![]() |
Amader Poribesh Class 4 Poribesher Upadan Jibjogot Part 3 |
নানা প্রাণীর নানা রূপ
নানা প্রাণীর নানা রূপ
গিরগিটিটা পাঁচিলের ওপর বসে রোদ পোহাচ্ছিল। কিছু দিন আগে টিপাই এই গিরগিটিটাকে দেখেছিল জবা গাছের ডালে। কেমন ছাইরঙা। আজ কিন্তু ও ভালো করে দেখতে পায়নি। বেশ খয়েরি বঙা। পাঁচিলের সঙ্গে একাকার হয়ে গেছে। পাথে বুম্বার সঙ্গে দেখা। বুম্বাকে টিপাই গিরগিটির কথা বলল।বুম্বা বলল- জানিস সেদিন আমাদের বাড়ির গাছে একটা সাপ দেখেছিলাম। পুরো সবুজ রঙের। আমি তো প্রথমে দেখতে পাইনি। হঠাৎ কী একটা নড়ছে দেখলাম। তারপর বুঝলাম এটা সাপ।
পরদিন ক্লাসে দিদিমণিকে এসব কথা বলল। দিদিমণি বললেন– বাঃ, তোমরা তো বিভিন্ন প্রাণীর গানের বহু ভালো লক্ষ করেছ। অনেক প্রাণীরাই রং বদলে বা বিশেষ রং ধারণ করে বাঁচার চেষ্টা করে। যাতে অন্য প্রাণী বা মানুষ এসে মেয়ে না দেয়।
রীতা বলল- দিদি শজারুর গায়ে কাঁটা কেন?
বুম্বা বলল যাতে ওদের কেউ ধরতে না পারে।
পিদিমণি বললেন – ঠিক বলেছ।
পিদিমণি বললেন – ঠিক বলেছ।
টিপাই বলল – তাহলে গোরুর শিং
ডমরু বলে উঠল— কেউ মারতে গেলেই গুতিয়ে দেবে। সবাই হেসে উঠল। দিদিমণি বললেন-কমের ডোবাঝাটা..................
ডমরু বলে উঠল— কেউ মারতে গেলেই গুতিয়ে দেবে। সবাই হেসে উঠল। দিদিমণি বললেন-কমের ডোবাঝাটা..................
তোমরা এবার দলে মিলে নীচের কাজটা করে ফেলো। তোমাদের এলাকার প্রাণীগুলোকে দেখো। শিংওলা, নখওলা, চারপাশের গাছপালার সঙ্গে রং মিলিয়ে চলা প্রাণীদের নাম নীচের তালিকায় লেখো।
কী ধরনের প্রাণী |
প্রাণীদের নাম |
১। শিংওলা প্রাণী |
গোরু, ছাগল, মোষ |
২। ধারালো নখওয়ালা প্রাণী |
বাজপাখি, চিল, মুরগী |
৩। গাছপালার রঙের সঙ্গে রং মিলিয়ে চলা প্রাণী |
টিয়া পাখি, সাপ |
জলজ প্রাণীর কথা
Amader Poribesh Class 4 Poribesher Upadan Jibjogot Part 3 |
পাখির মতো উড়বো
জলে থাকে মাছ। মাছেরাও নানারকমের। নানা নামও রয়েছে। কারোর নাম রুই, কাতলা। কারোর নাম কই, শিপ্তি। কারোর নাম বোয়াল, তো কারোর নাম ন্যানোস। সবাই জলে থাকে। জ্বলে সবাই সাঁতরে চলে। তাই রয়েছে পাখনা। নানা ধরনের পাখনা। আর রয়েছে আঁশ। সারা শরীরজুড়ে। আঁশগুলো বেশ শক্তপোক্ত। বাইরের আঘাত থেকে বাঁচায়। শিঙি, মাগুরের কাঁটা বেশ সুঁচালো। শত্রুরা ভয় পেয়ে যায়। জ্বলে শুধুই কী মাছ। জলে থাকে কাঁকড়া, চিংড়ি, শামুক, কচ্ছপ, কুমির কত কী। কাঁকড়ার দাঁড়াগুলো বেশ খাঁজকাটা। শামুকের মতো নরম শরীরটা শক্ত খোলসে ঢাকা, কচ্ছপেরও তাই। হাঁস কিন্তু পাখি। জল ছাড়া থাকতেই পারে না। সাঁতার কাটার জন্য পায়ের আঙুলগুলো জোড়া।
প্রাণীর নাম |
অঙ্গের নাম |
তাদের কাজ |
১।চিংড়ি |
পা, লেজ |
|
২।শামুক |
শক্ত খোলস |
|
৩।কাঁকড়া |
|
|
৪।রুই মাছ |
|
সাতারকাটা |
Amader Poribesh Class 4 Part 2 | আমাদের পরিবেশ প্রথম অধ্যায় | পরিবেশের উপাদানঃ জীবজগৎ | জলের উদ্ভিদ ও ডাঙ্গার উদ্ভিদ এবং নানা ধরনের প্রাণী
Amader Poribesh Class 4 Poribesher Upadan Jibjogot |
pq
Amader Poribesh Class 4 Poribesher Upadan Jibjogot |
পাখির নাম |
ডানার রং |
ঠোঁট লম্বা না ছোট /শুরু না মোটা |
কী খায় |
চড়াই |
|
|
|
ধনেশ | কালো | লম্বা | |
টুনটুনি |
সবুজ |
ছোটো |
|
পেঁচা |
সাদা |
শুরু |
|
শালিক |
কাল-হলুদ |
ছোটো |
|
কাঠঠোকরা |
দাগ কাঁটা ,হাল্কা কালো |
|
পোকামাকড় |