New Model Activity Task Class 6 Part 6 Poribesh o Geography| September 2021 | মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৬ ষষ্ঠ শ্রেণি পরিবেশ ও ভূগোল ২০২১

New Model Activity Task Class 6 Part 6 Poribesh o Geography| September 2021
New Model Activity Task Class 6 Part 6 Poribesh o Geography| September 2021
হ্যালো শিক্ষার্থীরা আজ তোমাদের নিউ মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ষষ্ঠ শ্রেণির পরিবেশ ও ভূগোল এর প্রশ্নের জন্য এদিক সেদিক খুঁজতে হবে না আমরা তোমাদের জন্য তার সমাধান নিয়ে উপস্থিত হয়েছি আজকে আমরা আলোচনা করব New Model Activity Task Class 6 Part 6 Poribesh o Geography| September 2021 | মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৬ ষষ্ঠ শ্রেণি পরিবেশ ও ভূগোল ২০২১ .

New Model Activity Task Class 6 Part 6 Poribesh o Geography| September 2021 | মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৬ ষষ্ঠ শ্রেণি পরিবেশ ও ভূগোল ২০২১ 

New Model Activity Task Class 6 Part 6 Paribesh o Geography| September 2021

মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৬ ষষ্ঠ শ্রেণি পরিবেশ ও ভূগোল ২০২১ 

মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১ 
 পার্ট ৬ ষষ্ঠ শ্রেণি 
পরিবেশ ও ভূগোল 

September, PART 6

১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :   ১ × ৩ = ৩
১.১ উত্তর আমেরিকা ও ইউরোপের মাঝে অবস্থিত মহাসাগরটি হলো 
উত্তর: খ) আটলান্টিক মহাসাগর 
১.২ পশ্চিমবঙ্গের জলবায়ু প্রকৃতি
উত্তর: ক) উষ্ণ - আর্দ্র 
১.৩ ভারতের একটি পশ্চিমবাহিনী নদী হলো
উত্তর:: গ) নর্মদা
২ উত্তর:
New Model Activity Task Class 6 Part 6 Poribesh o Geography| September 2021
New Model Activity Task Class 6 Part 6 Poribesh o Geography| September 2021
৩. সংক্ষিপ্ত উত্তর দাও :
৩.১ বিকিরণ পধতিতে কীভাবে পৃথিবীর বায়ুমণ্ডল উত্তপ্ত হয় ?  ২
উত্তর: সূর্যরশ্মির ২০০ কোটি ভাগের একভাগ পৃথিবীতে আসে। এই পদ্ধতিকে বলা হয় আগত সৌর বিকিরণ। আগত সৌর বিকিরণ কে ১০০% ধরলে তার মাত্র ৫১% ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে। একে বলে কার্যকরী সৌর বিকিরণ। বাকি ৪৯% এর মধ্যে ৩৫% মহাশূন্যে ফিরে যায়। বাকি ১৪% বায়ুমণ্ডলের গ্যাস, জলীয়বাষ্প, ধূলিকণা দ্বারা শোষিত হয়। এইভাবেই সূর্য থেকে আসা তাপ সরাসরি ভূপৃষ্ঠ ও ভূপৃষ্ঠের কাছাকাছি  সবকিছু কে উত্তপ্ত করে। এইভাবে তাপ আবার ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলে বিকিরিত হয়। এইরূপে বিকিরণ পদ্ধতিতে পৃথিবীর বায়ুমণ্ডল উত্তপ্ত হয়।  
৩.২ বিশ্ব উষ্ণায়নের কারণে পৃথিবীর শীতলতম মহাদেশ কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ?  ৩
উত্তর: পৃথিবীর দুই মেরু  বরফে ঢাকা থাকে। দক্ষিণ মেরুতে আন্টার্কটিকা মহাদেশের আবহাওয়া, প্রাকৃতিক পরিবেশ সারা পৃথিবীর জলবায়ুর ভারসাম্য রক্ষা করে। বিশ্ব উষ্ণায়ন, ওজোনস্তরের অবক্ষয় ইত্যাদি কারণে দূষণমুক্ত বিশুদ্ধ প্রাকৃতিক পরিবেশ, নির্মল বাতাস, মুক্ত আকাশ - সবকিছুই এখন চরম সংকটের সম্মুখীন । ক্রমাগত উষ্ণতা বৃদ্ধির ফলে প্রতিদিন  বরফ গলছে, ফলে মহাদেশের আয়তন কমছে।  সিল, পেঙ্গুইন ইত্যাদি প্রাণীদের সংখ্যা কমছে, নষ্ট হয়ে যাচ্ছে বাস্তুতান্ত্রিক ভারসাম্য। বরফ গলনের ফলে সমুদ্রের জলস্তর  বৃদ্ধি পাচ্ছে। সর্বোপরি সমুদ্রতীরবর্তী শহর গুলে অদূর ভবিষ্যতে  জলের তলদেশে চলে যাওয়ার সম্ভাবনা প্রবল । 
৪. অরণ্য সংরক্ষণ করা কেন প্রয়োজন বলে তুমি মনে করো ?  ৫
উত্তর: পৃথিবীর সুরক্ষা হেতু  অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা অতি গুরুত্বপূর্ণ। কারণগুলি হল-
(i) বায়ুমণ্ডলের অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের সমতা বজায় রাখতে  অরণ্য সংরক্ষণ প্রয়োজন। 
(ii) অধিক গাছপালার উপস্থিতি পৃথিবী কে শীতল রাখে ও বৃষ্টিপাত ডেকে আনে তাই আমাদের অরণ্য সংরক্ষণের প্রতি দৃষ্টিপাত
(iii) অরণ্য ছেদনের ফলে  ভৌমজল স্তর নীচে নেমে যায়। ফলে  জলাভাব, শুষ্ক আবহাওয়া দেখা দিতে পারে। তাই খরা রোধ করতে  গাছ কাঁটা বন্ধ করা উচিৎ।
(iv) গাছের মূল মাটিকে শক্ত করে ধরে রাখে, যাতে বৃষ্টির জলে মাটির অবক্ষয় না হয়। অরণ্য ধ্বংস হলে ভূমিক্ষয় অবশ্যম্ভাবী। 
এইকারনে অরণ্য সংরক্ষণ করা দরকার ।

4

Link For another Subject 

1

New Model Activity Task Class 6 Part 6 History | September 2021 | মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৬ ষষ্ঠ শ্রেণি ইতিহাস ২০২১

প্রশ্নের উত্তর পেয়ে তুমি যদি খুশি হয়ে থাকো তাহলে তুমি তোমার বন্ধুদেরকে শেয়ার করে দাও

এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য তোমাকে অশেষ ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমাদের সঙ্গে পড়াশোনা চালিয়ে যাও

Sajahan Seikh

Sajahan Seikh. From a young age he became very curious about the various animals of the environment and their life cycle. So he has been very interested in reading life science since he was young and he likes it very much, his favorite subject is life science. He is currently an experienced biology teacher.

Post a Comment (0)
Previous Post Next Post