Ghas Foring Arun Mitro Part 1 Bangla Class 6 |
Ghas Foring Arun Mitro Part 1 Bangla Class 6
ঘাসফড়িং অরুণ মিত্র পার্ট ১ বাংলা ষষ্ট শ্রেণি
Class 6 Bangla Ghas Foring Arun Mitro Part 1
ষষ্ট শ্রেণি ঘাসফড়িং অরুণ মিত্র পার্ট ১ বাংলা
Test Book Class 6 West Bengle Board
ঘাসফড়িং
অরুণ মিত্র
একটা ঘাস ফড়িং -এর সঙ্গে আমার গলায় গলায় ভাব হয়েছে,
ভাব না করে পারতামই না আমরা।
ঝিরঝির বৃষ্টির পর আমি ভিজে ঘাসে পা দিয়েছি
অমনি শুরু হয়ে গেল আমাদের নতুন আত্মীয়তা।
সবুজ মাথা তুলে কত খেলা দেখালো ঘাসফড়িং ,
তার কাছ থেকে চলে আসার সময় আমার কি মনখারাপ
বলে এলাম আমি আবার আসব,
আমার ঘরের দরজা এখন সবুজে সবুজ।
এই আবার ঝিরঝির বৃষ্টি
আমি কথা দিয়ে এসছি
ভিজে ঘাসের ওপর আমাকে যেতেই হবে আবার।