Model Activity Task 2022 January | Class- 5 Bangla Part-9
2022 January Model Activity Task Class- 5 Bangla Part-9
মডেল অ্যাক্টিভিটি টাস্ক পঞ্চম শ্রেণি বাংলা পূর্ণমান : ১৫
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
পঞ্চম শ্রেণি
বাংলা পূর্ণমান : ১৫
১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :১.১ 'গল্পবুড়ো' কবিতায় গল্পবুড়ো এসেছেন –
(ক) শরৎকালে(খ) শীতকালে
(গ) বর্ষাকালে
(ঘ) খ্রীষ্মকালে
উত্তরঃ(খ) শীতকালেc
১.৩ 'প্রখর প্রত্যুষে ‘প্রথর' শব্দের অর্থ -
(ক) কনকনে
(খ) অসহ্
(ক) কনকনে
(খ) অসহ্
(গ) তীব্র
(ঘ) আরামদায়ক
উত্তরঃ(গ) তীব্র
২. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও :
২.১ গল্পবুড়োর তল্পিটি কোথায় রয়েছে ?
উত্তরঃ(গ) তীব্র
২. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও :
২.১ গল্পবুড়োর তল্পিটি কোথায় রয়েছে ?
উত্তরঃ গল্পবুড়ো কবিতাটি কাঁধে রয়েছে.
২.২ গল্পবুড়োর ঝোলায় কোন পাহাড়ের গল্প আছে ?
উত্তরঃগল্পবুড়োর ঝোলায় কড়ির পাহাড়ের গল্প আছে।
২.৩ ‘এই থলেতে বন্দিনি।" – থলেতে কে 'বন্দিনি' অবস্থায় আছে ?
উত্তরঃ থলেতে কেশবতী নন্দিনী 'বন্দিনি' অবস্থায় আছে।
৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও :
৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও :
৩.১ গল্পবুড়ে দিনের কোন সময়ে গল্প শোনাতে আসেন ?
উত্তরঃ গল্পবুড়ো কবিতা সুনির্মল বসুর লেখা গল্পকার ভোর বেলায় গল্প শোনানোর জন্য সে চলে আসে আর রূপকথা চাই রূপকথা বলে হাত দিতে দিতে রাস্তায় বাচ্চাদের ডাকতে থাকে।
৩.২ গল্পবুড়োর মুখে রাখা হয়েছে কেন?
উত্তরঃ সুনির্মল বসুর লেখা গল্পবুড়ো কবিতা গল্পবুড়ো ভোর বেলায় শিশুদের রূপকথার গল্প শোনানোর উদ্দেশ্যে রূপকথা রূপকথা বলে হাক দিতে থাকে আর এভাবে হাত দেওয়ার কারণে তার মুখের ব্যথা করতে থাকে।
Link For EnglishModel Activity Task 2022 January | Class - 5 English Full Marks: 15
৩.৩ 'বলব নাকো রূপকথা —গল্পবুড়ো কাদের রূপকথা শোনাবে না ?
উত্তরঃ সুনির্মল বসুর রচিত গল্পবুড়ো কবিতা গল্পবুড়ো বাচ্চাদের গল্প শোনানোর উদ্দেশ্যে শীতের ভোরে চলে আসে আর যারা তখনো পর্যন্ত ঘুম থেকে উঠে নিবা উঠতে দেরি করেছে তাদেরকে সে পরে আর গল্প শোনাবে না।
8. নীচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখো।
গল্পবুড়োর ঝোলায় কী কী ধরনের গল্প রয়েছে তা কবিতা থেকে প্রাসঙ্গিক উদ্ধৃতিসহ আলোচনা করো।
উত্তরঃ সুনির্মল বসুর রচিত গল্পবুড়ো কবিতা গল্পবুড়ো,শীতের ভোৱে গল্পবুড়ো কাঁধে একটা ঝোলা নিয়ে পথ দিয়ে যেতে যেতে ডাক পেড়ে গল্প বলে ছোটদের ঘুম থেকে উঠাতে চাই। গল্প বুড়োর ঝোলায় রাজপুত্তুর, পক্ষীরাজ, যক্ষিরাজ যেমন আছে তেমন ঝলমলে সোনার কাঠি ময়নামতি নদী,তেপান্তরের মাঠ কেশবতী নন্দিনী, ইত্যাদি নিয়ে রূপকথার গল্প।