Madhyamik 2021-2022 TEST PAPERS Life Science |
Madhyamik 2021-2022 TEST PAPERS Life Science Page 301- 303
{tocify} $title={Table of Contents}
MADHYAMIK TEST PAPERS 2021-22
LIFE SCIENCE
BAHIN HIGH SCHOOL (H.S) SUBJECT-LIFE SCIENCE
১. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পন্ন করে লেখ-
১.১ সূর্যশিশির নামক পতঙ্গ উদ্ভিদের পাতার কর্ষিকা গুলি পতঙ্গের সংস্পর্শে আসামাত্র বেঁকে গিয়ে পতঙ্গ কে চেপে ধরে। এটি হলো-
(ক) সিসমোন্যাস্টিক(খ) থার্মোন্যাস্টিক
(গ) ফটোন্যাস্টিক
(ঘ) কেমোন্যাস্টিক
উত্তরঃ সূর্যশিশির নামক পতঙ্গ উদ্ভিদের পাতার কর্ষিকা গুলি পতঙ্গের সংস্পর্শে আসামাত্র বেঁকে গিয়ে পতঙ্গ কে চেপে ধরে। এটি হলো-(ঘ) কেমোন্যাস্টিক।
(খ) ACTH
(গ) ইস্ট্রোজেন
(ঘ) থাইরক্সিন
১.২ মহিলাদের ক্ষেত্রে ফলিকল স্টিমুলেটিং হরমোন ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে যে হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায় সেটি হল-
(ক) STH(খ) ACTH
(গ) ইস্ট্রোজেন
(ঘ) থাইরক্সিন
উত্তরঃ মহিলাদের ক্ষেত্রে ফলিকল স্টিমুলেটিং হরমোন ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে যে হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায় সেটি হল-(গ) ইস্ট্রোজেন।
(খ) বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হওয়া
(গ) চোখের লেন্সের স্বচ্ছতা নষ্ট হয়ে যাওয়া
(ঘ) বস্তুর প্রতিবিম্ব রেটিনার পিছনে গঠিত হওয়া
১.৩ নিচের বাক্যগুলি থেকে মায়োপিয়ার সঙ্গে সম্পর্কিত সমস্যাকে চিহ্নিত করো-
(ক) চোখের লেন্সের স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে যাওয়া(খ) বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হওয়া
(গ) চোখের লেন্সের স্বচ্ছতা নষ্ট হয়ে যাওয়া
(ঘ) বস্তুর প্রতিবিম্ব রেটিনার পিছনে গঠিত হওয়া
উত্তরঃ নিচের বাক্যগুলি থেকে মায়োপিয়ার সঙ্গে সম্পর্কিত সমস্যাকে চিহ্নিত করো-(খ) বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হওয়া।
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ West Bengal Board of Secondary Education
১.৪ মানবদেহে অপটিক স্নায়ুর সংখ্যা নিরূপণ করো-
(ক) 10 জোড়া(খ) 12 জোড়া
(গ) 1 জোড়া
(ঘ) 13 জোড়া
উত্তরঃ মানবদেহে অপটিক স্নায়ুর সংখ্যা নিরূপণ করো-(গ) 1 জোড়া।
(খ) এডাকশন
(গ) অ্যাবাডাকশন
(ঘ) ফ্লেক্সন
১.৫ শরীরের মধ্যরেখা তথা কেন্দ্রীয় পক্ষ থেকে হাত বা পা কে দূরে সরিয়ে নেওয়া কে বলা হয়-
(ক) এক্সটেনশন(খ) এডাকশন
(গ) অ্যাবাডাকশন
(ঘ) ফ্লেক্সন
উত্তরঃ শরীরের মধ্যরেখা তথা কেন্দ্রীয় পক্ষ থেকে হাত বা পা কে দূরে সরিয়ে নেওয়া কে বলা হয়-(গ) অ্যাবাডাকশন।
(খ) কচুরিপানা
(গ) আদা
(ঘ) পাথরকুচি
১.৬ পত্রজ মুকুল এর মাধ্যমে প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তার করে যে উদ্ভিদ সিটি নির্বাচন করো-
(ক) মিষ্টি আলু(খ) কচুরিপানা
(গ) আদা
(ঘ) পাথরকুচি
উত্তরঃ পত্রজ মুকুল এর মাধ্যমে প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তার করে যে উদ্ভিদ সিটি নির্বাচন করো-(ঘ) পাথরকুচি।
(খ) প্লাসমোডিয়াম- পুনরুৎপাদন
(গ) মস-রেনু উৎপাদন
(ঘ) অ্যামিবা- দ্বিবিভাজন
১.৭ নিচের যে জোড়টি সঠিক নয় তা নির্বাচন করো-
(ক) ইস্ট-কোরকদগম(খ) প্লাসমোডিয়াম- পুনরুৎপাদন
(গ) মস-রেনু উৎপাদন
(ঘ) অ্যামিবা- দ্বিবিভাজন
উত্তরঃ নিচের যে জোড়টি সঠিক নয় তা নির্বাচন করো-(খ) প্লাসমোডিয়াম- পুনরুৎপাদন ।
(খ) রোটেশন
(গ) জনুক্রম
(ঘ) রূপান্তর
১.৮ জীবের ডিপ্লয়েড ও হ্যাপ্লয়েড পর্যায়ক্রমিক আবর্তনকে বলে-
(ক) কোষ বিভাজন(খ) রোটেশন
(গ) জনুক্রম
(ঘ) রূপান্তর
উত্তরঃ জীবের ডিপ্লয়েড ও হ্যাপ্লয়েড পর্যায়ক্রমিক আবর্তনকে বলে-(গ) জনুক্রম।
TEST PAPERS Life Science Page 301- 303
১.৯ মানব পরিস্ফুটনের যে দশায় স্বাভাবিকভাবেই স্মৃতিশক্তি ও দৃষ্টি শক্তি দুর্বল হতে থাকে তা হল-
(ক) শৈশব(খ) বয়সন্ধি
(গ) বার্ধক্য
(ঘ) সদ্যজাত
উত্তরঃ মানব পরিস্ফুটনের যে দশায় স্বাভাবিকভাবেই স্মৃতিশক্তি ও দৃষ্টি শক্তি দুর্বল হতে থাকে তা হল-(গ) বার্ধক্য।
(খ) 22 টি
(গ) 23 টি
(ঘ) 1 টি
১.১০ মানুষের শুক্রাণুতে অটোজোম এর সংখ্যা হল-
(ক) 0 টি(খ) 22 টি
(গ) 23 টি
(ঘ) 1 টি
উত্তরঃ মানুষের শুক্রাণুতে অটোজোম এর সংখ্যা হল- (খ) 22 টি।
(খ) অ্যানিমিয়া
(গ) ব্লাড ক্যান্সার
(ঘ) থ্যালাসেমিয়া
১.১১ দেহে লোহা জমে হৃৎপিণ্ড ও যকৃতের ক্ষতি হয় যে বংশগত রোগে তাহলো-
(ক) হিমোফিলিয়া(খ) অ্যানিমিয়া
(গ) ব্লাড ক্যান্সার
(ঘ) থ্যালাসেমিয়া
উত্তরঃ দেহে লোহা জমে হৃৎপিণ্ড ও যকৃতের ক্ষতি হয় যে বংশগত রোগে তাহলো-(ঘ) থ্যালাসেমিয়া।
2021-2022 TEST PAPERS
১.১২ স্বাভাবিক পিতা এবং বর্ণান্ধতার বাহক মাতা বর্ণান্ধ কন্যা সন্তান জন্মানোর সম্ভাবনা নিরূপণ করো-
(ক) 0 %(খ) 25 %
(গ) 50 %
(ঘ) 100 %
উত্তরঃ স্বাভাবিক পিতা এবং বর্ণান্ধতার বাহক মাতা বর্ণান্ধ কন্যা সন্তান জন্মানোর সম্ভাবনা নিরূপণ করো-(ক) 0 %।
(খ) BBrr ও Bbrr
(গ) BBRr ও BbRR
(ঘ) bbRr ও bbrr
১.১৩ নিচের যে দুটি জিনোটাইপ গিনিপিগের কালো ও মসৃণ ফিনোটাইপ এর জন্য দায়ী তা চিহ্নিত করো-
(ক) BBRR ও BbRr(খ) BBrr ও Bbrr
(গ) BBRr ও BbRR
(ঘ) bbRr ও bbrr
উত্তরঃ নিচের যে দুটি জিনোটাইপ গিনিপিগের কালো ও মসৃণ ফিনোটাইপ এর জন্য দায়ী তা চিহ্নিত করো-(খ) BBrr ও Bbrr।
TEST PAPERS-2021-2022
১.১৪ ফিনোটাইপ ও জিনোটাইপ পিক অনুপাত উভয় 1:2:1 এটি কোন ঘটনাকে চিহ্নিত করে-
(ক) প্লিওট্রপি(খ) এপিস্ট্যাসিস
(গ) অসম্পূর্ণ প্রকটতা
(ঘ) বিপরীত প্রকটতা
উত্তরঃ ফিনোটাইপ ও জিনোটাইপ পিক অনুপাত উভয় 1:2:1 এটি কোন ঘটনাকে চিহ্নিত করে-(গ) অসম্পূর্ণ প্রকটতা।
(খ) ফুলের রং
(গ) ফুলের অবস্থান
(ঘ) পাতার আকৃতি
উত্তরঃ কোনটি মেন্ডেল কর্তৃক অনির্বাচিত চরিত্র নয়-(ঘ) পাতার আকৃতি।
১.১৫ কোনটি মেন্ডেল কর্তৃক অনির্বাচিত চরিত্র নয়-
(ক) বীজের আকৃতি(খ) ফুলের রং
(গ) ফুলের অবস্থান
(ঘ) পাতার আকৃতি
উত্তরঃ কোনটি মেন্ডেল কর্তৃক অনির্বাচিত চরিত্র নয়-(ঘ) পাতার আকৃতি।
Thanks
ReplyDeleteThank
ReplyDelete