Chande Sudhu Kan Rakho | Class 7 | Bangla | ছন্দে শুধু কান রাখো | অজিত দত্ত | সপ্তম শ্রেণি | বাংলা

 

Chande Sudhu Kan Rakho Class 7 Bangla
Chande Sudhu Kan Rakho Class 7 Bangla 
সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে সুস্থ ও ভালো রয়েছো। তোমরা জানো মহামারী করোনা ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে ও আমাদের ভারতও তার কবল থেকে রেহাই পায়নি। তাই লকডাউন থাকার কারণে সমস্ত কিছু পিছিয়ে পড়ে ও স্তব্ধ হয়ে পড়েছে। তবে এখন কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিতে পাচ্ছে উন্নতির চাকা। তার সঙ্গে সমস্ত শিক্ষাব্যবস্থা কিছুটা প্রাণ খুলে চলার পথে এগোনোর প্রস্তুতি নিচ্ছে। শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার লক্ষ্যে শিক্ষা, মন্ত্রী পরিষদগান মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রদান করে শিক্ষার্থীদের শিক্ষার প্রতি মন আকৃষ্ট করে তুলতে। আবার তারা আগের অবস্থায় ফিরিয়ে আসতে সেই লক্ষ্যে প্রতিমাসে Model Activity Task প্রদান করে চলেছে। অবস্থা ও পরিস্থিতি আস্তে আস্তে করোনার হাত থেকে মুক্তি পাচ্ছে এবং দেশবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে। আর এই অবস্থায় শিক্ষাব্যবস্থাকে আবার পুনরায় শিক্ষার উন্নতির পথে চালানোর উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ শিক্ষা পরিষদ পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে পূর্বের অবস্থায় চালনা করার পরিকল্পনা করছেন। 

আমরা তোমাদের উজ্জ্বল ভবিষ্যতের উদ্দেশ্যে শিক্ষার অগ্রগতি বজায় রাখতে আজো আমরা আগের মত ক্লাস ভিত্তিক Part নিয়ে উপস্থিত হয়েছি। আজ আমরা তোমাদের জন্য নিয়ে এসেছিChande Sudhu Kan Rakho | Class 7 | Bangla | ছন্দে শুধু কান রাখো | অজিত দত্ত | সপ্তম শ্রেণি | বাংলা এর প্রশ্নোত্তর পর্ব।
 Digital Porasona ওয়েবসাইটে তোমরা তোমাদের স্নেহের, আদরের ভাই বোন এবং শ্রদ্ধেয় দাদা, দিদি এবং বন্ধু-বান্ধবদের অর্থাৎ নার্সারি, হইতে দ্বাদশ শ্রেণীর সমস্ত বিষয়ের অধ্যায়ভিত্তিক আলোচনা, প্রশ্নোত্তর পর্ব, সহজ-সরল, যথোপযুক্ত, মার্জনীয় ভাষায় উত্তর পাবে এখানে।
তাহলে চলো আর দেরি না করে বিষয়বস্তুটা Chande Sudhu Kan Rakho | Class 7 | Bangla | ছন্দে শুধু কান রাখো | অজিত দত্ত | সপ্তম শ্রেণি | বাংলা-এর শুরু করি।  

Chande Sudhu Kan Rakho | Class 7 | Bangla | ছন্দে শুধু কান রাখো | অজিত দত্ত | সপ্তম শ্রেণি | বাংলা

Chande Sudhu Kan Rakho | Class 7 Bangla  

Class 7 Bengli | Poem Chande Sudhu Kan Rakho

Class 7 Poem Chande Sudhu Kan Rakho by Ajit Datta

Class 7 Poem Chande Sudhu Kan Rakho by Ajit Datta Question Answer 

ছন্দে শুধু কান রাখো | অজিত দত্ত

     ছন্দে শুধু কান রাখো  
 অজিত দত্ত 
 মন্দ কথায় মন দিয়ো না
 ছন্দে শুধু কান রাখো, 
  দ্বন্দ্ব ভুলে মন না দিলে
 ছন্দ শোনা যায় নাকো। 
 ছন্দ আছে ঝড় -বাদলে 
ছন্দ আছে জোছনাতে ,
দিনদুপুরে পাখির ডাকে
 ঝিঝির ডাক ঘোর রাতে । 
নদীর স্রোতের ছন্দ যদি
 মনের মাঝে শুনতে পাও 
দেখবে তখন তেমন ছড়া
 কেউ লেখেনি আর কোথাও । 
ছন্দ বাজে মোটর চাকায় 
ছন্দে চলে রেলগাড়ি 
 জলের ছন্দে তাল মিলিয়ে
 নৌকা জাহাজ  দেয় পাড়ি। 
 ছন্দের চলে ঘড়ির কাটা
ছন্দে বাধা রাত্রি দিন, 
কান পেতে যা শুনতে পাবে 
কিছুটি নয় ছন্দহীন। 
 সকল ছন্দ শুনবে যারা
কান পেতে আর মন পেতে
 চিনবে তারা ভুবনটাকে 
 ছন্দ সুরের সংকেতে। 
 মনের মাঝে জমবে জমা 
জীবন হবে পদ্যময়, 
কান না দিলে ছন্দে জেনো
 পদ্য লেখা সহজ নয়।

লেখক পরিচিতি 

 Link All Subject 

Math

English

Swathya O Sharir Siksha Lesson 1 | Class 7 WBBSE | শারীর শিক্ষার মৌলিক ধারণা | সপ্তম শ্রেণীর স্বাস্থ্য ও শারীর শিক্ষা

Pasibes o Geography

মানুষের খাদ্য সপ্তম শ্রেণীর পঞ্চম অধ্যায় প্রথম পর্ব | Manusher khadya Class-7 Lesson-5 Part-1

 Link For Another Class 

Class 6 Gonit Part 1 Mathematics | ষষ্ঠ শ্রেণির গণিত পার্ট ১

Class 8 Ganit Prabha Mathematics | গণিত অষ্টম শ্রেণীর গণিতপ্রভা

Class 9 Math Ganit Prakash | গণিত নবম শ্রেণীর গণিত-প্রকাশ

আশা করি তোমরা তোমাদের প্রশ্নের উত্তর ও সমাধান পেয়ে খুশি হয়েছো।উপরের Chande Sudhu Kan Rakho | Class 7 | Bangla | ছন্দে শুধু কান রাখো | অজিত দত্ত | সপ্তম শ্রেণি | বাংলা বুঝতে তোমাদের অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা আমাদের Comment Box জানিয়ে দিও ।  তাহলে আমরা তোমাদের তার সমাধান বের করে দেব।পরবর্তী পৃষ্ঠা সমাধান নিয়ে আমরা পরের পর্বে হাজির হব।

আর তোমরা সেগুলো পাওয়ার জন্য আমাদের  Digital porasona website সাইটের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখো।

Sajahan Seikh

Sajahan Seikh. From a young age he became very curious about the various animals of the environment and their life cycle. So he has been very interested in reading life science since he was young and he likes it very much, his favorite subject is life science. He is currently an experienced biology teacher.

Post a Comment (0)
Previous Post Next Post