Model Activity Task Part 6 Geography and Paribesh Class 10 । মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৬ পরিবেশ ও ভূগোল দশম শ্রেণি

Model Activity Task Part 6 Geography and Paribesh Class 10

Hello, শিক্ষার্থীরা তোমরা ধারাবাহিকতা বজায় রেখে তোমাদের পাঠ্য বইয়ের পড়াশোনা শুরু করে দিয়েছিলে আর তারই মাঝে আবার তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক ষষ্ঠ পর্ব বিতরণ করেছে আর আমরা সেই প্রশ্নের সমাধান ও উত্তর নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে আজকে আমরা আলোচনা করব Model Activity Task Part 6 Geography and Paribesh Class 10 । মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৬ পরিবেশ ও ভূগোল দশম শ্রেণি.
Model Activity Task Part 6 Geography and Paribesh Class 10 । মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৬ পরিবেশ ও ভূগোল দশম শ্রেণি

Model Activity Task Part 6 Geography and Paribesh Class 10 

মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৬ পরিবেশ ও ভূগোল দশম শ্রেণি

মডেল অ্যাক্টিভিটি টাস্ক 
দশম শ্রেণী 
ভূগোল ও পরিবেশ 
Part - 6

১ বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো:
১.১ আরোহন প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হল---
( ক) গিরিখাত
( খ) রসে মতানে
(গ) বালিয়াড়ি
(ঘ) গৌর
উত্তরঃ (গ) বালিয়াড়ি। 
১.২ ঠিক জোড়াটি নির্বাচন করো। - - - 
(ক) উত্তর-পশ্চিম ভারতের প্রাচীন ভঙ্গিল পর্বত - নীলগিরি
(খ) দক্ষিণ ভারতের পূর্ব বাহিনী নদী- নর্মদা
(গ) আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের চিরহরিৎ বৃক্ষ- মেহগনি
(ঘ) উত্তর-পূর্ব ভারত- কৃষ্ণ মৃত্তিকা
উত্তরঃ (গ) আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের চিরহরিৎ বৃক্ষ- মেহগনি। 
১.৩ ভারতের রূঢ় বলা হয়---
(ক) জামশেদপুর কে
(খ) দুর্গাপুর কে
(গ) ভিলাই কে
(ঘ) বোকারো কে
উত্তরঃ (খ) দুর্গাপুর কে। 
২। বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখ। 

২.১ নদী খাতে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট পর্বত গুলি হল মন্থকূপ। 
উত্তরঃ ঠিক। 
২.২ ভারতের উপকূল অঞ্চলে দিনের বেলা স্থলবায়ু প্রবাহিত হয়। 
উত্তরঃ ভুল। 
২.৩ শুষ্ক ও উষ্ণ আবহাওয়ায় চা চাষের পক্ষে আদর্শ। 
উত্তরঃ ভুল। 
৩ সংক্ষিপ্ত উত্তর দাও।

৩.১ 'অক্ষাংশ ভেদে হিমরেখার উচ্চতা ভিন্ন হয়' —ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো। 

উত্তরঃ কোন স্থানের হিমরেখার উচ্চতা নির্ভর করে , ভূমির উচ্চতা এবং ঋতু পরিবর্তনের উপর। নিরক্ষরেখা থেকে উত্তর ও দক্ষিণের যেহেতু উষ্ণতা কমতে থাকে তাই হিমরেখার অবস্থানের উচ্চতাও কমতে থাকে। শীতকালে উষ্ণতা কমে যায় বলে হিমরেখা পর্বতের নিচে এবং গ্রীষ্মকালে উষ্ণতা বাড়ার জন্য পর্বতের উপরের অংশে অবস্থান করে। 
যেমন - 0 ডিগ্রি অক্ষাংশে 6000 মিটার, 23 ডিগ্রি অক্ষাংশে 4600 মিটার 70 ডিগ্রি অক্ষাংশে 1200মিটার, 90 ডিগ্রি অক্ষাংশে 100 মিটার উচ্চতায় অবস্থান করে। 

৩.২ হিমালয় পর্বতমালা কিভাবে ভারতীয় জলবায়ুকে নিয়ন্ত্রণ করে? 

উত্তরঃ ভারতের জলবায়ুতে নাগাধিরাজ হিমালয় এর প্রভাব অপরিসীম। যেমন- (১)শৈত্যপ্রবাহে থেকে রক্ষা: হিমালয় পর্বতমালা উত্তর ও পূর্ব দিকে প্রাকৃতিক প্রাচীরের ন্যায় বিরাজ করার জন্য মধ্য এশিয়ার শৈতপ্রবাহ থেকে রক্ষা পেয়েছে ।নইলে ভারতও সাইবেরিয়ার মত বরফ মরুভূমিতে রূপান্তরিত হয়ে যেত ।(২)বৃষ্টিপাত: গ্রীষ্মকালে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু হিমালয় বাধা পেয়ে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে। 

৪. ভারতীয় জনজীবনে নগরায়নের নেতিবাচক প্রভাব গুলি উল্লেখ করো।

উত্তরঃ বর্তমান ভারতে দ্রুতগতিতে নগরায়ন ঘটছে। অপরিকল্পিতভাবে নগরায়নের জন্য বিভিন্ন অসুবিধা, সমস্যা বা নেতিবাচক প্রভাব দেখা দিচ্ছে। এগুলি হল-
(ক) অপরিকল্পিত নগরায়ন: ভারতের নগরায়নের সবচেয়ে বড় সমস্যা হল ভারতে কোনো পরিকল্পনা ছাড়াই নগরায়নের বিকাশ ঘটছে। ফলে শহরের জনসংখ্যা আয়তনের তুলনায় বেড়ে গিয়ে রাস্তাঘাট, পরিবহন, জনবসতি ঘিঞ্জি হয়ে উঠছে। যেমন- মুম্বাই, কলকাতা, দিল্লী, আমেদাবাদ, পুনে, হায়দ্রাবাদ প্রভৃতি শহর আকারেও জনসংখ্যায় বৃদ্ধি পেয়েছে। ফলে যানজট, চুরি, ছিনতাই, ধর্ষণ প্রভৃতি অসামাজিক কুকর্ম বৃদ্ধি পেয়েছে। 
(খ) মানুষের শহরমুখী প্রবণতা: রুজি- রোজগারের আশায় উন্নত জীবনযাপন ও শিক্ষার অনুকূল পরিবেশ পেতে মানুষ গ্রাম থেকে শহরে গমন করছে। ফলে গ্রামীণ জনসংখ্যার চেয়ে শহরের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। এর ফল স্বরূপ শহরের জমি, হাসপাতাল, পরিবহন প্রভৃতি পরিষেবার গতি কমে যাচ্ছে। 
(গ) সামাজিক বৈষম্যের সৃষ্টি: নগরায়নের ফলে বাড়ছে সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য। ধনী-দরিদ্র্যের মধ্যে বিস্তর ব্যবধান সৃষ্টি হওয়ায় সামাজিক সমস্যা ঘটছে। 
(ঘ) স্বাস্থ্যের অবনতি: শিল্পায়ন ও নগরায়নের ফলে উত্তরোত্তর দূষণ বৃদ্ধি পাচ্ছে। ফলে বিভিন্ন অজানা রোগের প্রাদুর্ভাব ঘটছে। নির্মল পরিবেশ এবং সবুজের আজ বড় অভাব। 
(ঙ) অন্যান্য কারণ: মহানগর গুলির ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য দুঃসহ যানজট, স্বাস্থ্য, পরিবহন ব্যবস্থা সর্বত্রই নেতিবাচক প্রভাব পড়ছে। সর্বক্ষেত্রে দীর্ঘ লাইনের প্রতীক্ষা বাড়ছে। ফলে অবসাদ, ক্ষোভ ও দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে।

তোমাদের সুবিধার্থে জন্য এই class-10 শ্রেণীর সমস্ত বিষয়ের লিংক নিচে দেওয়া হল-
bengla
eng
আলোচ্য বিষয় যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা আমাদের নিচে কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না.


Sajahan Seikh

Sajahan Seikh. From a young age he became very curious about the various animals of the environment and their life cycle. So he has been very interested in reading life science since he was young and he likes it very much, his favorite subject is life science. He is currently an experienced biology teacher.

Post a Comment (0)
Previous Post Next Post