Porobasi Bisnu De Bangla Part 1 Class 8 |
নিশ্চয়ই তোমরা খুশি হবে যে তোমাদের পঠন-পাঠন পূর্বের ন্যায় হতে চলেছে স্কুল আগের মত স্বাভাবিক অবস্থায় ফিরতে চলেছে তাই আর দেরি না করে আমরাও তোমাদের কথা মাথায় রেখে তোমাদের জন্য তোমাদের সাহিত্য মেলা বইয়ের Porobasi Bisnu De Bangla Part 1 Class 8 | পরবাসী বিষ্ণু দে অষ্টম শ্রেণি কবিতা বাংলা সাহিত্যমেলা প্রথম পর্ব
Porobasi Bisnu De Bangla Part 1 Class 8
বিষ্ণু দে
দুই দিকে বন, মাঝে ঝিকিমিকি পথ
এঁকে বেঁকে চলে প্রকৃতির তালে- তালে ।
রাতের আলোয় থেকে- থেকে জ্বলে চোখ,
নিচে লাফ দেয় কচি- কচি খরগোশ।
নিটোল টিলার পলাশের ঝোপে দেখেছি
হঠাৎ পুলকে বনময়ূরের কুহুক,
তাঁবুর ছায়ায় নদীর সোনালী সেতারে
মিলিয়েছে তার সুষমা।
চুপি -চুপি আসে নদীর কিনারে, জল খায়!
শুনেছি সিন্ধুমুনির হরিণ আহ্বান ।
চিতা চলে গেলে লুদ্ধ সিংহ ছন্দে
বন্যপ্রাণীর কথাকলি বেগ জাগিয়ে ।
কোথায় সে বন, বসতিও কৈ বসেনি,
শুধু প্রান্তর শুকনো হাওয়াই হাহাকার।
জঙ্গল সাফ, গ্রাম মরে গেছে ,শহরের
পত্তন নেয় ময়ূর মরেছে পণ্যে।
কেন এই দেশে মানুষ মৌন অসহায় ?
কেন নদী গাছ পাহাড় এমন গৌণ?
সারাদেশময় তাবু বয় কত ঘুরব?
পরবাসী কবে নিজ বাসভূমি গড়বে?
পরবাসী কবিতার কবি পরিচিতি:
পরবাসী কবিতার বিষয়বস্তু: পল্লীকবি বিষ্ণুদেব ছিলেন প্রকৃতিপ্রেমিক । তিনি প্রকৃতির বর্ণনা করেছেন ও তার চিত্রকে লিখনের মধ্যে দিয়ে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন।
কবিতায় কবি প্রকৃতির বর্ণনা করতে গিয়ে বলেছেন,
দুদিকে গাছের সারি আর মাঝখানে রাস্তা সেটি আঁকাবাঁকা আর রাস্তা প্রকৃতির সমতল নয় কোথাও উঁচু কোথাও নিচু আর সেই সমতলের সঙ্গে তাল মিলিয়ে রয়েছে এই কাজগুলি রাতের অন্ধকারে আকাশে থাকা অসংখ্য তারা তাদের মিটমিটিয়ে জলা আলো কখনো আলোকিত করে আবার কখনো নিভে যায় আর এই আলোর মাঝে মাঝেই দেখতে পাওয়া যায় খরগোশ যেটি লাফিয়ে লাফিয়ে ঘোরাফেরা করে। নিটোল ডিলার পাশে ঝোপে দেখতে পাওয়া যায় এক ময়ূর সে তার কলরবে মত্ত হয়ে থাকে আর লেখক শুনতে পায় তার কলোনি কুহুক কুহক, নদীর পাশে থাকা একটা বউ আর শ্রদ্ধাবোধ ছায়া পড়ে নদীর জলে আর তাতে সোনালী নদীর জল, যেন ছায়াময় হয়ে পড়ে। সিন্ধু মুনি হরিণ সেখানে চুপিচুপি আছে নদীর তীরে আর জল খেয়ে যায়। চিতা চলে গেলে তারপর বের হয় সিংহ আর তার দুরন্ত বেগে যেন বনের পশু পাখি জেগে ওঠে। চারিদিক শূন্য হয়ে পড়েছে গ্রাম ঘুমের শহর নেই বসতি নেই আর চারিদিক হাহাকার কোন জীব জন্তু নেই। এই দেশের মানুষ অসহায় আর জীবজন্তু জানো সব হারিয়ে গেছে , নেই পাহাড় নেই গাছপালা নেই নদী নেই পশুপাখি তারা যেন কোথাও চলে গেছে কবে তারা ফিরবে নিজ গৃহ আর করবে সেই সোনার সংসার।