WBBSE Model Activity Task Class 10 Math Part 9 January 2022 Solution | WBBSE Class 10 Math Model Activity Task Part 9 January 2022 Solution

 

WBBSE Model Activity Task Class 10 Math Part 9 January 2022 Solution
WBBSE Model Activity Task Class 10 Math Part 9 January 2022 Solution

প্রিয় শিক্ষার্থীরা, ডিজিট্যাল পড়াশোনা তে সবাইকে স্বাগত। আজকে আমি এই পোস্টে WBBSE Model Activity Task Class 10 Math Part 9 January 2022 এর সম্পুর্ণ ব্যাখ্যাসহ সমাধান নিয়ে আলোচন করেছি।

WBBSE Model Activity Task Class 10 Math Part 9 January 2022 Solution

WBBSE Class 10 Math Model Activity Task Part 9 January 2022 Solution

নীচের প্রশ্নগুলির উত্তর লেখো : 

1. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : 1 x 3 = 3 

(ক) দ্বিঘাত বহুপদী সংখ্যামালাটি হলো— 

(a) 2 – 3x

(b) x2 + 3/x + 5

(c) x(2x + 4) + 1

(d) 2(2 – 3x) 

Ans: (c) x(2x + 4) + 1

কারন: (c) x(2x + 4) + 1

= 2x2 + 4x + 1

(খ) x2 – 3x + 2 = 0 সমীকরণটির বীজ দুটি হলো— 

(a) 0, 1

(b) 0, 2 

(c) 0, 0

(d) 1, 2 

Ans: (d) 1, 2 

কারন:

বামপক্ষ, x2 – 3x + 2

= (1)2 – 3×1 + 2

= 1 – 3 + 2

= 3 – 3

= 0

= ডানপক্ষ

1 সমীকরণটির বীজ

আবার

বামপক্ষ, x2 – 3x + 2

= (2)2 – 3×2 + 2

= 4 – 6 + 2

= 6 – 6

= 0

= ডানপক্ষ

2 সমীকরণটির বীজ

(গ) px2 + qx + T = 0 সমীকরণটি (p, q, r বাস্তব) দ্বিঘাত সমীকরণ হওয়ার শর্ত হলো— 

(a) q 0

(b) r 0 

(c) p 0

(d) p যে কোনো অখণ্ড সংখ্যা 

Ans: (c) p 0

কারন: যদি P এর মান শূন্য হলে qx + T=0 হয়ে যাবে, তাহলে উক্ত সমীকরণটি আর দ্বিঘাত সমীকরণ হবে না।

2. সত্য/মিথ্যা লেখো : 1 × 2 = 2 

(ক) a, b, c ধনাত্মক বাস্তব সংখ্যা এবং a > b ও c > b হলে, ax2 + bx + c = 0 দ্বিঘাত সমীকরণটির বীজদ্বয় বাস্তব হবে।

Ans: মিথ্যা

কারন: এক্ষেত্রে,

নিরুপক < 0 হয়

b2 – 4ac < 0 হয়

অর্থাৎ, বীজদ্বয় অবাস্তব হয়।

(খ) ax2 + bx + c = 0 সমীকরণে a = 0 হলে (b, c বাস্তব), সমীকরণটি একটি রৈখিক সমীকরণে পরিণত হবে। 

Ans: সত্য

কারন:

ax2 + bx + c = 0

বা, 0 × x2 + bx + c = 0

বা, 0 + bx + c = 0

bx + c = 0 (রৈখিক সমীকরণ)

3. সংক্ষিপ্ত উত্তর দাও : 2 x 3 = 6 

(ক) x2 + Px + 2 = 0 সমীকরণটির একটি বীজ 2 হলে, P-এর মান কত? 

Ans: যেহেতু, x2 + Px + 2 = 0 সমীকরণটির একটি বীজ 2

x2 + Px + 2 = 0

বা, (2)2 + P×2 + 2 = 0

বা, 4 + 2P + 2 = 0

বা, 6 + 2P = 0

বা, 2P = -6

P = -3

নির্ণেয় P এর মান -3

(খ) x2 – 4x + 5 = 0 সমীকরণটির নিরূপক নির্ণয় করো 

Ans: x2 – 4x + 5 = 0 দ্বিঘাত সমীকরণটিকে ax2 + bx + c = 0 দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে পাই,

a=1, b=-4, c=5

নিরুপক = b2 – 4ac

= (-4)2 – 4×1×5

= 16 – 20

= -4

(গ) ax2 + bx + c = 0 (a, b, c বাস্তব, a 0) সমীকরণটির বীজদ্বয় (i) বাস্তব ও সমান এবং (ii) বাস্তব ও অসমান হওয়ার শর্তগুলি লেখো।

Ans: ax2 + bx + c = 0 সমীকরণটির বীজদ্বয়

(i) বাস্তব ও সমান হবে যখন b2 – 4ac = 0 হয়।

(ii) বাস্তব ও অসমান হবে যখন b2 – 4ac > 0 হয়।

4. (ক) একচুলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করে সমাধান করো—দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। সংখ্যাটি নির্ণয় করো। 

Ans: ধরি, দশক স্থানীয় অঙ্কটি = x

একক স্থানীয় অঙ্কটি = (x+6)

সংখ্যাটি = 10x + (x+6)

= 10x + x + 6

= 11x + 6

অঙ্কদ্বয়ের গুণফল = x × (x+6)

= x2 + 6x

শর্তানুসারে, x2 + 6x = (11x+6) – 12

বা, x2 + 6x = 11x + 6 – 12

বা, x2 + 6x = 11x – 6

বা, x2 + 6x – 11x + 6 = 0

x2 – 5x + 6 = 0

নির্ণেয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো x2 – 5x + 6 = 0

এখন x2 – 5x + 6 = 0

বা, x2 – 3x – 2x + 6 = 0

বা, x(x-3) – 2(x-3) = 0

বা, (x-3) (x-2) = 0

হয়, x – 3 = 0

x = 3

অথবা, x – 2 = 0

x = 2

x = 3 হলে, সংখ্যাটি

= 11x + 6

= 11×3 + 6

= 33 + 6

= 39

x = 2 হলে, সংখ্যাটি

= 11x + 6

= 11×2 + 6

= 22 + 6

= 28

(খ) 5x2 + 2x – 3 = 0 দ্বিঘাত সমীকরণের বীজদুটি αβ হলে, α2 + β2 -এর মান নির্ণয় করো।

Ans: 5x2 + 2x – 3 = 0 দ্বিঘাত সমীকরণকে ax2 + bx + c = 0 দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে পাই, a=5, b=2, c=-3

































Also read:

WBBSE Model Activity Task Class 10 English Part 9 January 2022 Solution

👍এই আর্টিকেলটি তোমার ভালো লেগে থাকলে তুমি তোমার সহপাঠীদের সঙ্গে শেয়ার করতে পারো।

💬এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Mehemud Ali

Mehemud Ali, an expert faculty of English Grammar and Mathematics and the founder of DigitalPorasona.in, loves to share his knowledge. He is a content writer. Digital Porasona

Post a Comment (0)
Previous Post Next Post