Model Activity Task Class 2 Part 6 Somisza Somadhaner Sokkhomota Sept 2021| মডেল অ্যাক্টিভিটি টাস্ক দ্বিতীয় শ্রেণি সমস্যা সমাধানের সক্ষমতা

Model Activity Task Class 2 Part 6 Somisza Somadhaner Sokkhomota  Sept 2021
Model Activity Task Class 2 Part 6 Somisza Somadhaner Sokkhomota  Sept 2021

Model Activity Task Class 2 Part 6 Somisza Somadhaner Sokkhomota  Sept 2021| মডেল অ্যাক্টিভিটি টাস্ক  দ্বিতীয় শ্রেণি সমস্যা সমাধানের সক্ষমতা

New Model Activity Task Class 2 Part 6 Somisza Somadhaner Sokkhomota  Sept 2021

 মডেল অ্যাক্টিভিটি টাস্ক  দ্বিতীয় শ্রেণি সমস্যা সমাধানের সক্ষমতা

মডেল অ্যাক্টিভিটি টাস্ক

 দ্বিতীয় শ্রেণি

 সমস্যা সমাধানের সক্ষমতা

১.১) নিচের প্রশ্নগুলির বাক্যের প্রথমে মাঝে ও শেষে ব্যবহার করো :

ক) জল    খ) সবুজ  গ) বৃষ্টি

উত্তর: ক) জল -জল আমাদের নিত্য প্রয়োজনীয় সার তরল পদার্থ জল ছাড়া আমরা বাঁচতে পারি না। 

খ) সবুজ -সাধারণত গাছের পাতা সবুজ হয়। 

গ) বৃষ্টি- বর্ষাকালে বৃষ্টি হয় অনেক। 

১.২) নিচের শব্দগুলির থেকে যুক্তব্যঞ্জন খুঁজে ও তা ব্যবহার করে নতুন শব্দ তৈরি করো:

(ক) গুঞ্জন  (খ) বাস্তব (গ)দক্ষ

উত্তর- ক) রঞ্জন

খ) রাস্তা

গ) শিক্ষক

২) বিদ্যালয়ে স্বাধীনতা দিবসে কি কি করা হয় তা নিয়ে কয়েকটি বাক্য লেখ:

উত্তর:

আমাদের বিদ্যালয়ে স্বাধীনতা দিবস 15 আগস্ট পালন করা হয়। 

স্বাধীনতা দিবস পালন করি কারণ আমাদের দেশ ইংরেজদের হাত থেকে হাজার 1945 সালে স্বাধীন হয়েছিল তখন থেকে আমরা স্বাধীনতা দিবস পালনকরি। 

স্বাধীনতা দিবসের দিনে আমাদের স্কুল সকালবেলায় ফুল নিয়ে যায়। 

স্বাধীনতা দিবসের দিনে আমাদের বিদ্যালয় পতাকা উত্তোলন করা হয় এবং কিছু সময় পরে শিক্ষক মহাশয় আমাদের তার সম্পর্কে কিছু কথা শেষে বিদ্যালয় ছুটি ঘোষণা করে। 

৩.১) Fill in the table:

Ans -i) cloud

ii)Sun

iii) star

(৩.২) Correct the following sentences:

(ক)That are running cars. 

(খ) This are our favorite places. 

Ans.That are running cars. 

৪) সমাধান করো : 

(ক) ২৪ জন লোক নদীর পাড়ে দাঁড়িয়ে আছে। তিনটে নৌকা ঘাটে বাঁধা আছে। প্রতিটি নৌকায় সমান সংখ্যক লোক উঠবে । তাহলে প্রতিটি নৌকায় কতজন লোক উঠবে? 

উত্তর- নদীর পাড়ে লোক দাঁড়িয়ে আছে 24 জন। নৌকা আছে নদীতে তিনটি প্রতিটি নৌকার সমান সংখ্যক লোক করবে ।

এখন প্রতিটি নৌকায় উঠবে =(২৪÷৩) সজন

৮ জন করে। 

(খ) আজ আমরা বাগানে ৩২ টা চারা গাছ লাগাবো। যদি বাবা, মা ,আমি আর ভাই সমান সংখ্যক গাছ লাগাই , তাহলে এক একজন কটা করে গাছ লাগাবে? 

উত্তর- আজ আমরা বাগানে চারা গাছ লাগাব মোট ৩২ টি

আমাদের পরিবারের অর্থাৎ বাবা মা আমি এবং আমার ছোট ভাই সমান সংখ্যক চারা গাছ বসাবো। 

তাহলে আমরা প্রত্যেকে চারাগাছ লাগাবো =(৩২÷৪) 

= ৮টি করে। 

(গ) আফরুজা তার মায়ের সঙ্গে দোকানে গিয়ে পাকা কলা কিনলো। ১ডজনে ১২ টা থাকে। তাহলে মোট কটা কলা কিনলো? 

উত্তর আফরোজা তার মায়ের সঙ্গে দোকানে গিয়ে কলা ৬ ডজন কিনলো। 

এক ডজন কলা = ১২ টি কলা। 

6 ডজন কলায় কলা থাকবে= ৬×১২= ৭২টি। 

আ আফরোজা  মোট কলা কিনলো ৭২ টি। 

(ঘ) আজ বাগান থেকে রাজু মোট ৩৬০ টি আম এনেছে। আমগুলি বাক্সে ভরতে হবে। প্রত্যেকটা বাক্সে ৩০ টা করে আম ভরা যাবে। তাহলে কয়টা বাক্স লাগবে? 

উত্তর: রাজু বাগান থেকে মোট আম এনেছে =৩৬০ টি

ওই আম গুলি বাক্সে ভরতে হবে প্রতিটি বাক্যের ত্রিষষ৩০ টি করে আমরা যাবে। 

অতএব, মোট বাক্স লাগবে সমস্ত আম গুলি ভরতে =(৩৬০÷৩০) 

=১২ টি

Sajahan Seikh

Sajahan Seikh. From a young age he became very curious about the various animals of the environment and their life cycle. So he has been very interested in reading life science since he was young and he likes it very much, his favorite subject is life science. He is currently an experienced biology teacher.

Post a Comment (0)
Previous Post Next Post