Model Activity Task January 2022 Class 5 Swaasthya o Sarir Shiksha Part- 9 |
Model Activity Task January 2022 Class 5 Swaasthya o Sarir Shiksha Part- 9
মডেল অ্যাক্টিভিটি টাস্ক–জানুয়ারি-২০২২ স্বাস্থ্য ও শারীরশিক্ষা পঞ্চম শ্রেণি
Class 5 Swaasthya o Sarir Shiksha Part- 9
2022 January Class 5 Swaasthya o Sarir Shiksha Part- 9
Swaasthya o Sarir Shiksha Class 5 Part- 9
মডেল অ্যাক্টিভিটি টাস্ক–জানুয়ারি-২০২২
স্বাস্থ্য ও শারীরশিক্ষা
পঞ্চম শ্রেণি
পূর্ণমান ১৫
স্বাস্থ্য ও শারীরশিক্ষা
পঞ্চম শ্রেণি
পূর্ণমান ১৫
১। শব্দঝুড়ি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে শূন্যস্থান পূরণ করো
.(ক) .............বাঙালির প্রিয়চাল থেকে হয় ভাত,
.............চাষ করে –
খাটে জানি দিন রাত।
উত্তর:ভাত বাঙালির প্রিয়
চাল থেকে হয় ভাত,
কৃষকেরা চাষ করে –
খাটে জানি দিন রাত।
(খ) শুকনো যে আছে
চাষিরা তো নেমে পড়ে,
..........ব্যবহারে
মাটি উর্বর করে।
উত্তর: শুকনো যে আছে মাঠ,
চাষিরা তো নেমে পড়ে,
লাঙলের ব্যবহারে
মাটি উর্বর করে।
(গ) সারাদিন কত কাজ
নেই তার............... ঘুম
এই বুঝি শুরু হয়।
..........মরশুম।
উত্তর:সারাদিন কত কাজ
নেই তার চোখে রঘুম
এই বুঝি শুরু হয়।
বর্ষা মরশুম।
(ঘ) ওইতো ................. নামে
টাপুর টুপুর টুপ,
চাষিরা কি তার ঘরে।
এখনও থাকবে. ..............
উত্তর:ওইতো বৃষ্টি নামে
টাপুর টুপুর টুপ,
চাষিরা কি তার ঘরে।
এখনও থাকবে, চুপ
(ঙ)..............বোনা হল শুরু
মাঠখানা ঘুরে ঘুরে,
বীজ ...........কাজ
সারা হল মাঠ জুড়ে
উত্তর:বীজ বোনা হল শুরু
মাঠখানা ঘুরে ঘুরে,
বীজ ছড়ানোর কাজ
সারা হল মাঠ জুড়ে
(চ) বর্ষার বৃষ্টিতে
মাটিখানা গেল...............
অনুকরণ জাতীয় খেলা—কৃষিকাজ
উত্তর:বর্ষার বৃষ্টিতে
মাটিখানা গেল ভিজে,
অনুকরণ জাতীয় খেলা উর্বরা কৃষিকাজ
(ছ) মাটির.............. হবে
যান রোপণের কাজ
বড়ো ব্যস্ততা তার
নাওয়া..........নেই আজ
উত্তর:মাটির গর্ভে হবে
যান রোপণের কাজ
বড়ো ব্যস্ততা তার
নাওয়া খাওয়া নেই আজ
(জ) ঝলমলে সোনা..........
আকাশটা ঝলমল
সোনালি ধানের. ..........
আজ বড়ো চঞ্চল
উত্তর:ঝলমলে সোনা রোদে,
আকাশটা ঝলমল
সোনালি ধানের খেত
আজ বড়ো চঞ্চল
(ঝ). ............এসেছে মাঠে
খুশিতে আত্মহারা,
আনন্দে মেতে ওঠে
এই পাড়া এই............ পাড়া
উত্তর:চাষিরা এসেছে মাঠে
খুশিতে আত্মহারা,আনন্দে মেতে ওঠে
এই পাড়া এই পাড়া পাড়া
(ঞ)................ এসেছে মাঠে
খুশিতে আত্মহারা
আনন্দে মেতে ওঠে
এই পাড়া ওই................... ।
খুশিতে আত্মহারা
আনন্দে মেতে ওঠে
এই পাড়া ওই................... ।
উত্তর:চাষিরা এসেছে মাঠে
খুশিতে আত্মহারা
আনন্দে মেতে ওঠে
এই পাড়া ওই পাড়া।
(ট) চাষিরা যে কত. .........
খুশিতে ভরেছে মন,
দু মুঠো জুটবে ভাত
ভাবছে...............
খুশিতে আত্মহারা
আনন্দে মেতে ওঠে
এই পাড়া ওই পাড়া।
(ট) চাষিরা যে কত. .........
খুশিতে ভরেছে মন,
দু মুঠো জুটবে ভাত
ভাবছে...............
উত্তর:চাষিরা যে কত খুশি,
খুশিতে ভরেছে মন,
দু মুঠো জুটবে ভাত
ভাবছে সারাক্ষণ
(ঠ) লোকজন ছুটে গেল
.............কোণে আজ,
শুরু হল ওই দ্যাখো.............কাজ।
খুশিতে ভরেছে মন,
দু মুঠো জুটবে ভাত
ভাবছে সারাক্ষণ
(ঠ) লোকজন ছুটে গেল
.............কোণে আজ,
শুরু হল ওই দ্যাখো.............কাজ।
উত্তর:লোকজন ছুটে গেল
উঠোনের কোণে আজ,
শুরু হল ওই দ্যাখো ঝাড়াইয়ের কাজ।
(ড) ধান. . . . .. . . ফেলা হল
রাশি রাশি........... ধান
বাইরে রাখলে সব
হয়ে যাবে ম্রিয়মাণ
উঠোনের কোণে আজ,
শুরু হল ওই দ্যাখো ঝাড়াইয়ের কাজ।
(ড) ধান. . . . .. . . ফেলা হল
রাশি রাশি........... ধান
বাইরে রাখলে সব
হয়ে যাবে ম্রিয়মাণ
উত্তর:ধান ঝেড়ে ফেলা হল
রাশি রাশি সোনা ধান
বাইরে রাখলে সব
হয়ে যাবে ম্রিয়মাণ
(ঢ) তাই সব................... আজ
মডাইয়েেেত পেল স্থান,
কৃষকের ঘরে আজ
ফিরে ................সম্মান।
রাশি রাশি সোনা ধান
বাইরে রাখলে সব
হয়ে যাবে ম্রিয়মাণ
(ঢ) তাই সব................... আজ
মডাইয়েেেত পেল স্থান,
কৃষকের ঘরে আজ
ফিরে ................সম্মান।
উত্তর:তাই সব ধান আজ
মডাইয়েেেত পেল স্থান,
কৃষকের ঘরে আজ
ফিরে এল সম্মান।
মডাইয়েেেত পেল স্থান,
কৃষকের ঘরে আজ
ফিরে এল সম্মান।
(ণ) এত যে............
ধন্য যে হল আজ,
ঢেঁকিতেই শুরু ওই
ধান............কাজ।
ধন্য যে হল আজ,
ঢেঁকিতেই শুরু ওই
ধান............কাজ।
উত্তর: এত যে পরিশ্রম,
ধন্য যে হল আজ,
ঢেঁকিতেই শুরু ওই
ধান ভাঙানোর কাজ।
শব্দঝুড়ি : ভাত, কৃষকেরা, চোখে, বর্ষার, বীজ, ছড়ানোর, গর্ভে, খাওয়া, রোদে, খেত, চাষিরা, পাড়া, খুশি, সারাক্ষণ, ধানকাটা, কৃষকের, উঠোনের, ঝাড়াইয়ের, ঝেড়ে, সোনা, মাঠ, লাঙলের, বৃষ্টি, চুপ, ভিজে, উর্বরা, চাষিরা, চাল, চাষি, এল, ধান, পরিশ্রম, ভাঙানোর।
ধন্য যে হল আজ,
ঢেঁকিতেই শুরু ওই
ধান ভাঙানোর কাজ।
শব্দঝুড়ি : ভাত, কৃষকেরা, চোখে, বর্ষার, বীজ, ছড়ানোর, গর্ভে, খাওয়া, রোদে, খেত, চাষিরা, পাড়া, খুশি, সারাক্ষণ, ধানকাটা, কৃষকের, উঠোনের, ঝাড়াইয়ের, ঝেড়ে, সোনা, মাঠ, লাঙলের, বৃষ্টি, চুপ, ভিজে, উর্বরা, চাষিরা, চাল, চাষি, এল, ধান, পরিশ্রম, ভাঙানোর।
Thank🚩
ReplyDelete