Vor Dupure by Nirendronath Chocroborti Part 1 Bangla Class 6 |
Vor Dupure by Nirendronath Chocroborti Part 1 Bangla Class 6
Class 6 Vor Dupure by Nirendronath Chocroborti Part 1 Bangla
ভরদুপুরে নীরেন্দ্রনাথ চক্রবর্তী পার্ট ১ বাংলা ষষ্ট শ্রেণি
ভরদুপুরে
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
ওই যে অশথ গাছটি, ও তো
পথিকজনের ছাতা,
তলায় ঘাসের গালচেখানি
আদর করে পাতা।
চরছে দূরে গরু-বাছুর ,
গাছের তলায় শুয়ে ,
দেখছে রাখাল মেঘগুলো যায়
আকাশটাকে ছুঁয়ে।
খোলের মধ্যে বোঝাই করে
শুকনো খড়ের আঁটি
নদীর ধারে বাঁধা কাদের
ওই যে বড় নৌকাটি।
কেউ কোথা নেই, বাতাস ওড়ায়
মিহিন সাদা ধুলো,
ভর দুপুরে যে যার ঘরে
ঘুমাচ্ছে লোকগুলো।
শুধুই কি আর মানুষ ঘুরিয়ে,
যে জানে, সে ই জানে
আঁচল পেতে বিশ্বভূবন
ঘুমোচ্ছে এইখানে।
পথিকজনের ছাতা,
তলায় ঘাসের গালচেখানি
আদর করে পাতা।
চরছে দূরে গরু-বাছুর ,
গাছের তলায় শুয়ে ,
দেখছে রাখাল মেঘগুলো যায়
আকাশটাকে ছুঁয়ে।
খোলের মধ্যে বোঝাই করে
শুকনো খড়ের আঁটি
নদীর ধারে বাঁধা কাদের
ওই যে বড় নৌকাটি।
কেউ কোথা নেই, বাতাস ওড়ায়
মিহিন সাদা ধুলো,
ভর দুপুরে যে যার ঘরে
ঘুমাচ্ছে লোকগুলো।
শুধুই কি আর মানুষ ঘুরিয়ে,
যে জানে, সে ই জানে
আঁচল পেতে বিশ্বভূবন
ঘুমোচ্ছে এইখানে।