Sobuj Jama Birendo Chattopadhay Bangla Part 1 Class 8 |
আর নয় অপেক্ষা চলে এসেছে লেখাপড়া আর বন্ধুদের সঙ্গে মেলামেশা ও দেখাশোনা
তার সঙ্গে চলে এসেছে তোমাদের হাতের মুঠোয় ডিজিট্যাল পড়াশোনা।।
Sobuj Jama Birendo Chattopadhay Bangla Part 1 Class 8
Class 8 Bangla Sahitomela
সবুজ জামা বীরেন্দ্র চট্টোপাধ্যায়
অষ্টম শ্রেণি কবিতা বাংলা সাহিত্যমেলা প্রথম পর্ব
সবুজ জামা কবিতায় কবি পরিচিতি: বাংলা সাহিত্যের অন্যতম আধুনিক কবিদের মধ্যে হলেন বীরেন্দ্র চট্টোপাধ্যায় এক অতুলনীয়। এই মহান কবি জন্ম হয়েছিল 1920 খ্রিস্টাব্দে এবং তিনি তার জীবনকাল বহু গ্রন্থ কাব্যগ্রন্থ, ছোট বড় কবিতা রচনা করেছেন।
তার উল্লেখযোগ্য গ্রন্থ গুলির মধ্যে হলো ১) চারপাশের মানুষজন, ২)নানান জীবন সংগ্রাম , ৩)পরিস্থিতি রূপায়িত হয়েছে।
এছাড়াও রয়েছে ৪)গ্রহস্বত্ব ,৫)রানুর জন্য, ৬) লক্ষিন্দর ,৭)ভিসা অফিসের সামনে , ৮)মানুষের মুখ, ৯)ভারত বর্ষ ,১০)আমার যজ্ঞের ঘোড়া এবং ১১) ভিয়েতনাম প্রভৃতি তার অমর গ্রন্থ।
এই মহান কবি তাঁর কৃতিত্বের জন্য আমাদের সকলের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবেন চিরকাল।
তিনি হাজার 1985 খ্রিস্টাব্দে পরলোকগমন করেন
সবুজ জামা কবিতায় সারাংশ: তোতা বাবু নামক একটি ছেলে প্রাণ ভরে গাছেদের ভালবাসতো আর গাছের মতো হয়ে সে জীবন কাটাতে চাই। তাই গাছেদের যে পাতার রং হয় সেই পাতার রং এর জামা পড়তে চাই এই ছেলেটি। আর নিজেকে গাছের মত করে সে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে চাই এক পায়ে আর স্কুলে যেতে চাই না সে শিখতে চাই না অর্থাৎ বর্ণপরিচয়। সে এক জায়গায় দাঁড়িয়ে থেকে গাছের রং এর পাতা পাতা সাপ যুক্ত জামা পরে প্রজাপতিদের দৃষ্টি আকর্ষণ করতে চাই আর চাইছে তার গায়ে যেন প্রজাপতিগুলো বসে এবং তাকে গাছের মতো তারা ভালোবাসা দেয় তার হাত দুটোকে বাড়িয়ে দিয়েছে গাছের ডালের মতো করে আর সেখানে রয়েছে দুটো তিনটে লাল নীল রঙের ফুল।
এককথায় ছেলেটি সম্পূর্ণভাবে নিজেকে গাছের মত করে রাখতে চাই আর গাছের জীবন সে অনুভব করতে চাই।
উপরের দেওয়া লেখক পরিচিতি শব্দার্থ ও পাঠ্যসূচির আলোচনা পর্বে তোমরা যদি কোথাও বুঝতে অসুবিধা মনে হয় অথবা না পারো তাহলে আমাদের কমেন্ট করে কমেন্ট সেকশনে জানিয়ে দেবে আর তোমাদের কোন প্রশ্ন থাকলে বিষয়ক অথবা অন্য বিষয়ে তাহলে আমাদের জিজ্ঞাসা করতে পারো ভালো থেকো সুস্থ থেকো এভাবে পড়াশোনা চালিয়ে যাও।