Model Activity Task February 2022 | Class - 3 Math |
Model Activity Task February 2022 | Class - 3 Math Full Marks: 15
Class - 3 Math Feb Part-2 Full Marks: 15
মডেল অ্যাক্টিভিটি টাস্ক তৃতীয় শ্রেণি গণিত পূর্ণমান : ১৫
February 2022 Class - 3 Math
Math Model Activity Task February 2022
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
তৃতীয় শ্রেণি
গণিত
পূর্ণমান : ১৫
নীচের প্রশ্নগুলির উত্তর লেখো ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো
(ক) বল দেখে সংখ্যা দুটির যোগফল হলো-Model Activity Task February 2022 | Class - 3 Math Full Marks: 15 |
(a) ১৬
(b) ৭৯
(c) ৮৮
(d) ৯৭
(b) ৭৯
(c) ৮৮
(d) ৯৭
উত্তরঃ (b) ৭৯,
(খ) ৩০৪ সংখ্যাটির একক এবং দশক স্থানের অঙ্ক দুটি স্থান বিনিময় করলে সংখ্যাটি হয়।
(a) ০৩৪
(b) 80৩
(c) 8৩০
(d) ৩8০
(খ) ৩০৪ সংখ্যাটির একক এবং দশক স্থানের অঙ্ক দুটি স্থান বিনিময় করলে সংখ্যাটি হয়।
(a) ০৩৪
(b) 80৩
(c) 8৩০
(d) ৩8০
উত্তরঃ (d) ৩8০
২. সত্য/মিথ্যা লেখো :
(ক) চারশো চব্বিশ সংখ্যাটি অঙ্কে লিখলে হয় ২৪৪। উত্তরঃ চারশো চব্বিশ সংখ্যাটি অঙ্কে লিখলে হয় ২৪৪- মিথ্যা.
চারশো চব্বিশ সংখ্যাটি অঙ্কে লিখলে হয়-৪২৪।
(খ) ৯৯ + ১ সংখ্যাটিকে রঙিন বল এবং কাঠি দিয়ে প্রকাশ করলে একটি শতকের কাঠির প্রয়োজন হয়।
(খ) ৯৯ + ১ সংখ্যাটিকে রঙিন বল এবং কাঠি দিয়ে প্রকাশ করলে একটি শতকের কাঠির প্রয়োজন হয়।
উত্তরঃ ৯৯ + ১ সংখ্যাটিকে রঙিন বল এবং কাঠি দিয়ে প্রকাশ করলে একটি শতকের কাঠির প্রয়োজন হয়-সত্য।
যোগফলটি হবে=৯৯ + ১ = ১০০।
৩. (ক) চিত্রের সাহায্যে কাঠিতে পুতি বসিয়ে ১১৯ সংখ্যাটিকে প্রকাশ করো।
৩. (ক) চিত্রের সাহায্যে কাঠিতে পুতি বসিয়ে ১১৯ সংখ্যাটিকে প্রকাশ করো।
উত্তরঃ
(খ) চারশো ত্রিশ সংখ্যাটিকে পড়ি এবং কাঠির সাহায্যে প্রকাশ করলে প্রত্যেকটি বাড়িতে পুতির সংখ্যা।
(খ) চারশো ত্রিশ সংখ্যাটিকে পড়ি এবং কাঠির সাহায্যে প্রকাশ করলে প্রত্যেকটি বাড়িতে পুতির সংখ্যা।
উত্তরঃ তিন আঙ্কের বৃহত্তম সংখ্যাটি কথায় হল- নয়শত নিরানব্বই।
তিন আঙ্কের বৃহত্তম সংখ্যাটি অঙ্কে হল - ৯৯৯।
Link For All Model Task