![]() |
Chande Sudhu Kan Rakho Class 7 Bangla |
আমরা তোমাদের উজ্জ্বল ভবিষ্যতের উদ্দেশ্যে শিক্ষার অগ্রগতি বজায় রাখতে আজো আমরা আগের মত ক্লাস ভিত্তিক Part নিয়ে উপস্থিত হয়েছি। আজ আমরা তোমাদের জন্য নিয়ে এসেছিChande Sudhu Kan Rakho | Class 7 | Bangla | ছন্দে শুধু কান রাখো | অজিত দত্ত | সপ্তম শ্রেণি | বাংলা এর প্রশ্নোত্তর পর্ব।
Digital Porasona ওয়েবসাইটে তোমরা তোমাদের স্নেহের, আদরের ভাই বোন এবং শ্রদ্ধেয় দাদা, দিদি এবং বন্ধু-বান্ধবদের অর্থাৎ নার্সারি, হইতে দ্বাদশ শ্রেণীর সমস্ত বিষয়ের অধ্যায়ভিত্তিক আলোচনা, প্রশ্নোত্তর পর্ব, সহজ-সরল, যথোপযুক্ত, মার্জনীয় ভাষায় উত্তর পাবে এখানে।
তাহলে চলো আর দেরি না করে বিষয়বস্তুটা Chande Sudhu Kan Rakho | Class 7 | Bangla | ছন্দে শুধু কান রাখো | অজিত দত্ত | সপ্তম শ্রেণি | বাংলা-এর শুরু করি।
Chande Sudhu Kan Rakho | Class 7 | Bangla | ছন্দে শুধু কান রাখো | অজিত দত্ত | সপ্তম শ্রেণি | বাংলা
Chande Sudhu Kan Rakho | Class 7 Bangla
Class 7 Bengli | Poem Chande Sudhu Kan Rakho
Class 7 Poem Chande Sudhu Kan Rakho by Ajit Datta
Class 7 Poem Chande Sudhu Kan Rakho by Ajit Datta Question Answer
ছন্দে শুধু কান রাখো | অজিত দত্ত
অজিত দত্ত
ছন্দে শুধু কান রাখো,
দ্বন্দ্ব ভুলে মন না দিলে
ছন্দ শোনা যায় নাকো।
ছন্দ আছে ঝড় -বাদলে
ছন্দ আছে জোছনাতে ,
দিনদুপুরে পাখির ডাকে
ঝিঝির ডাক ঘোর রাতে ।
নদীর স্রোতের ছন্দ যদি
মনের মাঝে শুনতে পাও
দেখবে তখন তেমন ছড়া
কেউ লেখেনি আর কোথাও ।
ছন্দ বাজে মোটর চাকায়
ছন্দে চলে রেলগাড়ি
জলের ছন্দে তাল মিলিয়ে
নৌকা জাহাজ দেয় পাড়ি।
ছন্দের চলে ঘড়ির কাটা
ছন্দে বাধা রাত্রি দিন,
কান পেতে যা শুনতে পাবে
কিছুটি নয় ছন্দহীন।
সকল ছন্দ শুনবে যারা
কান পেতে আর মন পেতে
চিনবে তারা ভুবনটাকে
ছন্দ সুরের সংকেতে।
মনের মাঝে জমবে জমা
জীবন হবে পদ্যময়,
কান না দিলে ছন্দে জেনো
পদ্য লেখা সহজ নয়।
লেখক পরিচিতি
Link All Subject
Math
English
Swathya O Sharir Siksha Lesson 1 | Class 7 WBBSE | শারীর শিক্ষার মৌলিক ধারণা | সপ্তম শ্রেণীর স্বাস্থ্য ও শারীর শিক্ষা
Pasibes o Geography
মানুষের খাদ্য সপ্তম শ্রেণীর পঞ্চম অধ্যায় প্রথম পর্ব | Manusher khadya Class-7 Lesson-5 Part-1
Link For Another Class
Class 6 Gonit Part 1 Mathematics | ষষ্ঠ শ্রেণির গণিত পার্ট ১
Class 8 Ganit Prabha Mathematics | গণিত অষ্টম শ্রেণীর গণিতপ্রভা
Class 9 Math Ganit Prakash | গণিত নবম শ্রেণীর গণিত-প্রকাশ
আশা করি তোমরা তোমাদের প্রশ্নের উত্তর ও সমাধান পেয়ে খুশি হয়েছো।উপরের Chande Sudhu Kan Rakho | Class 7 | Bangla | ছন্দে শুধু কান রাখো | অজিত দত্ত | সপ্তম শ্রেণি | বাংলা বুঝতে তোমাদের অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা আমাদের Comment Box জানিয়ে দিও । তাহলে আমরা তোমাদের তার সমাধান বের করে দেব।পরবর্তী পৃষ্ঠা সমাধান নিয়ে আমরা পরের পর্বে হাজির হব।
আর তোমরা সেগুলো পাওয়ার জন্য আমাদের Digital porasona website সাইটের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখো।