life science and Geography.

Post a Comment (0)
Previous Post Next Post