![]() |
Model Activity Task Class 3 Part 6 Amader Poribesh September 2021 |
Model Activity Task Class 3 Part 6 Amader Poribesh September 2021
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
Class 3
আমাদের পরিবেশ
১. ঠিক উত্তর নির্বাচন করো:
১.১ আগেকার দিনের মানুষ পোষাক তৈরীর জন্য ব্যবহার করতো-
ক) সুতো খ) পশম গ)সিনথেটিক উল ঘ) গাছের ছাল।
উত্তর -গাছের ছাল।
১.২ তোমার রাজ্যের উত্তর দিকের একটি জেলা হল-
ক) পুরুলিয়া খ) পূর্ব মেদিনীপুর গ) কালিম্পং ঘ) উত্তর 2৪ পরগনা।
উত্তর- -কালিম্পং
১.৩ পিন কোড হল-
ক) বাড়ির নম্বর খ) রাস্তার নম্বর গ) টেলিফোন নম্বর ঘ) পোস্ট অফিসের নম্বর।
উত্তর- -পোস্ট অফিসের নম্বর।
২. একটি বাক্যে উত্তর দাও:
২.১ শালিক পাখি শীত থেকে বাঁচার জন্য পালককে কিভাবে ব্যবহার করে?
উত্তর- শালিক পাখি শীত থেকে বাঁচার জন্য পালককে ফুলিয়ে রাখে।
২.২ পাকা বাড়ির দেওয়াল তৈরীর কাজে লাগে এমন একটি উপাদানের নাম লেখ।
উত্তর- পাকা বাড়ির দেওয়াল তৈরিতে কাজে লাগে এমন দুটি উপাদান হলো- ইট,বালি, পাথর ও সিমেন্ট।
২.৩ পারিবারিক জীবিকার একটি উদাহরণ লেখ।
উত্তর- পারিবারিক জীবিকার একটি উদাহরণ হল কৃষক।
৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও:
৩.১ পোষা গরুদের চটের জামা কেন পরানো হয়?
উত্তর- শীতকালে শীতের হাত থেকে রক্ষা পেতে পোষা গরুদের সাধারণত চটের জামা পরানো হয়।
৩.২ "ভূমিকম্প প্রবণ অঞ্চলে ইট- সিমেন্টের বাড়ির বদলে কাঠের বাড়ি তৈরি করা ভালো" -এবিষয়ে তোমার মতামত লেখ।
উত্তর- ভূমিকম্প প্রবণ অঞ্চলের ভূমিকম্প প্রবণ অঞ্চলের ইট - সিমেন্টের বাড়ির থাকলে ভূমিকম্পে ফেটে যায় এবং নষ্ট হয়ে যায়। তাই যেখানে ভূমিকম্প বেশি হয় সেখানে কাঠের বাড়ি তৈরি করলে কিছুটা সুবিধা হয়।
৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও:
৪.১ বাড়ির বিভিন্ন কাজে তোমার পরিবারের অন্য সদস্যদের তুমি কিভাবে সাহায্য করো?
উত্তর- বাড়ির বিভিন্ন কাজে আমার পরিবারের অন্য সদস্যদের আমি নানা রকম ভাবে সাহায্য করি যেমন- মা দোকান থেকে কিছু আনতে বললে এনে দিই, দাদা কিছু বললে এনে দিই, পরিবারের মধ্যে কারো অসুখ করলে বাড়ির ছোটখাটো কাজগুলো করার চেষ্টা করি।