![]() |
সারাদিন সুনির্মল চক্রবর্তী কবিতা তৃতীয় শ্রেণি পাতাবাহার |
Saradin Class -3 Bangla Answer from 9 to 17
{tocify} $title={Table of Contents}
৯. কী বলে লেখো :
হাতির ডাক.........................ঘোড়ার ডাক.........................
পাখির ডাক...........................
উত্তরঃ হাতির ডাক হল- শিংগা
ঘোড়ার ডাক হল- হ্রেষা ধ্বনি
পাখির ডাক হল- কিচিরমিচির
ঘোড়ার ডাক হল- হ্রেষা ধ্বনি
পাখির ডাক হল- কিচিরমিচির
$ads={1}
১০. আমি আঁকি। (তুমি, সে, আর তিনি আঁকলে, কী লিখবে?)
তুমি,সে..
তিনি..
উত্তরঃ তুমি আঁক
সে আঁকে
তিনি আঁকেন।
১১. একের বেশি বোঝানো হয়েছে, এমন তিনটি শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো :
সে আঁকে
তিনি আঁকেন।
১১. একের বেশি বোঝানো হয়েছে, এমন তিনটি শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো :
উত্তরঃ নানা ছবি, ভাবনারা।
১২. শব্দযুগলের অর্থ পার্থক্য দেখাও:
মন -মন, নিরব
১২. শব্দযুগলের অর্থ পার্থক্য দেখাও:
মন -মন, নিরব
আসা- আগমন করা
আশা-কোনো কিছুর প্রত্যাসা করা
আশা-কোনো কিছুর প্রত্যাসা করা
উত্তরঃ
সারাদিন সুনির্মল চক্রবর্তী কবিতা তৃতীয় শ্রেণি পাতাবাহার ।৯ থেকে ১৭ পর্যন্ত সমস্ত প্রশ্নের উত্তর
১৩. ‘রয়ে’ ও ‘ভরে' শব্দ দুটির অন্য রূপ লেখো।১৪ নির্দেশ অনুযায়ী উত্তর দাও :
১৪:১ চায়’ শব্দটিকে ‘তাকানো" ও "চাওয়া' এই দুটি অর্থে ব্যবহার করে দুটি বাক্য
ছেলেটি তার মায়ের দিকে চেয়ে (চায়)রয়েছে।
শিশুদের চাওয়ার শেষ নেয়।
১৪.২ 'পাতা' শব্দটিকে দুটি অর্থে ব্যবহার তবে দুটি বাকা লেখো।
পাতা ⇒বইয়ের পৃষ্ঠা বা খাতার পৃষ্ঠা সাধারণত কাগজের হয়।
পাতা ⇒ গাছের পাতা হাওয়ায় নড়ছে।
$ads={2}
Saradin Sunirmol Chokroborti Kobita Class 3 Bangli Part 2 Answer Sheet | সারাদিন সুনির্মল চক্রবর্তী কবিতা তৃতীয় শ্রেণি পাতাবাহার ।১ থেকে ৮ পর্যন্ত সমস্ত প্রশ্নের উত্তর
১৫. বাক্য রচনা করো :
সারাদিন, খাতা, হিজিবিজি, ছবি, মন।সারাদিন- চাষিরা সারাদিন মাঠে কাজ চাষ করে।
খাতা- খাতায় আমরা সাধারণত আমরা লিখি।
হিজিবিজি- হিজিবিজি লেখা স্পষ্ট বোঝা যায়না।
ছবি- মরজিনা ছবি আঁকতে ভালোবাসে।
মন- মন দিয়ে লেখাপড়া করা দরকার।
১৬. বাক্য বাড়াও.
১৬১ আমি আঁকি। (কী আরো ?)১৬.২ খাতাটায় বয়ে যায়। তা কীভাবে