![]() |
New Model Activity Task Class 6 Part 6 History |
New Model Activity Task Class 6 Part 6 History | September 2021 | মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৬ ষষ্ঠ শ্রেণি ইতিহাস ২০২১
Model Activity Task Class 6 Part 6 History
মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৬ ষষ্ঠ শ্রেণি ইতিহাস ২০২১
History Model Activity Task Class 6 Part 6 History
মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১
পার্ট ৬
ষষ্ঠ শ্রেণি
ইতিহাস ২০২১
পার্ট ৬
ষষ্ঠ শ্রেণি
ইতিহাস ২০২১
১. শূন্যস্থান পূরণ করো : ১ × ৩ = ৩
ক) জৈন ধর্মের প্রচারক বলা হতো ______ |
উত্তর: তীর্থঙ্কর
খ) আজীবিক গোষ্ঠীর প্রতিষ্ঠিতা ছিলেন____ |
উত্তর: গোশাল
গ) সুও ও বিনয় পিটক সংকলিত হয়েছিল ___ বৌদ্ধ সংগীতির সময় ।
উত্তর প্রথম
২. সত্য বা মিথ্যা নির্ণয় করো : ১ × ৩ = ৩
ক) পরবর্তী বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদান ঋকবেদ ।
উত্তর মিথ্যা
খ) ভরত গোষ্ঠীর রাজা ছিলেন সুদাস ।
উত্তর সত্য
গ) প্রায় ছ-বছর তপস্যা করার পর মহাবীর বোধি বা জ্ঞান লাভ করেন ।
উত্তর মিথ্যা
৩. একটি বা দুটি বাক্যে লেখো : ২ × ২ = ৪
ক) মেগালিথ কী ?
উত্তর :মেগালিথ হলো একপ্রকার প্রাচীন পাথর। ইহা কোনো স্থাপত্য বা মিনার তৈরি করতে ব্যবহার করা হয়। মেগলিথ হলো বিশেষ প্রাচীন পাথরের তৈরী স্থাপনা যা কংক্রিটের ব্যবহার ছাড়াই তৈরী করা হয়েছে এবং অতি অবশ্যই প্রাগৈতিহাসিক বলে মনে করা যায়। পরবর্তীতে নির্মম স্থাপনগুলোকে অবশ্য মনোলিথিক বলে উল্লেখ করা যায় ।
খ) জাতকের গল্পের মূল বিষয়বস্তু কী ?
উত্তর:জাতকের মূল চরিত্র গৌতম বুদ্ধ। জাতকের মাধ্যমে অতীত জীবনের সঙ্গে বর্তমান জীবনের সম্পর্ক স্থাপন করা হয় যাকে সমাধান বলা হয়। জাতকের উপদেশ ও নীতি শিক্ষা মানুষকে মৈত্রী, সৎ, দয়াবান, আদর্শবান হতে প্রেরণা দেয় ।
ক) জৈন ধর্মের প্রচারক বলা হতো ______ |
উত্তর: তীর্থঙ্কর
খ) আজীবিক গোষ্ঠীর প্রতিষ্ঠিতা ছিলেন____ |
উত্তর: গোশাল
গ) সুও ও বিনয় পিটক সংকলিত হয়েছিল ___ বৌদ্ধ সংগীতির সময় ।
উত্তর প্রথম
২. সত্য বা মিথ্যা নির্ণয় করো : ১ × ৩ = ৩
ক) পরবর্তী বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদান ঋকবেদ ।
উত্তর মিথ্যা
খ) ভরত গোষ্ঠীর রাজা ছিলেন সুদাস ।
উত্তর সত্য
গ) প্রায় ছ-বছর তপস্যা করার পর মহাবীর বোধি বা জ্ঞান লাভ করেন ।
উত্তর মিথ্যা
৩. একটি বা দুটি বাক্যে লেখো : ২ × ২ = ৪
ক) মেগালিথ কী ?
উত্তর :মেগালিথ হলো একপ্রকার প্রাচীন পাথর। ইহা কোনো স্থাপত্য বা মিনার তৈরি করতে ব্যবহার করা হয়। মেগলিথ হলো বিশেষ প্রাচীন পাথরের তৈরী স্থাপনা যা কংক্রিটের ব্যবহার ছাড়াই তৈরী করা হয়েছে এবং অতি অবশ্যই প্রাগৈতিহাসিক বলে মনে করা যায়। পরবর্তীতে নির্মম স্থাপনগুলোকে অবশ্য মনোলিথিক বলে উল্লেখ করা যায় ।
খ) জাতকের গল্পের মূল বিষয়বস্তু কী ?
উত্তর:জাতকের মূল চরিত্র গৌতম বুদ্ধ। জাতকের মাধ্যমে অতীত জীবনের সঙ্গে বর্তমান জীবনের সম্পর্ক স্থাপন করা হয় যাকে সমাধান বলা হয়। জাতকের উপদেশ ও নীতি শিক্ষা মানুষকে মৈত্রী, সৎ, দয়াবান, আদর্শবান হতে প্রেরণা দেয় ।
৪. নিজের ভাষায় লেখো (৩-৪ টি বাক্যে) : ৩ × ১ = ৩
নব্যধর্ম আন্দোলন কেন গড়ে উঠেছিল ?
উত্তর ধর্মের নামে আড়ম্বর, কুসংস্কার, জাতিভেদ বেড়ে যায় খ্রিস্টপূর্ব ষষ্ট শতকের দিকে । নতুন করে সহজ সরল ধর্মের খোঁজ শুরু হয়েছিল ব্রহ্ম ধর্মের গোঁড়ামির বদলে। সেই চাহিদা মেটাতে সাহায্য করেছিল বেশ কিছু ধর্ম। যার মধ্যে প্রধান দুটি ধর্ম হল জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্ম। এই প্রতিবাদী ধর্ম আন্দোলন শুরু হওয়ার পিছনে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও ধর্মীয় কারণ ছিল ।
Link For another Subject
New Model Activity Task Class 6 Part 6 Poribesh o Geography| September 2021 | মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৬ ষষ্ঠ শ্রেণি পরিবেশ ও ভূগোল ২০২১
উপরে আলোচ্য বিষয়ে তোমাদের কোথাও যদি কোনো দ্বন্দ্ব বা সন্দেহ অথবা বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাদের তোমরা অতি দ্রুত কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দাও।