Class 8 Geography Rock Chapter | অষ্টম শ্রেণী ভূগোল শিলা অধ্যায়


শিলা
শিলা


WBBSE Class 8 Geography Rock Chapter 

Class 8 Bhugol Sila Oddhay

Class 8 Sila 

অষ্টম শ্রেণী ভূগোল শিলা অধ্যায় 

শিলা

অষ্টম শ্রেণী 

ভূগোল 

শিলা অধ্যায় 


1)  শিলা কাকে বলে ও কয় প্রকার ও কি কি?

উত্তর- পৃথিবী যে শক্ত আবরণ দিয়ে ঢাকা, তাকে শিলা বলে। অথাৎ, শিলা এক বা একাধিক খনিজের সমসত্ত্ব বা অসমসত্ত্ব মিশ্রণ। শিলা গঠনকারী কয়েকটি খনিজ হল সিলিকেট, কোয়ার্টস, হর্নব্লেন্ড, ফেল্ডসপার অভ্র, ক্যালসাইট প্রভৃতি। যেমন—গ্র্যানাইট শিলা, কোয়ার্টস, ফেল্ডসপার, মাইকা ও হর্নব্লেন্ড খনিজ দ্বারা গঠিত। আবার চুনাপাথর শুধুমাত্র ক্যালসাইট অথবা অ্যারাগোনাইট খনিজ দিয়ে গঠিত।

শিলা তিন প্রকার - 

i) আগ্নেয় শিলা 

ii) পাললিক শিলা

iii) রূপান্তরিত শিলা

2)  আগ্নেয় শিলা ও প্রাথমিক শিলা কাকে বলে?

উত্তর- পৃথিবী সৃষ্টির সময় উত্তপ্ত ও তরল অবস্থা থেকে ধীরে ধীরে তাপ বিকিরণের মাধ্যমে শীতল ও কঠিন হয়ে ভূত্বকের ওপরে যে শিলার সৃষ্টি করে, তাকে আগ্নেয়শিলা বলা হয়। পৃথিবীতে প্রথম সৃষ্টি হওয়ায় এই শিলার আর-এক নাম প্রাথমিক শিলা। উদাহরণ: ব্যাসল্ট, গ্র্যানাইট ইত্যাদি।

3) উৎপত্তি অনুসারে আগ্নেয়শিলা কয় প্রকার ও কি কি? 

উত্তর- দুই প্রকার- যথা— (a) নিঃসারী আগ্নেয়শিলা, (b) উদ্‌বেধী আগ্নেয়শিলা। উদাহরণ: ব্যাসল্ট, গ্র্যানাইট ইত্যাদি।

4) নিঃসারী ও উদবেধী আগ্নেয়শিলা কাকে বলে উদাহরণ দাও।

উত্তর- 

  • নিঃসারী আগ্নেয়শিলা (Extrusive Igneous Rock) 

ভূ-অভ্যন্তরের অত্যধিক চাপে উত্তপ্ত গলিত ম্যাগমা ভূত্বকের দুর্বল ফাটলের মধ্যে দিয়ে ভূপৃষ্ঠে লাভারূপে এসে শীতল ও কঠিন হয়ে যে-আগ্নেয়শিলার সৃষ্টি করে, তাকে নিঃসারী শিলা বলে। যেমন— ব্যাসল্ট।

  •  উদ্‌বেধী আগ্নেয়শিলা (Intrusive Igneous Rock) 

ভূ-অভ্যন্তরের গলিত ম্যাগমা ভূত্বকের দুর্বল ফাটল বা ছিদ্রের মাধ্যমে ভূপৃষ্ঠের বাইরে পৌঁছোতে না পেরে ভূ-অভ্যন্তরেই ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে যে শিলার সৃষ্টি করে, তাকে উদ্‌বেধী আগ্নেয়শিলা বলা হয়। যেমন— গ্র্যানাইট, ডলোরাইট।

5)  শিলার প্রবেশ্যতা বা সান্দ্রতা কাকে বলে?

উত্তর- শিলার প্রবেশ্যতা (Permeability)  > শিলার অণুগুলির মধ্যেদিয়ে তরল বা গ্যাসীয় পদার্থের প্রবেশ করার ক্ষমতাকেই শিলার ‘প্রবেশ্যতা’ বলা হয় । পাললিক শিলার অণুগুলিরই শুধুমাত্র সচ্ছিদ্রতা ও প্রবেশ্যতা রয়েছে। আগ্নেয় বা রূপান্তরিত শিলার অণুগুলি প্রবেশ্য নয়। কারণ এগুলি সচ্ছিদ্র নয়। তবে এগুলির   বৃহদাকার বা ক্ষুদ্রাকার ফাটল দিয়ে জল ঢুকতে পারে।

6)  উদবেধী আগ্নেয়শিলা কয় প্রকার ও কি কি?

উত্তর - উদবেধী আগ্নেয়শিলা দুই প্রকার যথা - i) পাতালিক আগ্নেয় শিলা 

ii) উপপাতালিক আগ্নেয় শিলা

7) পাললিক শিলা কাকে বলে উদাহরণ দাও। 

উত্তর - আবহাওয়া ও জলবায়ু ইত্যাদি পরিবর্তনের ফলে বৃষ্টির জল , বাতাস, কুয়াশা, ঝড় ইত্যাদির কারণে মাটির উপরিভাগের ভূ- পৃষ্ঠের কাদামাটি, বালিমাটি ইত্যাদি ধুয়ে কোনাে কোনাে জায়গায় পলি আকারে জমা হয় তারপরে পলির মধ্যে জমে থাকা কণাগুলাে বিভিন্ন স্তরে স্তরে সজ্জিত হয়ে যে শিলা গঠন করে তাকে পাললিক শিলা বলে। যেমন— বেলেপাথর।

৪)  পলির উৎপত্তি অনুসারে পাললিক শিলা কয় প্রকার ও কি কি?

উত্তর - উৎপত্তি অনুসারে পাললিক শিলা তিন প্রকার যথা ( i ) সাধারণভাবে বা যান্ত্রিক উপায়ে উৎপন্ন পাললিক শিলা ( ii ) জৈব পদার্থ থেকে উৎপন্ন পাললিক শিলা ( iii ) রাসায়নিক পদ্ধতিতে গঠিত পাললিক শিলা 

9) পাললিক শিলার বৈশিষ্ট্য ও বিশেষত্ব কি? 

উত্তর - i] পাললিক শিলা স্তরে স্তরে সঞ্চিত হয় বলে একে স্তরীভূত শিলা বলা হয় । 

ii] এতে জীবাশ্ম দেখা যায়। 

iii] এই শিলা নরম ও হালকা প্রকৃতির । 

iv] এই শিলা ভঙ্গুর।

v] পাললিক শিলাকে জৈব শিলা বলে। 

10) সংঘাত শিলা ও অসংঘাত শিলা কাকে বলে উদাহরণ দাও।

উত্তর - 

ক) সংঘাত শিলা  - বিভিন্ন প্রাকৃতিক শক্তির মাধ্যমে প্রাথমিক আগ্নেয়শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে যে পাললিক শিলার সৃষ্টি করে, তাকে সংঘাত শিলা বলে। 

উদাহরন - কাদা পাথর, বেলে পাথর ইত্যাদি। 

খ) অসংঘাত শিলা - সংঘাত ছাড়া অন্যভাবে সৃষ্ট সমস্ত পাললিক শিলাকে অসংঘাত শিলা বলে। এই ধরণের পাললিক শিলা প্রধানত জীবদেহ ও রাসায়নিক প্রক্রিয়ায় সৃষ্ট হয়ে থাকে। 

উদাহরণ - চুনাপাথর, কয়লা ইত্যাদি। 

11)  রূপান্তরিত শিলা কাকে বলে? 

উত্তর - আগ্নেয় ও পাললিক শিলা ভূ অভ্যন্তরের প্রচণ্ড চাপে, তাপে ও রাসায়নিক বিক্রিয়ায়  দীর্ঘ সময় ধরে তার পুরানো ভৌত ও রাসায়নিক ধর্ম হারিয়ে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট যে শিলায় পরিণত হয়, তাকে রূপান্তরিত শিলা বলে।

12)  কী কী উপায়ে শিলা রূপান্তরিত হয়? 

উত্তর - i) তাপের প্রভাবে শিলার রূপান্তর ঘটে

ii) চাপের প্রভাবে শিলার রূপান্তর ঘটে

iii) রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে শিলার রূপান্তর ঘটে

iv) চাপ জনিত চলন এর প্রভাবে শিলার রূপান্তর ঘটে

13) গ্রানাইট, বেলে পাথর, চুনাপাথর, পিট কয়লার থেকে রূপান্তরিত শিলার নাম লিখ।

উত্তর - গ্রানাইট - নিস, বেলে পাথর - কোয়ার্টজাইট, চুনা পাথর - মার্বেল পাথর, পিট কয়লা- গ্রাফাইট। 

14) জীবাশ্ম কাকে বলে ? কোন শিলায় দেখা যায়?

উত্তর - পাললিক শিলা গঠন কালে অনেক সময় মৃত সামুদ্রিক প্রাণী, উদ্ভিদ প্রভৃতি চাপা পড়ে প্রস্তরীভূত হয়ে যায়, একে জীবাশ্ম বলে।

একমাত্র পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায়

Newton Hossain

Newton Hossain, the founder of this blog, is a Lecturer of the English Language and also loves to explain Life science and Geography.

Post a Comment (0)
Previous Post Next Post