মডেল অ্যাক্টিভিটি টাস্ক
বাংলা
তৃতীয় শ্রেণি
১. নিচের বাঁ দিকের কথাগুলির মধ্যে যেটা ঠিক তার পাশে (✓) চিহ্ন আর যেটা ভুল তার পাশে (x) চিহ্ন দাও:
১.১ ‘সত্যি সোনা’ গল্পে বুড়ো চাচির ছেলে ছিল অত্যন্ত নির্লোভ। ____
উত্তর- X
১.২ ‘আমরা চাষ করি আনন্দে’ কবিতাটি লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ____
উত্তর- ✓
১.৩ ‘আমাকে ক্ষমা করেন।' - কথাটি বলেছেন কুলি হিসাবে এগিয়ে আসা ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ____
উত্তর-X
১.৪ ‘দেয়ালের ছবি’ গল্পে বাঘকে শিকারি লোটায় করে পুকুরের ঠান্ডা জল এনে দিয়েছিল। ___
উত্তর- ✓
১.৫ সুনির্মল চক্রবর্তীর লেখা একটি বইয়ের নাম ‘কুসুমপুরের শালিক’। ___
উত্তর- ✓
১.৬ ফুলপরিরা তাদের দেশ থেকে অনেক ফুল নিয়ে এনেছিল। ____
উত্তর-X
২. একটি বাক্যে উত্তর দাও:
২.১ ‘সেটা বলব বলেই তো ডেকেছি তোমায়।'-বক্তা কোন কথা বলবেন?
উত্তর-'সত্যি সোনা' গল্প বুড়ো চাষীর মৃত্যুশয্যায় ছেলেকে দেখেছিল কোথায় সোনা লুকানো আছে তা বলার জন্য।
২.২ 'পুলক' শব্দটি দিয়ে একটি বাক্য রচনা করো।
উত্তর-ছায়ার মায়াবিনি চোখ আমাকে পুলকিত করেছিল।
২.৩ ‘নিজের হাতে নিজের কাজ’ গল্পের ঘটনাটি কোথায় ঘটেছে?
উত্তর-'নিজের হাতে নিজের কাজ' ঘটনাটি ঘটেছিল 'কারমাটার রেল স্টেশনে'।
২.৪ ‘দুজনে রওনা দিল বনের পথে’।- কোন দুজনের কথা এখানে বলা হয়েছে?
উতর- দুজনে রওনা দিলো বনের পথে এখানে দুজন বলতে বোঝানো হয়েছে বাঘ ও শিকারী কে।
২.৫ ‘সারাদিন’ কবিতায় শিশুটি খাতায় পাতায় কি কি আঁকে?
উত্তর- সারাদিন কবিতায় কবিতা তাই শিশুটি খাতার পাতায় হাতি, ঘোড়া, গাছ, পাখি প্রকৃতির ছবি আঁকে।
২.৬ ‘চলো’ আমরা ফুল নিয়ে আসি’।কারা একথা বলেছিল?
উত্তর- চলো আমরা ফুল নিয়ে আসি কথা বলেছিল ফুল পরীরা।
৩. নিজের ভাষায় উত্তর দাও:
৩.১ 'আমরা চাষ করি আনন্দে' কবিতায় প্রকৃতির রূপ কিভাবে ফুটে উঠেছে?
উত্তর-'আমরা চাষ করি আনন্দে' কবিতায় কবি, কবিগুরু 'রবীন্দ্রনাথ ঠাকুর' প্রকৃতির সৌন্দর্য ও মাধুর্যতাকে পরিস্ফুটিত করেছেন। তিনি বলেছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাষিরা আনন্দে মাঠে কাজ করে, কখনো রোদ ওঠ্ আবার কখনো বৃষ্টি পড়ে, কখনো বাঁশের বনে পাতা নড়ে, চাষ করা জমির চাচা মাটির গন্ধে পেয়ে খুশি হন, ক্ষেতের সবুজ গাছের সমারোহ ও তার সৌন্দর্য তরুণ কবি মন নেচে ওঠে। বাতাসে ধানের শীষ দুলে দুলতে থাকে, অঘ্রাণ মাসে সোনালী রোদে আর পূর্ণিমার জ্যোৎস্না পৃথিবী আরো সৌন্দর্য ও সুমধুর হয়ে ওঠে।
৩.২ ‘আমি আর কখনও নিজের কাজ নিজের হাতে করতে সংকুচিত হব না।' ডাক্তারবাবুর এমন প্রতিজ্ঞা করার কারণ কি?
উত্তর-'নিজের হাতে নিজের কাজ' গদ্যটি লিখেছেন 'ঈশরচন্দ্র বিদ্যাসাগর' গল্পে ডাক্তার বাবু কারমাটার রেল স্টেশনে নেমে বাঙালি ডাক্তারবাবু হাতের ব্যাগটা বয়ে নিয়ে যাবার জন্য কুলির সন্ধান করছিল। সে কোন কুলির সন্ধান পাচ্ছিল না, অবশেষে এক ভদ্রলোক এসে তার ব্যাগটি কে মাথায় তুলে নিয়ে ডাক্তার বাবুকে জিজ্ঞাসা করলেন সে কোথায় আর কতদূর যাবে। তখন ডাক্তারবাবু বললেন ব্যাগটি আমার ওই রিকশায় চড়িয়ে দিতে হবে এবং তার রিকশায় চড়িয়ে দেয়ায় আর কুলির পারিশ্রমিক দিতে চাই ডাক্তারবাবু ভদ্রলোকটিকে এবং সেই নিতে অস্বীকার করে। তার আসল পরিচয় দেয় যে তিনি ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর আসল পরিচয় জানা পরে ডাক্তারবাবুর লজ্জিত হলেন এবং তখন তিনি ক্ষমা চেয়ে নেন এবং শপথগ্রহণ করেন যে, নিজের হাতে নিজের কাজ করতে কখনো সংকুচিত হবেন না।
৩.৩ ‘তা এটা কী মানুষের আঁকা?'- বাঘ এমন প্রশ্ন করেছিল কেন?
উত্তর- 'দেওয়ালের ছবি' প্রচলিত গল্প বর্ণিত আছে, যে একদিন নাকি বাঘ এক শিকারের বাড়িতে নেমন্তন্ন খেতে গিয়ে সে দেখতে পেল দেওয়ালের ছবি আঁকা রয়েছে এবং সেই ছবিটি ছিল এক হাতে তীর-ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে। বাঘ আর তার পায়ের নিচে শুয়ে আছে, তখন সে(বাঘ) মনে মনে ভাবল এবং মুচকি হাসলো আর শিকারী কে জিজ্ঞাসা করল, যে এই ছবিটা কে এঁকেছে। তখন সে(শিকারি)বলল এই ছবিতে কে রয়েছে আর শিকারি জানায্, তার(শিকারি) বাবা ও দাদু রয়েছে তারা মস্ত বড় শিকারি ছিল ছিলেন।
৩.৪ এখনো নাকি ফুলপরিরা নেমে আসে পৃথিবীতে ।' - পৃথিবীতে নেমে এসে তারা কি করে?
উত্তর- 'ফুল, কবিতায় কবি কবি 'সুখলতা রাও' তিনি ফুল পরীদের রূপকথার সম্পর্কে বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন পৃথিবীতে বহুবছর আগে ফুল ছিল না আর তারা রাত্রে বেলায় এখানে এসে ঘুরে বেড়াতো। তারা যখন দেখল যে পৃথিবীতে ফুল নেই, তারা তাদের নিজের দেশ থেকে ফুল নিয়ে এসে রোপন করল ও পরবর্তীতে ফুলের বাগান তৈরী করে দিল।
৪. শূন্যস্থানে ঠিক বর্ণ বসিয়ে শব্দ তৈরি করো:
৪.১ প____ন্ত
ত্তর- পর্যন্ত
৪.২ ডা____ র
উত্তর- ডাক্তার
৪.৩ প্র তি____
উত্তর- প্রতিজ্ঞা
৪.৪ ____ ঙ্গল
উত্তর- মঙ্গল
৪.৫ র____ ন
উত্তর- রঞ্জন
৫. বাংলা ভাষায় স্বরবর্ণ আর স্বরধ্বনিগুলি কি কি?
উত্তর-বাংলা ভাষায় স্বরবর্ণ হল-অ,আ,ই,ঈ,উ,ঊ, রি,এ, ঐ, ও,
স্বরধ্বনিগুলি হল-অ,আ,ই,উ,এ,ও,অ্যা।
৬. নিচের বাক্যগুলোর শব্দ কিভাবে তৈরি লেখো:
৬.১ ছেলের চোখদুটো লোভে চকচক করে ওঠে।
উত্তর-ছেলের চোখদুটো লোভে চকচক করে ওঠে।
৬.২ ধানের শিষে পুলক ছোটে।
উত-ধানের শিষে পুলক ছোটে।
৬.৩ নাম শুনে ডাক্তারবাবু চমকে উঠলেন।
উত্তর- নাম শুনে ডাক্তারবাবু চমকে উঠলেন
বিধেয়- নাম শুনে ডাক্তারবাবু চমকে উঠলেন
৬.৪ ছোট দাওয়া পেরিয়ে তারা ঘরে ঢুকল।
উত্তর- ছোট দাওয়া পেরিয়ে তারা ঘরে ঢুকল
বিধেয়- ছোট দাওয়া পেরিয়ে ঘরে ঢুকল