Model Activity Task Poribesh o Geography Class 7 Part 7 । মডেল অ্যাক্টিভিটি টাস্ক সপ্তম শ্রেণি Part 7 পরিবেশ ও ভূগোল

Model Activity Task Poribesh o Geography Class 7 Part 7
Model Activity Task Poribesh o Geography Class 7 Part 7

Model Activity Task Poribesh o Geography Class 7 Part 7 

Class 7 Part 7 Geography

Class 7 Part 7 Model Activity Task Poribesh o Geography

মডেল অ্যাক্টিভিটি টাস্ক সপ্তম শ্রেণি Part 7 পরিবেশ ও ভূগোল

মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021
সপ্তম শ্রেণি Part- 7
পরিবেশ ও ভূগোল

১.বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো:

১.১ ভূ আলোড়ন এর ফলে সৃষ্ট ফাটল গুলোর মাঝে ভূভাগ উপরে উঠে যে ভূমিরূপ সৃষ্টি করে তা হল
ক) মহাদেশীয় মালভূমি
খ) স্তুপ পর্বত 
গ) আগ্নেয় পর্বত
ঘ) লাভা মালভূমি 
উত্তর-খ) স্তুপ পর্বত
১.২ দুটি নদীর মধ্যবর্তী স্থলভাগ হলো
ক) নদী অববাহিকা
খ) দোয়াব
গ) মোহনা
ঘ) ধারণ অববাহিকা
উত্তর-খ) দোয়াব
১.৩ একটি পাললিক শিলার উদাহরণ দাও
ক) গ্রানাইট
খ) ব্যাসল্ট
গ) মার্বেল
ঘ) চুনাপাথর
উত্তর-ঘ) চুনাপাথর
১.৪ ঠিক জোড়টি নির্বাচন করো
ক) দক্ষিণ আফ্রিকা -উষ্ণ জলবায়ু
খ) চীনদেশীয় জলবায়ু -খেজুর গাছ
গ) জাম্বেজি নদী -ভিক্টোরিয়া জলপ্রপাত
ঘ) আফ্রিকার পূর্বদিক -ভূমধ্যসাগর
উত্তর- গ) জাম্বেজি নদী -ভিক্টোরিয়া জলপ্রপাত
২. একটি বা দুটি শব্দে উত্তর দাও:

২.১ ভারতের একটি পলি গঠিত সমভূমি নাম লেখ

উত্তর- ভারতের একটি পলি গঠিত সমভূমি নাম হল উত্তর ভারতের সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র।

২.২ নদীর কোন প্রবাহে ভূমির ঢাল বেশি থাকায় নদীর শক্তি বৃদ্ধি পায়? 

উত্তর- নদীর উচ্চ প্রবাহে ভূমির ঢাল বেশি থাকায় নদীর শক্তি বৃদ্ধি পায়।

২.৩ কোন শ্রেণীর মৃত্তিকায় বালি ও কাদা পরিমাণ প্রায় সমান থাকে? 

উত্তর- দো-আঁশ মৃত্তিকায় বালি ও কাদা পরিমাণ প্রায় সমান থাকে

২.৪ দক্ষিণ আফ্রিকার তৃণভূমি কি নামে পরিচিত? 

উত্তর-দক্ষিণ আফ্রিকার তৃণভূমি ভেল্ড নামে পরিচিত।
৩. সংক্ষিপ্ত উত্তর দাও:

৩.১ নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি দুটি শর্ত উল্লেখ করো। 

উত্তর-(i) পলির পরিমাণ-নদী দ্বারা বাহিত পলির পরিমাণ সমুদ্র স্রোত দ্বারা অপসারিত পলির পরিমাণ অপেক্ষা বেশি হতে হবে।
(ii) নদী-সদের জনস্লেত :-নদীর জল প্রবল বেগে প্রবাহিত হয়ে সমুদ্রে পড়লে বাহিত পরিবারের মোহনায় গিয়ে জমা হয় এবংআর এখানে নদী ও সমুদ্রের জলের স্রোত কম থাকে, সেখানে বদ্বীপ সৃষ্টি হয়

৩.২ জলবায়ু মৃত্তিকা সৃষ্টির অন্যতম প্রধান নিয়ন্ত্রক বক্তব্যটির যথার্থতা বিচার করো। 

উত্তর-জলবায়ু: জলবায়ু মাটি তৈরিতে বিশেষ ভূমিকা নেয়। উয় ও বৃষ্টিবহুল জলবায়ুতে তাড়াতাড়ি মাটি তৈরি হয়। আবার শীতল ও শুষ্ক অঞ্চলে মাটি তৈরি হতে সময় লাগে। তাই উদ্বৃ ও আর্দ্র অঞ্চলে মাটির গভীরতা বেশি হয়।
৪. নিচের প্রশ্নটির উত্তর দাও:

৪.১ সাহারার জলবায়ু কিভাবে সেখানকার মানুষের  জীবনযাত্রাকে প্রভাবিত করে? 

উত্তর- সাহারা অঞ্চলের জলবায়ু মানুষকে চরম বিপদের মুখে ঠেলে দেয় তার আবহাওয়া ও ভূ প্রকৃতি.
তবে বর্তমানে এখন ধীরে ধীরে সিটি আগের থেকে অনেকটাই জনবসতি বসবাসযোগ্য হয়ে উঠেছে.
(1)এখন সেখানে বিভিন্ন বড় বড় বিল্ডিং, ঘর বাড়ি তৈরি হচ্ছে এবং জনবসতির ভিড় বাড়ছে.
(2)সেখানকার জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেখানে গড়ে উঠছে বিভিন্ন বিমানবন্দর আর সেটি জনপ্রিয় হয়ে উঠেছে ও আরো জনপ্রিয় হয়ে উঠছে.
(3)সেখানকার মানুষজন বাইরে জীবিকা নির্বাহের জন্য চলে আসে ও সেখানে খুব স্বল্প পরিমাণে জীবিকা নির্বাহ করে মানুষ বসবাস করে থাকে.
(4)এখানকার মানুষ  ও তার জীবিকা ও চাষযোগ্য ওপর নির্ভরশীল নয় কারণ এখানে বালুময় ও জলের সংকট থাকায় চাষের উপযুক্ত জল পাওয়া সম্ভব হয় না তাই বাইরে কাজ করার জন্য চলে আস.
৫. নিচের প্রশ্নটির উত্তর দাও:

৫.১ ভঙ্গিল পর্বত ও আগ্নেয় পর্বত সৃষ্টির প্রক্রিয়াটি বর্ণনা করো। 

উত্তর- ভঙ্গিল পর্বত ভঙ্গিল শব্দটির অর্থ হচ্ছে ভাজ।

Model Activity Task Poribesh o Geography Class 7 Part 7
ভঙ্গিল পর্বতের সৃষ্টি প্রক্রিয়া বিভিন্ন বিজ্ঞানীদের মতে বিভিন্ন রকম তবে অনেকে মনে করেন বিভিন্ন পাত সঞ্চালনের প্রভাবে পরিচলন স্রোত এবং পার্শ্ববর্তী চাপের ও তাপের প্রভাবে ভাজ খেয়ে খেয়ে পর্বতের সৃষ্টি হয় একেই ভঙ্গিল পর্বত বলা হয়।

আগ্নেয় পর্বত-পাতসংস্থান তত্ত্ব অনুসারে দুটি পাতের মিলন সীমান্তে ভূ-গর্ভের

Model Activity Task Poribesh o Geography Class 7 Part 7
ম্যাগমা বেরিয়ে এসে এইপ্রকার পর্বত গঠন করে। এছাড়া প্রবল ভূ-আন্দোলনের ফলে ভূপৃষ্ঠের দুর্বল স্থানে গভীর ফাটলের সৃষ্টি হয়। এই ফাটলের মাধ্যমে ভূগর্ভস্থ উত্তপ্ত গলিত লাভা, নানা রকমের গ্যাস ও বাষ্প, ছাই, পাথরের টুকরো ইত্যাদি প্রবল বেগে বেরিয়ে এসে ফাটলের চারদিকে ছড়িয়ে পড়ে। এভাবে বারবার ওইসব আগ্নেয় পদার্থ বেরিয়ে এসে ফাটলের চারদিকে জমা হয়ে পর্বতের আকার ধারণ করে। আগ্নেয় পদার্থ জমা হয়ে সৃষ্টি হয় বলে এদের বলা হয় আগ্নেয় পর্বত বা আগ্নেয়গিরি (Volcanic Mountain or Volcano)। ইতালির ভিসুভিয়াস, চিলির চিম্বোরাজো, জাপানের ফুজিয়ামা ইত্যাদি আগ্নেয় পর্বত বা আগ্নেয়গিরি এভাবে তৈরি হয়েছে।

Sajahan Seikh

Sajahan Seikh. From a young age he became very curious about the various animals of the environment and their life cycle. So he has been very interested in reading life science since he was young and he likes it very much, his favorite subject is life science. He is currently an experienced biology teacher.

Post a Comment (0)
Previous Post Next Post