Pipre Amio Chocroborti Part 1 Bangla Class 6 |
Pipre Amio Chocroborti Part 1 Bangla Class 6
Class 6 Pipre Amio Chocroborti Part 1 Bangla
পিঁপড়ে অমিয় চক্রবর্তী পার্ট ১ বাংলা ষষ্ট শ্রেণি
পিঁপড়ে
অমিয় চক্রবর্তী
আহা পিঁপড়ে ছোটো পিঁপড়ে ঘুরুক দেখুক থাকুক
কেমন যেন চেনা লাগে ব্যস্ত মধুর চলা--
স্তব্ধ শুধু চলার কথা বলা--
আলোয় গন্ধের ছুঁয়ে তার ওই ভুবন ভরে রাখুক,
আহা পিঁপড়ে ছোটো পিঁপড়ে ধুলোর রেণু মাখুক।।
ভয় করে তাই আজ সরিয়ে দিতে
কাউকে, ওকে চাইনি দুঃখ নিতে।
কে জানে প্রাণ আনল কেন ওর পরিচয় কিছু,
গাছের তলায় হাওয়ার ভোরে কোথায় চলে নিচু---
আহা পিঁপড়ে ছোটো পিঁপড়ে সেই অতলে ডাকুক।
মাটির বুকে যারাই আছি এই দু দিনের ঘরে
তার স্মরণে সবাইকে আজ ঘিরেছে আদরে।।
3