Model Activity Task January 2022 Class 9 Physical Science Part 9 | মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারি ২০২২ ভৌত বিজ্ঞান নবম শ্রেণী পার্ট-৯

 

Model Activity Task January 2022 Class 9 Physical Science Part 9
Model Activity Task January 2022 Class 9 Physical Science Part 9



Model Activity Task January Part Class 9 Physical Science

Model Activity Task Class 9 Physical Science Part 9

WBBSE Class 9 Physical Science  Model Activity Task Part 9

New Model Activity Task class 9 Physical Science

Model Activity Task January 2022

Physical Science 

Class – IX

পূর্ণমান – ২০

১. ঠিক উত্তর নির্বাচন করাে :    ১x৪=৪ 

১.১ একটি নিরেট লােহার বলকে জলে ডােবালে লােহার বলের ওজন –

(ক) একই থাকে 

(খ) কমে 

(গ) বাড়ে 

(ঘ) প্রথমে বাড়ে পরে কমে।

উত্তর :  (খ) কমে। 

১.২ বস্তুর উপর প্রযুক্ত বল যার সঙ্গে সমানুপাতিক তা হলাে—

(ক) কার্যের হারের সঙ্গে 

(খ) ভরবেগের পরিবর্তনের হারের সঙ্গে 

(গ) ক্ষমতার হারের সঙ্গে

(ঘ) বস্তুটির গতিবেগের সঙ্গে। 

উত্তর :  (খ) ভরবেগের পরিবর্তনের হারের সঙ্গে 

১.৩ নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী —

(ক) ক্রিয়া বলের মান প্রতিক্রিয়া বলের মানের চেয়ে বেশি 

(খ) ক্রিয়া বল প্রতিক্রিয়া বলের সমান ও বিপরীতমুখী 

(গ) ক্রিয়া বলের মান প্রতিক্রিয়া বলের মানের চেয়ে কম l

(ঘ) ক্রিয়া ও প্রতিক্রিয়া বল দুটি সম্পর্কযুক্ত নয়। 

উত্তর :   (খ) ক্রিয়া বল প্রতিক্রিয়া বলের সমান ও বিপরীতমুখী

১.৪ নির্দিষ্ট পরিমাণ বলের ক্ষেত্রে চাপ হলাে –

(ক) ক্ষেত্রফলের সঙ্গে সমানুপাতিক 

(খ) ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতিক 

(গ) বলের সঙ্গে ব্যস্তানুপাতিক

(ঘ) ক্ষমতার সঙ্গে ব্যস্তানুপাতিক

উত্তর :   (খ) ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতিক 

২. নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা তা নিরূপণ করাে :    ১x৪=৪ 

২.১ কোনাে গতিশীল বস্তুর বিরুদ্ধে বল প্রয়ােগ করলে তার গতিবেগ বৃদ্ধি পায়। 

উত্তর :   মিথ্যা l

২.২ CGS পদ্ধতিতে বলের একক নিউটন। 

উত্তর :   মিথ্যা l

২.৩ তরলের চাপ তরলের ঘনত্বের উপর নির্ভরশীল।

উত্তর :   সত্য l

২.৪ পারদ জলের চেয়ে বেশি প্লবতা বল সৃষ্টি করতে পারে।

উত্তর :   সত্য l

 ৩. সংক্ষিপ্ত উত্তর দাও :    ২x৩=৬ 
৩.১ বল কাকে বলে তা ব্যাখ্যা করাে
উত্তর : বাইরে থেকে যা প্রয়োগের ফলে কোন স্থির বস্তুকে গতিশীল বা  গতিশীল বস্তুর গতিশীল অবস্থার পরিবর্তন করার চেষ্টা করা হয় তাকে বলে বল।
যেমনঃ কোন স্থির টেবিলকে হাত দিয়ে  ঠেলার পর তার অবস্থান পরিবর্তন করা যায়, সেটা হল বল।
৩.২ আর্কিমিডিসের সূত্রটি উল্লেখ করাে।
উত্তর :কোনো বস্তুকে স্থির তরল অথবা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে বস্তুটি তার কিছুটা ওজন হারায় । এই হারানো ওজন বস্তুটির দ্বারা অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান হয়।
৩.৩ একটি ফাপা প্লাস্টিকের বল কেন জলে ভাসে তা ব্যাখ্যা করাে।
উত্তর :কোন বস্তু জলে তখনই ভাসবে যখন তরলের প্লাবতা বস্তুর ওজনের সমান হবে। 

অর্থাৎ, বস্তুর ওজন = প্লাবতা।
 ফাপা প্লাস্টিকের বলের দ্বারা অপসারিত জলের ওজন, প্লাস্টিকের বলের ওজনের সমপরিমাণ হয় যার কারণে প্লাস্টিকের ফাঁপা বল জলে ভাসে।

৪. নীচের প্রশ্ন দুটির উত্তর দাও :    ৩x২=৬
৪.১ স্থির প্রবাহী পদার্থের মধ্যে কোনাে বিন্দুতে ক্রিয়াশীল চাপ কোন তিনটি বিষয়ের উপর নির্ভরশীল ও কেন ? 

উত্তর :  ক্রিয়াশীল চাপ  তিনটি বিষয়ের উপর নির্ভরশীল তা হল— 
(ক) বিন্দুটির গভীরতার ওপর : বিন্দুটির গভীরতা যত বাড়বে, ক্রিয়াশীল চাপের পরিমাণ বাড়তে থাকবে । গভীরতা বাড়লে প্রবাহী পদার্থের পরিমাণ বেশি হয় ফলে প্রবাহী পদার্থের পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে চাপের পরিমাণ বাড়তে থাকে। 
(খ) তরলের ঘনত্বের উপর : স্থির প্রবাহী পদার্থের ঘনত্ব বাড়লে, ক্রিয়াশীল চাপের পরিমাণ বৃদ্ধি পায়। 
(গ) ওই বিন্দুতে প্রযুক্ত অভিকর্ষজ ত্বরণের ওপর : অভিকর্ষজ ত্বরণের মান যত বৃদ্ধি পাবে ক্রিয়াশীল চাপের মান তত বৃদ্ধি পাবে।

৪.২ নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি বিবৃত করাে এবং কীভাবে বল পরিমাপ করা যায় তা ব্যাখ্যা করাে।

উত্তর :

নিউটনের দ্বিতীয় গতিসূত্র : কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। প্রযুক্ত বল যে দিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে হয়। 

বলের পরিমাপ : ধরি, m ভরের একটি বস্তু u বেগে গতিশীল। বস্তুর গতির অভিমুখে  F বল t সময় ধরে ক্রিয়া করছে, এর ফলে বস্তুর চূড়ান্ত বেগ হয় v    l

বস্তুর প্রাথমিক রৈখিক ভরবেগ=mu, 

বস্তুর  t সময়ে রৈখিক ভরবেগ = mv,

 t সময়ে রৈখিক ভরবেগের পরিবর্তন = mv-mu

=m(v-u)

রৈখিক ভরবেগের পরিবর্তনের হার = (v-u)/t

নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে, 

F α ma,

F = K.ma (K= ধ্রুবক)

যেখানে a=1 এবং m=1, তখন K=1 হবে,

অতএব

 F=ma

অর্থাৎ প্রযুক্ত বল = বস্তুর ভর x বস্তুর ত্বরণ


Newton Hossain

Newton Hossain, the founder of this blog, is a Lecturer of the English Language and also loves to explain Life science and Geography.

Post a Comment (0)
Previous Post Next Post