![]() |
Class 4 Model Activity Task Part 6 Amader Paribesh September 2021 |
Class 4 Model Activity Task Part 6 Amader Paribesh September 2021 | মডেল অ্যাক্টিভিটি টাস্ক চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ ২০২১
Class 4 Model Activity Task Part 6 Amader Paribesh September 2021
মডেল অ্যাক্টিভিটি টাস্ক চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ ২০২১
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
চতুর্থ শ্রেণীর
আমাদের পরিবেশ
১.শূন্যস্থান পূরণ করো :
১. পৃথিবীর................................................... হল চাঁদ.
উত্তরঃ উপগ্রহ
১.২ তরল বস্তুর একটি উদাহরণ হল................................
উত্তরঃ কেরোসিন/ পেট্রোল
১.৩ ভারতের................................ গুহাচিত্র দেখতে পাওয়া যায়।
উত্তরঃ অজন্তায়
২. বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করে লেখোঃ
১. পৃথিবীর................................................... হল চাঁদ.
উত্তরঃ উপগ্রহ
১.২ তরল বস্তুর একটি উদাহরণ হল................................
উত্তরঃ কেরোসিন/ পেট্রোল
১.৩ ভারতের................................ গুহাচিত্র দেখতে পাওয়া যায়।
উত্তরঃ অজন্তায়
২. বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করে লেখোঃ
উত্তরঃ
Class 4 Model Activity Task Part 6 Amader Paribesh September 2021 |
৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও:
৩.১ আগেকার দিনের মানুষ নানা পশুকে পোষ মানিয়ে ছিল কেন?
উত্তরঃ আগেকার দিনে মানুষ বনে জঙ্গলে বসবাস করত তারা ঘর বাড়ি বানাতে জানত না। তারা বনে জঙ্গলে থাকত এবং সেখান থেকে ফলমূল এবং পশুর কাঁচা মাংস খেয়ে জীবন ধারণ করত আর পরবর্তীতে তারা পশুর মাংস পুড়িয়ে ও পশুকে পোষ মানাতে শুরু করল যা থেকে তারা দুধ ডিম এবং পশুর মাংস পর্যন্ত খাদ্য হিসাবে তারা গ্রহণ করত। পরবর্তীতে যখন তারা এছাড়াও পশুকে বলতে সর্বপ্রথম কুকুরকে পোষ মানিয়ে ছিল নিজেদের আত্মরক্ষার জন্য। এই সমস্ত কারণের জন্য আগেকার দিনের মানুষ নানা পশুকে পোষ মানিয়ে ছিল।
৩.২ অমাবস্যায় চাঁদ কে দেখতে পাওয়া যায় না কেন?
উত্তরঃ সূর্যের নিজস্ব আলো আছে পৃথিবীর নিজস্ব কোন আলো নেই আর চাঁদের নিজস্ব কোন আলো নেই চাঁদের আলো প্রকৃতপক্ষে সূর্যের আলোয় আলোকিত হয় সূর্যের আলো যখন চাঁদের পাশে আলোকিত হয় সেই পারছে পূর্ণিমা হয় এবং ঠিক উল্টো পাশে যে যেদিকে পৃথিবীর পাশে অবস্থিত অংশ সেই পাশে চাঁদের আলো পৌঁছাতে পারে না তাই আমরা চাঁদকে ওই সময় দেখতে পায় না , এই সময় চাঁদ সূর্য এবং মাঝে অবস্থান করে, ওই সময় চাঁদকে পৃথিবী থেকে চাঁদকে আমাদের চোখে পড়ে না তাই ওই সময় পৃথিবীতে আমাবস্যা হয়।তাই আমাবস্যায় চাঁদকে আমরা দেখতে পাই না বা দেখতে পাওয়া যায় না।
৩.১ আগেকার দিনের মানুষ নানা পশুকে পোষ মানিয়ে ছিল কেন?
উত্তরঃ আগেকার দিনে মানুষ বনে জঙ্গলে বসবাস করত তারা ঘর বাড়ি বানাতে জানত না। তারা বনে জঙ্গলে থাকত এবং সেখান থেকে ফলমূল এবং পশুর কাঁচা মাংস খেয়ে জীবন ধারণ করত আর পরবর্তীতে তারা পশুর মাংস পুড়িয়ে ও পশুকে পোষ মানাতে শুরু করল যা থেকে তারা দুধ ডিম এবং পশুর মাংস পর্যন্ত খাদ্য হিসাবে তারা গ্রহণ করত। পরবর্তীতে যখন তারা এছাড়াও পশুকে বলতে সর্বপ্রথম কুকুরকে পোষ মানিয়ে ছিল নিজেদের আত্মরক্ষার জন্য। এই সমস্ত কারণের জন্য আগেকার দিনের মানুষ নানা পশুকে পোষ মানিয়ে ছিল।
৩.২ অমাবস্যায় চাঁদ কে দেখতে পাওয়া যায় না কেন?
উত্তরঃ সূর্যের নিজস্ব আলো আছে পৃথিবীর নিজস্ব কোন আলো নেই আর চাঁদের নিজস্ব কোন আলো নেই চাঁদের আলো প্রকৃতপক্ষে সূর্যের আলোয় আলোকিত হয় সূর্যের আলো যখন চাঁদের পাশে আলোকিত হয় সেই পারছে পূর্ণিমা হয় এবং ঠিক উল্টো পাশে যে যেদিকে পৃথিবীর পাশে অবস্থিত অংশ সেই পাশে চাঁদের আলো পৌঁছাতে পারে না তাই আমরা চাঁদকে ওই সময় দেখতে পায় না , এই সময় চাঁদ সূর্য এবং মাঝে অবস্থান করে, ওই সময় চাঁদকে পৃথিবী থেকে চাঁদকে আমাদের চোখে পড়ে না তাই ওই সময় পৃথিবীতে আমাবস্যা হয়।তাই আমাবস্যায় চাঁদকে আমরা দেখতে পাই না বা দেখতে পাওয়া যায় না।
link for other Subjects
আমাদের দেওয়া উত্তর পত্রে তোমরা যদি খুশি হয়ে থাকো তাহলে তোমার বন্ধুদের কেউ শেয়ার করে দাও যাতে তারাও লিখে তোমাদের মত খুশি ও আনন্দ পায় আর যদি কোন প্রশ্ন পত্রের উত্তর বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা এক সেকেন্ড সময় অপচয় না করে আমাদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানিয়ে দাও।
এতক্ষন আমাদের সঙ্গে থাকার জন্য অশেষ ধন্যবাদ । ভালো থেকো সুস্থ থেকো আর এভাবে পড়াশোনা চালিয়ে যাও আমাদের সঙ্গে।