Model Activity Task January 2022 Class 5 Amader Poribesh Part-9 |
Poribesh Part-9
January 2022 Class 5 Amader Poribesh Part-9
Class 5 Amader Poribesh Part-9
Model Activity Task January 2022 Class 5 Amader Poribesh Part-9
পঞ্চম শ্রেণি আমাদের পরিবেশ পূর্ণমান- 15
পঞ্চম শ্রেণি
আমাদের পরিবেশ
পূর্ণমান- 15
১. ঠিক বাক্যের পাশে চিহ্ন ✔️ও ভুল ✖️বাক্যের পাশে চিহ্ন দাও১.১ ত্বকে রোদ লাগলে ভিটামিন-সি তৈরি হয়।
উত্তর ত্বকে রোদ লাগলে ভিটামিন-সি তৈরি হয়-✖️
১.২ নার্ভ বেশি শিরা ধমনী কে রক্ষা করে চামড়া।
উত্তর নার্ভ পিসি সেরা ধনী কে রক্ষা করে চামড়া✔️
১.৩ একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে 300 টি হাড় থাকে।
উত্তর একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে 300 টি হাড় থাকে।-✖️ .
২.
Model Activity Task January 2022 Class 5 Amader Poribesh Part-9 |
৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাওঃ
৩.১ মানুষের শরীরে কোন থেকে কবজি পর্যন্ত যে দুটি হাড় থাকে তাদের নাম লেখ।
উত্তর মানুষের শরীরে কোন থেকে কবজি পর্যন্ত যে দুটি হাড় রয়েছে তাদের নাম হল আলনা ও রেদিয়াস।
৩.২ পেশী যেসব কাজে আমাদের সাহায্য করে তাদের মধ্যে দুটি কাজ উল্লেখ করো।
উত্তর মানব শরীরে বেশি যেসব আমাদের কাজে সাহায্য করে তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য দুটি কাজ হল
ক) নড়াচড়া এবং চলাচলে সাহায্য করে।
খ) দেহের আকৃতি প্রদান করে এবং অস্থি সঞ্চালনে সহায়তা করে।
ক) নড়াচড়া এবং চলাচলে সাহায্য করে।
খ) দেহের আকৃতি প্রদান করে এবং অস্থি সঞ্চালনে সহায়তা করে।
৩.৩ আমাদের শরীরে রক্ত যাওয়ার প্রয়োজনীয়তা কি ?
উত্তর আমাদের শরীরে রক্ত প্রতিটি অঙ্গের যাতায়াত করে আর আমাদের শরীরে প্রয়োজনীয় শক্তি রক্তের মাধ্যমে বিভিন্ন স্থানে পেয়ে থাকে শরীরে রক্ত থাকায় আমাদের প্রতিটি শরীরের অঙ্গ সতেজ ও জীবিত হয়ে থাকে মানব শরীরের রক্ত যাতায়াত না করলে সেই অঙ্গ নিষ্ক্রিয় বলে গণ্য হবে তাই রক্ত যাতায়াত আমাদের শরীরে একান্তই প্রয়োজন।
৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও :
"হাড়ের জোড় না থাকলে আমাদের কি অসুবিধা হতো?
উত্তর মানব শরীরের দুটি হাড়ের মধ্যে জোর না থাকলে যে সমস্ত অসুবিধা গুলো হত সেগুলি হল
ক) আমরা নিজেদের শরীরের অঙ্গ গুলিকে ইচ্ছামত ভাঁজ করতে পারতাম না ।
খ) আমরা কাজ কাম করতে পারতাম না।
গ) আমরা দৌড়াতে, লাফাতে পারতাম না।
Link For All Subject .