WBBSE Model Activity Task Class 10 Math Part 9 January 2022 Solution |
প্রিয় শিক্ষার্থীরা, ডিজিট্যাল পড়াশোনা
তে সবাইকে স্বাগত। আজকে আমি এই পোস্টে WBBSE
Model Activity Task Class 10 Math Part 9 January 2022 এর সম্পুর্ণ ব্যাখ্যাসহ সমাধান
নিয়ে আলোচন করেছি।
WBBSE Model Activity Task Class 10 Math Part 9 January 2022 Solution
WBBSE Class 10 Math Model Activity Task Part 9 January 2022 Solution
নীচের প্রশ্নগুলির উত্তর লেখো :
1. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : 1 x 3 = 3
(ক) দ্বিঘাত বহুপদী সংখ্যামালাটি হলো—
(a) 2 – 3x
(b) x2 + 3/x + 5
(c) x(2x + 4) + 1
(d) 2(2 – 3x)
Ans: (c) x(2x + 4) +
1
কারন: (c) x(2x + 4) + 1
= 2x2 + 4x + 1
(খ) x2 –
3x + 2 = 0 সমীকরণটির বীজ দুটি হলো—
(a) 0, 1
(b) 0, 2
(c) 0, 0
(d) 1, 2
Ans: (d) 1, 2
কারন:
বামপক্ষ,
x2 – 3x + 2
= (1)2 – 3×1 + 2
= 1 – 3 + 2
= 3 – 3
= 0
=
ডানপক্ষ
∴
1 সমীকরণটির বীজ
আবার
বামপক্ষ,
x2 – 3x + 2
= (2)2 – 3×2 + 2
= 4 – 6 + 2
= 6 – 6
= 0
=
ডানপক্ষ
∴
2 সমীকরণটির বীজ
(গ) px2 +
qx + T = 0 সমীকরণটি (p, q, r বাস্তব) দ্বিঘাত সমীকরণ হওয়ার শর্ত হলো—
(a) q ≠ 0
(b)
r ≠
0
(c) p ≠ 0
(d) p যে কোনো অখণ্ড সংখ্যা
Ans: (c) p ≠
0
কারন:
যদি P এর মান শূন্য হলে qx + T=0 হয়ে যাবে, তাহলে উক্ত সমীকরণটি আর দ্বিঘাত সমীকরণ
হবে না।
2. সত্য/মিথ্যা লেখো
: 1 × 2 = 2
(ক) a, b, c ধনাত্মক বাস্তব সংখ্যা
এবং a > b ও c > b হলে, ax2 +
bx + c = 0 দ্বিঘাত সমীকরণটির বীজদ্বয় বাস্তব হবে।
Ans: মিথ্যা
কারন: এক্ষেত্রে,
নিরুপক < 0 হয়
∴
b2 – 4ac < 0 হয়
অর্থাৎ, বীজদ্বয় অবাস্তব হয়।
(খ) ax2 +
bx + c = 0 সমীকরণে a = 0 হলে (b, c বাস্তব), সমীকরণটি একটি রৈখিক সমীকরণে পরিণত
হবে।
Ans: সত্য
কারন:
ax2 + bx + c = 0
বা, 0 × x2 + bx + c = 0
বা, 0 + bx + c = 0
∴
bx + c = 0 (রৈখিক সমীকরণ)
3. সংক্ষিপ্ত উত্তর দাও : 2 x 3 = 6
(ক) x2 +
Px + 2 = 0 সমীকরণটির একটি বীজ 2 হলে, P-এর মান কত?
Ans: যেহেতু, x2 + Px + 2 = 0 সমীকরণটির একটি বীজ 2
∴
x2 + Px + 2 = 0
বা, (2)2 + P×2 + 2 = 0
বা, 4 + 2P + 2 = 0
বা, 6 + 2P = 0
বা,
2P = -6
∴
P = -3
∴
নির্ণেয় P এর মান -3
(খ) x2 – 4x + 5 = 0
সমীকরণটির নিরূপক নির্ণয় করো
Ans: x2 – 4x + 5 = 0 দ্বিঘাত সমীকরণটিকে ax2 + bx + c = 0 দ্বিঘাত সমীকরণের সঙ্গে
তুলনা করে পাই,
a=1, b=-4, c=5
∴
নিরুপক = b2 – 4ac
= (-4)2 – 4×1×5
= 16 – 20
= -4
(গ) ax2 +
bx + c = 0 (a, b, c বাস্তব, a ≠
0) সমীকরণটির বীজদ্বয় (i) বাস্তব ও সমান এবং (ii) বাস্তব ও অসমান হওয়ার শর্তগুলি
লেখো।
Ans: ax2 + bx + c = 0 সমীকরণটির বীজদ্বয়
(i) বাস্তব ও সমান হবে যখন b2 – 4ac = 0 হয়।
(ii) বাস্তব ও অসমান হবে যখন b2 – 4ac > 0 হয়।
4. (ক) একচুলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ
গঠন করে সমাধান করো—দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক
স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম।
সংখ্যাটি নির্ণয় করো।
Ans: ধরি, দশক স্থানীয়
অঙ্কটি = x
∴
একক স্থানীয় অঙ্কটি = (x+6)
∴
সংখ্যাটি = 10x + (x+6)
= 10x + x + 6
= 11x + 6
অঙ্কদ্বয়ের
গুণফল = x × (x+6)
= x2 + 6x
শর্তানুসারে, x2 + 6x = (11x+6) – 12
বা, x2 + 6x = 11x + 6 – 12
বা, x2 + 6x = 11x – 6
বা, x2 + 6x – 11x + 6 = 0
∴
x2 – 5x + 6 = 0
∴
নির্ণেয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো x2 – 5x + 6 = 0
এখন x2 – 5x + 6 = 0
বা,
x2 – 3x – 2x + 6 = 0
বা, x(x-3) – 2(x-3) = 0
বা, (x-3) (x-2) = 0
হয়, x – 3 = 0
∴
x = 3
অথবা, x – 2 = 0
∴
x = 2
∴
x = 3 হলে, সংখ্যাটি
= 11x + 6
= 11×3 + 6
= 33 + 6
= 39
∴
x = 2 হলে, সংখ্যাটি
= 11x + 6
=
11×2 + 6
= 22 + 6
= 28
(খ) 5x2 +
2x – 3 = 0 দ্বিঘাত সমীকরণের বীজদুটি α
ও β
হলে, α2 +
β2 -এর
মান নির্ণয় করো।
Ans: 5x2 + 2x – 3 = 0 দ্বিঘাত সমীকরণকে ax2 + bx + c = 0 দ্বিঘাত সমীকরণের সঙ্গে
তুলনা করে পাই, a=5, b=2, c=-3
Also read:
WBBSE Model Activity Task Class 10 English Part 9 January 2022 Solution
👍এই আর্টিকেলটি তোমার ভালো লেগে থাকলে তুমি তোমার সহপাঠীদের সঙ্গে শেয়ার
করতে পারো।
💬এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।