![]() |
Model Activity Task Class 10 Physical Science Part 3 |
Model Activity Task Class 10 Physical Science Part 3
Class 10 Model Activity Task Physical Science Part 3
মডেল অ্যাক্টিভিটি টাস্ক ভৌতবিজ্ঞান দশম শ্রেণি তৃতীয় পর্ব
Model activity task Part 3
Class 10
Physical science
নীচের প্রশ্নগুলির উত্তর লেখো :
১. কোনো তড়িৎক্ষেত্রের একটি বিন্দুতে বিভব x ভোল্ট বলতে কি বোঝায় ?
উত্তরঃ কোনো তড়িৎক্ষেত্রের একটি বিন্দুতে বিভব x ভোল্ট বলতে বোঝায় , অসীম দূরত্ব থেকে একটি 1 কুলম্ব ধনাত্মক আধানকে ওই বিন্দুতে আনতে গেলে x জুল কার্য করতে হবে।২. কোনো পরিবাহীর মধ্য দিয়ে 16 অ্যাম্পিয়ার তড়িৎপ্রবাহ গেলে প্রতি সেকেন্ডে তার মধ্যে দিয়ে প্রবাহিত ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করো । (ইলেকট্রনের আধান 1.6×10−19 1.6×10−19 কুলম্ব ধরে নাও )
উত্তরঃ
Model activity task |
৩. কোনো তড়িৎকোশের তড়িচ্চালক বল (EMF) 1.5V বলতে কি বোঝায় ?
উত্তরঃ কোনো তড়িৎকোশের তড়িচ্চালক বল (EMF) 1.5V বলতে বোঝায় যে, কোশটির ধনাত্মক তড়িৎদ্বার থেকে ঋণাত্মক তড়িৎদ্বারে 1 কুলম্ব তড়িৎ আধানকে প্রবাহ করতে 1.5 জুল কার্য করতে হয়।৪. ওহমের সূত্রটির গাণিতিক রূপ লেখো এবং লেখচিত্র অঙ্কন করো ।
উত্তরঃ ওহমের সূত্রের গাণিতিক রূপটি হলো:V=IR
যেখানে, V= পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ,
I= ওই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎপ্রবাহমাত্রা
এবং R= ওই পরিবাহীর রোধ।
Link For All Subject