Class 10 Physical Science Model Activity Task January 2022 Solution | দশম শ্রেণী ভৌতবিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারী ২০২২

Class 10 Physical Science Model Activity Task January 2022 Solution
Class 10 Physical Science Model Activity Task January 2022 Solution

প্রিয় শিক্ষার্থীরা, ডিজিট্যাল পড়াশোনা তে সবাইকে স্বাগত। আজকে আমি এই পোস্টে Class 10 Physical Science Model Activity Task January 2022 Solution (দশম শ্রেণী ভৌতবিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারী ২০২২) এর সম্পুর্ণ ব্যাখ্যাসহ সমাধান নিয়ে আলোচনা করেছি।

Class 10 Physical Science Model Activity Task January 2022 Solution

দশম শ্রেণী ভৌতবিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারী ২০২২

Model Activity Task 2022

Physical Science (ভৌতবিজ্ঞান)

দশম শ্রেণী (Class – X)

পূর্ণমান – ২০

১. ঠিক উত্তর নির্বাচন করো :   ×৩=৩ 

১.১ নীচের যেটি গ্রিনহাউস গ্যাস তা হলো— 

(ক) N2

(খ) O2

(গ) N2O

(ঘ) H2

উত্তর: (গ) N2O

১.২ যে গ্যাসটি গ্রিনহাউস গ্যাস এবং যার জলীয় দ্রবণ আম্লিক সেটি হলো— 

(ক) CH4

(খ) N2O

(গ) CO2

(ঘ) CFC 

উত্তর: (গ) CO2

১.৩ যে গ্যাসটি ওজোন স্তরের ক্ষতি করে না সেটি হলো— 

(ক) N2

(খ)  N2O

(গ) NO

(ঘ) NO2

উত্তর: (ক) N2

২. নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা তা নিরূপণ করো :   ১×৫=৫ 

২.১ বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের একটি স্তর আছে বলেই গ্রিনহাউস এফেক্ট ঘটছে। 

উত্তর: মিথ্যা

২.২ ফসিল ফুয়েল (Fossil Fuel) পোড়াবার ফলে সৃষ্ট CO, গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রধান কারণ। 

উত্তর: সত্য

২.৩ পৃথিবীর বায়ুমণ্ডলে প্রধান উপাদান গ্যাস দুটি গ্রিনহাউস গ্যাস নয়। 

উত্তর: সত্য

২.৪ উত্তপ্ত মাটি যে ইনফ্রারেড রশ্মি ছেড়ে দেয় তার তরঙ্গদৈর্ঘ্য সূর্য থেকে আগত ইনফ্রারেডের তরঙ্গদৈর্ঘ্যের চেয়ে কম।

উত্তর: মিথ্যা

২.৫ কম শক্তির অতিবেগুনি রশ্মি শােষণে ওজোনের অণু অক্সিজেন অণু ও অক্সিজেন পরমাণুতে ভেঙে যায়। 

উত্তর: মিথ্যা

৩. সংক্ষিপ্ত উত্তর দাও :    ২×৩=৬ 

৩.১ গ্লোবাল ওয়ার্মিংয়ের দুটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। 

উত্তর: গ্লোবাল ওয়ার্মিংয়ের দুটি ক্ষতিকারক প্রভাব:  

(i) এই শতাব্দীর মাঝামাঝি পৃথিবীর উষ্ণতা 2˚C-40˚C  এর মতো বৃদ্ধি পাবে যা প্রাকৃতিক বিপর্যয় ডেকে আনবে।

(ii) উষ্ণতা বৃদ্ধির ফলে মেরু অঞ্চলের বরফের স্তুপ গলে যাবে এবং জলস্ফীতি ঘটবে এবং সমুদ্রপৃষ্ঠের জলস্তর বৃদ্ধি পেয়ে ফলস্বরূপ পৃথিবীপৃষ্ঠে মহাপ্লাবন দেখা দেবে।

৩.২ ‘গ্রিন হাউস এফেক্ট না থাকলে পৃথিবীতে প্রাণসৃষ্টির উপযুক্ত উয়তা সৃষ্টি হত না’ – যুক্তিসহ সমর্থন করো।

উত্তর: গ্রিনহাউস এফেক্ট-এর উপযোগিতা :

ভূসংলগ্ন বায়ুমণ্ডলে যদি গ্রিনহাউস গ্যাসগুলি না থাকত তবে ভূপৃষ্ঠ কর্তৃক বিকিরিত তাপ মহাশূন্যে ফিরে চলে যেত। সেক্ষেত্রে ভূসংলগ্ন বায়ুমণ্ডলের উষ্ণতা দাঁড়াত প্রায় 30°C যা পৃথিবীপৃষ্ঠে জীবকূলের বেঁচে থাকা অসম্ভব হত।

৩.৩ ওজোনস্তরের ক্ষতি হলে জীবজগতের যেসব ক্ষতি হবে তার দুটি উল্লেখ করো। 

উত্তর: ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকর প্রভাব: 

(i)  মানুষের ওপর প্রভাব: চামড়ার ক্যান্সার, চোখে ছানি পড়া ইত্যাদি রোগ হতে পারে।

(ii)  উদ্ভিদের ওপর প্রভাব : সালোকসংশ্লেষ প্রক্রিয়া ব্যাহত হবে ফলে শস্যের উৎপাদন কমে যাবে।

৪. নীচের প্রশ্ন দুটির উত্তর দাও :    ৩×২=৬ 

৪.১ কাচের গ্রিনহাউসের মধ্যের বাতাস বাইরের বাতাসের তুলনায় অপেক্ষাকৃত গরম থাকে যে যে কারণে সেগুলো ব্যাখ্যা করো। 

উত্তর: সূর্য থেকে আসা দৃশ্যমান আলোকরশ্মির অপেক্ষাকৃত ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যবিশিষ্ট অবলোহিত রশ্মি (Infra red) সাপেক্ষে কাচ তাপস্বচ্ছ বস্তু হিসেবে আচরণ করায় সেগুলি সহজেই কাচের দেয়াল ও ছাদ ভেদ করে ঘরের মধ্যে প্রবেশ করে এবং ঘরের মধ্যেকার মাটি ও উদ্ভিদকে উত্তপ্ত করে। ঘরের ভিতরে থাকা মাটি ও উদ্ভিদ যে তাপীয় বিকিরণ নিঃসরণ করে সেগুলি বৃহৎ তরঙ্গদৈর্ঘ্য সম্পন্ন হয়। এই বিকিরণ সাপেক্ষে কাচ তাপ অস্বচ্ছ হওয়ায় সেগুলি কাচ ভেদ করে বাইরে আসতে পারে না। কাচ এই রশ্মির কিছু অংশ শোষণ করে উত্তপ্ত হয় এবং বাকিটা ঘরের ভিতরকার মাটিতে প্রতিফলিত করে। তাই কাচের ঘরের ভিতরের উষ্ণতা বাইরের তুলনায় বেশি থাকে।

৪.২ ওজোনস্তরের পক্ষে ক্ষতিকারক এমন একটি গ্যাসের নাম লেখো। ওজোনস্তরে ‘ছিদ্র হওয়ার প্রকৃত অর্থ কী তা ব্যাখ্যা করো।

উত্তর: ওজোনস্তরের পক্ষে ক্ষতিকারক এমন একটি গ্যাস হলো ক্লোরোফ্লুরোকার্বন (CFC) 

স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন গ্যাস তৈরি ও ওজোন গ্যাসের বিয়োজন এই দুই বিপরীত প্রক্রিয়ার মধ্যে প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকে। কিন্তু মনুষ্যসৃষ্ট কিছু ক্ষতিকারক রাসায়নিক পদার্থ (যেমন CFC, NO ইত্যাদি) ব্যবহারের ফলে স্ট্রাটোস্ফিয়ার অঞ্চলে ওজোন গ্যাসের উৎপাদন হার অপেক্ষা বিয়োজনের হার অত্যধিক বেড়ে যাওয়ায় স্ট্র্যাটোস্ফিয়ারের অন্তর্গত ওজোন স্তরটি ক্রমশ পাতলা হয়ে যাচ্ছে। ওজোন স্তরের এই পাতলা হওয়ার ঘটনাই হলো ওজোনস্তর ছিদ্র হওয়ার প্রকৃত অর্থ।

Also read:

WBBSE Model Activity Task Class 10 English Part 9 January 2022 Solution

WBBSE Model Activity Task Class 10 Maths Part 9 January 2022 Solution

👍এই আর্টিকেলটি তোমার ভালো লেগে থাকলে তুমি তোমার সহপাঠীদের সঙ্গে শেয়ার করতে পারো।

💬এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Mehemud Ali

Mehemud Ali, an expert faculty of English Grammar and Mathematics and the founder of DigitalPorasona.in, loves to share his knowledge. He is a content writer. Digital Porasona

Post a Comment (0)
Previous Post Next Post