![]() |
Model Activity Task Class 3 Part 6 Swaasthya o Sarir Shiksha Sept 2021 |
Model Activity Task Class 3 Part 6 Swaasthya o Sarir Shiksha Sept 2021 | মডেল অ্যাক্টিভিটি টাস্ক তৃতীয় শ্রেণি স্বাস্থ্য ও শারীরশিক্ষা ২০২১
Model Activity Task Class 3 Part 6 Swaasthya o Sarir Shiksha Sept 2021
New Model Activity Task Class 3 Part 6 Swaasthya o Sarir Shiksha Sept 2021
মডেল অ্যাক্টিভিটি টাস্ক তৃতীয় শ্রেণি স্বাস্থ্য ও শারীরশিক্ষা ২০২১
তৃতীয় শ্রেণি
স্বাস্থ্য ও শারীরশিক্ষা
জল সংরক্ষণ ও যোগাসন
১। নিচের শব্দটি থেকে সঠিক শব্দটি খুঁজে নিয়ে শূন্যস্থান পূরণ করো।
ক) জল সংরক্ষণ অন্তত একবার, পরীক্ষাগারে পানীয় জলের___ দরকার।
উত্তর- পরীক্ষার।
খ) জল সংরক্ষণ
বৃষ্টির জল____করা যায় জানি কত ভাবে।
উত্তর- ব্যবহার।
গ) জল সংরক্ষণ
বৃষ্টির জল ধরে রেখে হবে
জলেরই তো__।
উত্তর- সাশ্রয়।
ঘ) জল সংরক্ষণ
জল ব্যবহার করবে সবাই তার___মতো,
উত্তর- প্রয়োজন।
ন) জল সংরক্ষণ
গরমটাএলে জলের__মানুষ কাঁদে যে কত!
উত্তর- অভাব।
চ) জল সংরক্ষণ
পানীয় জলের__করা মোটেই কাম্য নয়,
উত্তর- অপচয়।
ছ) জল সংরক্ষণ
জলই জীবন সকলের মনে হোক আজ__।
উত্তর- বোধোদয়।
২। নিচের প্রশ্নগুলির উত্তর দাও:
ক) জল আমাদের কি কি কাজে ব্যবহৃত হয়?
উত্তর- জল আমাদের বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। যেমন- i) পানীয় জল হিসাবে বাড়িতে রান্নার কাজে জল ব্যবহার করা হয়। ii) থালা-বাসন মাজা, হাত মুখ ধোয়া, জামাকাপড় কাচা, ঘর মোছা, স্নান করা প্রভৃতি কাজে জল ব্যবহার করা হয়। iii) জমিতে জলসেচ করা ও গাছে জল দেওয়া কাজে জল ব্যবহার করা হয়। iv) গরু-মোষ স্নান করাতে জল ব্যবহৃত হয়।
খ) জলে কি বেশি থাকলে ওই জল আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হবে?
উত্তর- জলে আর্সেনিক বেশি থাকলে ওই জল আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হবে দীর্ঘদিন আর্সেনিকযুক্ত জল ব্যবহার করলে পায়ের পাতা ও হাতের তালুতে কালো ছোপ ছোপ দাগ দেখা দেবে।
গ) কি কি ভাবে বৃষ্টির জল সংরক্ষণ করা যায়?
উত্তর- বৃষ্টির জল কে বিভিন্নভাবে সংরক্ষণ করা যায়।
যেমন- i) বাড়ির ছাদে বৃষ্টির জল জমিয়ে রেখে পাইপের সাহায্যে নিচে নামিয়ে এনে বড় কোনো চৌবাচ্চায় জল জমা করতে হবে।
ii) বৃষ্টি শুরু হওয়ার একটু পরে বালতি বা গামলা বসিয়ে জল ধরে রাখা যায়।
iii) বৃষ্টির জল সংরক্ষণের জন্য বড় বড় জলাধার তৈরি করা যেতে পারে।
৩। নিচের যোগাসনের ভঙ্গিগুলি ছবির নিচে ফাঁকা ঘরে যোগাসনটির নাম লেখ।
ক) বৃক্ষাসন
খ) বজ্রাসন
গ) তুমি যে যোগাসন টি সবচেয়ে ভালো অনুশীলন করতে পারো তার নামটি লিখ।
উত্তর- হলাসন।